1x Casino partner program: stable income in a fast-growing niche

Gambling is not the only way to make money in the gambling industry. Another model is attracting more and more attention: affiliate programs. In the 1x casino partner system, marketers, bloggers, and traffic owners find a reliable and flexible tool: here, it is not important to guess the outcome of a match, but to competently build a funnel and use the available resources for monetization.

The program is based on transparent conditions: you bring players and receive a percentage of their activity. Participants have access to adaptive advertising materials and individual terms. No investment is required – just a strategy, motivation, and interest in the niche.

What does a partner get from cooperation with 1xCasino

The system is designed for both beginners and those who have been working in arbitrage or influencer marketing for a long time. Registration is quick, the personal account interface is intuitive, and technical support responds promptly and helps resolve any issues. Promotional materials are adapted to modern platforms: stories, Telegram, video reviews, websites, and even podcasts.

Key features for partners:

  • flexible payment models: revshare, CPA, and hybrid schemes;
  • weekly payments via a convenient payment method;
  • detailed real-time analytics;
  • geotargeting and A/B testing options.

It is worth mentioning a trend: more and more partners from different fields, from gamers to lifestyle bloggers, are starting to work with the 1xcasino agent program brand, which has long established itself as stable and recognizable. Native advertising integrated into personal content yields higher conversion rates than direct advertising. This is especially noticeable against the backdrop of growing interest in live casinos and mobile slots.

In addition, the program adapts to the market: in 2025, developers introduced easier tools for automating link management and traffic filtering. This saves time and increases efficiency.

The 1xCasino affiliate program is not just an opportunity to earn money, but a real way to create your own stable income in the online environment. There are no strict entry requirements or hidden restrictions: you choose where to start and how to develop. Transparent analytics, support, and access to trending products make partnering with 1xCasino not only profitable but also promising. The sooner you start, the faster you will see results.

আজকে কাতারের রিয়াল রেট বাংলাদেশে কত টাকা?

কাতার থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে, আজকে কাতারের রিয়াল রেট বাংলাদেশে কত টাকা বা কাতারের টাকার মান সম্পর্কে আপডেট তথ্য জেনে নিন এখানে।

বর্তমানে কাতার পৃথিবীর অন্যতম সর্বোচ্চ মাথাপিছু আয়ের রাষ্ট্র। সৌদি আরব এবং ওমানের পর কাতার অন্যতম রক্ষণশীল রাষ্ট্র। কাতারের নাগরিক সুযোগ সুবিধার মান খুবই উন্নত। পাশাপাশি বহির্বিশ্বের নাগরিকদের কর্মসংস্থানের জন্য এই দেশটি সুপরিচিত। 

২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৪ লক্ষ মানুষ কাতারে কর্মসংস্থানের জন্য প্রবাসী হিসেবে ছিল। বর্তমানে সেই সংখ্যা আরো অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। কাতারে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা নিজ দেশে যখন তাদের উপার্জিত অর্থ প্রেরণ করে, তখন সেই অর্থের সঠিক মূল্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার প্রায় প্রতিদিনই পরিবর্তন হয়। ফলে কাতারের রিয়াল থেকে বাংলাদেশি টাকায় একচেঞ্জ রেট সম্পর্কে আপডেট তথ্য না জানলে, সঠিক মূল্য নাও পেতে পারেন। তাই কাতারের টাকার মান কত সে সম্পর্কে জেনে নিতে পারেন এই আর্টিকেল থেকে।

আজকের কাতারের টাকার মান কত?

আজ সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।

আজকের কাতারের টাকার মান বাংলাদেশি টাকায়- ১ কাতার রিয়াল = ৩৩.০৮ টাকা। এভাবে যত রিয়াল বিনিময় করতে চাইবেন, সেই সংখ্যাকে ৩৩.০৮ দিয়ে গুণ করলে বাংলাদেশি টাকায় তার মূল্য বের করতে পারবেন। 

শুধুমাত্র কাতারে থাকা প্রবাসীরা বাংলাদেশে অর্থ প্রেরণ করে এমনটি নয়। বরং বাংলাদেশ থেকেও বিভিন্নভাবে কাতারে অর্থ প্রেরণ করা হয়। অনেক সময় প্রবাসীদের ব্যক্তিগত প্রয়োজনে, এম্প্লয়ার আইডি তৈরিতে কিংবা ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ থেকে মুদ্রা এক্সচেঞ্জ করে কাতারে রিয়াল সংগ্রহ করে। 

আবার কেউ কেউ কাতারে ভিজিট ভিসায় ভ্রমণ করতে গেলেও, সেখানে বাড়তি কাতারি রিয়ালের প্রয়োজন পড়তে পারে। তাই বাংলাদেশ থেকে ব্যাংক ট্রান্সফার করে বাংলাদেশের মুদ্রাকে কাতার রিয়ালে কনভার্ট করে, কাতারের ব্যাংকগুলো থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করা যায়। 

এভাবে কেউ যদি বাংলাদেশ থেকে কাতারে টাকা পাঠাতে চায়, সেক্ষেত্রেও বাংলাদেশী প্রতি ৩৩.০৮ টাকার বিনিময়ে কাতারের ব্যাংকগুলো থেকে ১ রিয়াল করে সংগ্রহ করতে পারবে। আবার কাতারে কারোর ১,০০০ রিয়াল প্রয়োজন হলে, বাংলাদেশ থেকে আজকের টাকার রেট অনুযায়ী, ৩৩,০৮৩ টাকা পাঠাতে হবে (+ব্যাংক চার্জ)।

কাতার রিয়াল টু টাকা | ১ রিয়াল = কত টাকা?

কাতার রিয়াল (QAR)বাংলাদেশি টাকা (BDT)
1 রিয়াল33.08 টাকা (▲)
10 রিয়াল330.83 টাকা (▲)
50 রিয়াল1654 টাকা (▲)
100 রিয়াল3,308 টাকা (▲)
500 রিয়াল16,541 টাকা (▲)
1000 রিয়াল33,083 টাকা (▲)
5000 রিয়াল1,65,417 টাকা (▲)

তথ্যসূত্রঃ Sonali Bank PLC

উল্লেখ্য যে, উপরোক্ত তালিকায় যেই প্রতীক গুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর ব্যবহারিক ব্যাখ্যা হলো:

  • (▲) টাকার রেট বৃদ্ধি পেয়েছে।
  • (▼) টাকার রেট হ্রাস পেয়েছে।
  • (●) টাকার রেট অপরিবর্তিত রয়েছে।

কাতার ১ রিয়াল বাংলাদেশের কত টাকা

আজকের কাতারের টাকার মান অনুযায়ী, কাতারের ১ রিয়াল আজকের বাংলাদেশী টাকায় ৩৩.০৮ টাকা (৩৩ টাকা ০৮ পয়সা)। অর্থাৎ আজকের আন্তর্জাতিক মুদ্রার মানের ভিত্তিতে বাংলাদেশের ৩৩ টাকা ০৮ পয়সা এবং কাতারের ১ রিয়াল হবে সমান মূল্যের। 

কাতারে যেসকল প্রবাসী বাংলাদেশীরা রয়েছে, তারা মুদ্রা বিনিময় করে বাংলাদেশে অর্থ প্রেরণ করলে, আজকের দিনে প্রতি ১ কাতার রিয়ালের বিনিময়ে ৩৩ টাকা ০৮ পয়সা করে পাবে। একইভাবে, কেউ যদি বাংলাদেশ থেকে কাতারে অর্থ প্রেরণ করতে চায়, তাহলে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে প্রেরণ করা প্রতি ৩৩ টাকা ০৮ পয়সার বিনিময়ে কাতারে ১ রিয়াল সংগ্রহ করতে পারবে।

কাতারের ১ টাকা বাংলাদেশের কত টাকা?

কাতারের মুদ্রার নাম হলো রিয়াল। আমরা কাতারের টাকা বলতে মূলত কাতারের রিয়ালকেই শাব্দিক অর্থে বুঝিয়ে থাকি। যাই হোক, আজকের মুদ্রার মান অনুযায়ী, কাতারের ১ টাকা বাংলাদেশের ৩৩ টাকা ০৮ পয়সা। 

তবে এই বিনিময় হার স্থিতিশীল নয়। যেকোনো সময় বিভিন্ন পারিবারিক বিষয়ের উপর নির্ভর করে কাতারের মুদ্রার মান এবং বাংলাদেশের মুদ্রার মান পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে প্রতিদিন কিংবা কয়েক ঘন্টার ব্যবধানেও কাতারের টাকার মান কম-বেশি হয়ে থাকে।

কাতারের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা? 

ইতিমধ্যেই আমরা জেনেছি যে, আজকের কাতারের রিয়াল রেট বাংলাদেশে প্রতি ১ রিয়াল = ৩৩.০৮ টাকা। এই রিয়াল রেট অনুযায়ী, আজকে কাতারের ১০০ রিয়াল = বাংলাদেশের ৩,৩০৮ টাকা।

এই হিসেব মতে, কেউ যদি কাতারে অবস্থান করে বাংলাদেশের কোন ব্যাংকে বা বিকাশের মাধ্যমে অর্থ প্রেরণ করে, তাহলে ১০০ রিয়ালের বিনিময়ে বাংলাদেশ থেকে পাবে ৩,৩০৮ টাকা। আবার ভিন্নভাবে, কেউ যদি বাংলাদেশ থেকে কাতারে ১০০ রিয়াল পাঠাতে চায়, তাহলে তাকে কোন সরকার অনুমোদিত ব্যাংকের মাধ্যমে ৩,৩০৮ টাকা পাঠাতে হবে (+ ব্যাংক চার্জ)।

কাতারের ১০০০ রিয়াল বাংলাদেশের কত টাকা?

আজকের কাতারের টাকার মান অনুযায়ী, কাতারের ১ হাজার রিয়াল বাংলাদেশী টাকায় এক্সচেঞ্জ করলে ৩৩,০৮৩ টাকা পাওয়া যাবে। বাংলাদেশের সরকারিভাবে অনুমোদিত ব্যাংকগুলো এই রেটে আজকের কাতারের রিয়াল বিনিময় করে থাকবে। কিছু ব্যাংকে বিনিময় হার এর থেকে কম-বেশি হতে পারে। তাছাড়া ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে বাড়তি ২.৫%-৫% পর্যন্ত রেমিটেন্স পাওয়ার সুযোগ তো রয়েছেই।

অন্যদিকে, যদি কেউ বিকাশের মাধ্যমে কাতার থেকে বাংলাদেশে ১,০০০ রিয়াল পাঠায়, তাহলে সে সাধারণভাবে ব্যাংকের রেট থেকে কিছু পয়সা বেশি পেতে পারে। কিন্তু এভাবে লেনদেন করলে বাড়তি ২.৫%-৫% রেমিটেন্স পাওয়ার কোন সুযোগ থাকেনা।

আজকের কাতারের টাকার মান বাংলাদেশে কত?

আজকের কাতারের টাকার মান বাংলাদেশের টাকার রেট অনুযায়ী, ১ রিয়াল = ৩৩.০৮ টাকা। মূলত, বাংলাদেশে বর্তমানে চলমান অস্থিতিশীল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশের কারণে দিন দিন বাংলাদেশে মুদ্রার মান কমে যাচ্ছে। তাই বাংলাদেশের হ্রাসমান সেই মুদ্রা দিয়ে অন্য দেশের মুদ্রার মান নির্ণয় করতে চাইলে, সেটি তুলনামূলকভাবে বেশি হয়। 

বিগত ৪-৫ বছর আগেও কাতারের টাকার মান ছিল বাংলাদেশের মুদ্রার মান অনুসারে ১ কাতারি রিয়াল = ২২/২৩ টাকা। কিন্তু বর্তমানে তা আরও প্রায় ৫০% বৃদ্ধি পেয়েছে। তাই আজকের কাতারের টাকার রেট বাংলাদেশি টাকায় বৃদ্ধি পেয়ে ৩৩.০৮ টাকায় উন্নীত হয়েছে।

কাতারে প্রচলিত মুদ্রা ও নোট এর তালিকা

বর্তমানে কাতারে বিভিন্ন মানের মুদ্রা ও নোট এর প্রচলন রয়েছে। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য দেশটি এসকল নোট ও মুদ্রার ব্যবহার করে থাকে। নিচে বর্তমানে কাতারে প্রচলিত মুদ্রা ও নোট এর তালিকা দেওয়া হলো:

প্রচলিত কয়েন সমূহ:

  • ২৫ দিরহাম,
  • ৫০ দিরহাম, ও
  • ১ রিয়াল।

(বি:দ্র: কাতারের ১০০ দিরহাম = ১ রিয়াল।)

প্রচলিত নোট সমূহ:

  • ১ রিয়াল: শেখ জাসিম বিন মুহাম্মদ আল থানি এবং কাতারের মানচিত্র ডিজাইন করা বেগুনি রংয়ের নোট। 
  • ৫ রিয়াল: আল খোর টাওয়ার এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতীক ডিজাইন করা সবুজ রংয়ের নোট।
  • ১০ রিয়াল: শেখ হামাদ গ্র্যান্ড মসজিদ এবং কাতার জাতীয় মিউজিয়াম ডিজাইন করা লাল রংয়ের নোট।
  • ৫০ রিয়াল: শেখ আবদুল্লাহ বিন জাসিম আল থানি প্যালেস ডিজাইন করা নীল রংয়ের নোট।
  • ১০০ রিয়াল: কাতারের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থনৈতিক স্থাপনা ডিজাইন করা বেগুনি রংয়ের নোট।
  • ২০০ রিয়াল: কাতার জাতীয় লাইব্রেরি এবং সাংস্কৃতিক ঐতিহ্য ডিজাইন করা হালকা সবুজ রংয়ের নোট।
  • ৫০০ রিয়াল: কাতারের এমিরেট প্যালেস এবং ঐতিহাসিক স্থান ডিজাইন ধূসর সবুজ রংয়ের নোট।

বিভিন্ন দেশের আজকের টাকার রেট

শেষকথা 

উপরোক্ত আলোচনা থেকে কাতারের টাকার মান কত, সে সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। তবে খেয়াল রাখবেন মুদ্রার মান যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই বিশ্বস্ত মাধ্যম থেকে আপডেট তথ্য জেনে অর্থ বিনিময় করলে লাভবান হতে পারবেন।

আজকে কুয়েতি দিনার রেট বাংলাদেশে কত? Kuwait Dinar to Taka

Kuwait Dinar to Taka

কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাচ্ছেন? তাহলে আজকে কুয়েতি দিনার রেট বাংলাদেশে কত, সে সম্পর্কে আপডেট তথ্য জেনে নিন এখানে।

পৃথিবীর কুয়েতের মুদ্রার মান সবচেয়ে বেশি। বর্তমানে উন্নত অর্থনীতির কারণে এবং নানান আন্তর্জাতিক বিষয়বস্তুর উপর নির্ভর করে কুয়েতের মুদ্রার মান সর্বদাই অন্যান্য মুদ্রার থেকে বেশি থাকে। বাংলাদেশীদের কর্মসংস্থানের জন্য অন্যতম আদর্শ একটি দেশও হলো কুয়েত। তাই বিপুল পরিমাণ বাংলাদেশি বর্তমানে কুয়েতে প্রবাসী হিসেবে অবস্থান করছে। 

কুয়েতের অনেক প্রবাসী বাংলাদেশীরা তাদের উপার্জিত বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে রেমিট্যান্স হিসেবে পাঠাচ্ছে। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার বৃদ্ধার রিজার্ভ অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অন্যান্য সকল দেশের মতোই কুয়েতের মুদ্রার মানও সময়ে সময়ে পরিবর্তিত হয়।

মাঝে ১ দিনের ব্যবধানে কুয়েতি দিনার রেট বাংলাদেশী টাকায় কয়েক টাকা পর্যন্ত কমে যায়। ফলে আপডেট রেট না জেনে দেশে টাকা পাঠালে তূলনামুলক কম রেট পেতে পারেন। তাই এই আর্টিকেলটি থেকে কুয়েতের দিনার রেট সম্পর্কে আপডেট তথ্য জেনে নিন।

আজকে কুয়েত টাকার মান কত? Kuwait Currency to BDT

আজ সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।

আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার অনুযায়ী, আজকে কুয়েত টাকার মান হলো ১ দিনার = ৩৯৬.৭৩ টাকা (তিনশত ছিয়ানব্বই টাকা তিয়াত্তর পয়সা)। অর্থাৎ, আজকে কুয়েত থেকে বাংলাদেশের কোন ব্যাংকে টাকা পাঠালে, ১ দিনারের বিনিময়ে ৩৯৬.৭৩ টাকা পাওয়া যাবে।

এভাবে যত দিনার লেনদেন করবে, সেই লেনদেনের পরিমাণকে আজকে বাংলাদেশে কুয়েতি দিনার রেট দিয়ে গুণ করলেই সঠিক টাকার পরিমাণ জানতে পারবেন।

(বি:দ্র: মনে রাখবেন, আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই কুয়েতি দিনার বাংলাদেশে লেনদেন করতে চাইলে সে বিষয়ে অর্থ লেনদেনের পূর্বে যাচাই-বাছাই করে নিবেন।)

কুয়েতি দিনার রেট বাংলাদেশ | Kuwait Dinar to Taka

কুয়েত দিনার (KWD)বাংলাদেশি টাকা (BDT)
1 দিনার396.73 টাকা (▲)
10 দিনার3,967.36 টাকা (▲)
50 দিনার19,836 টাকা (▲)
100 দিনার39,673 টাকা (▲)
500 দিনার1,98,368 টাকা (▲)
1000 দিনার3,96,736 টাকা (▲)
5000 দিনার19,83,681 টাকা (▲)

তথ্যসূত্রঃ Sonali Bank PLC

উল্লেখ্য যে, উপরোক্ত তালিকায় যেই প্রতীক গুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর ব্যবহারিক ব্যাখ্যা হলো:

  • (▲) টাকার রেট বৃদ্ধি পেয়েছে।
  • (▼) টাকার রেট হ্রাস পেয়েছে।
  • (●) টাকার রেট অপরিবর্তিত রয়েছে।

কুয়েতের ১ টাকা বাংলাদেশের কত টাকা | Kuwait 1 Dinar / Bangladeshi Taka

আজকের কুয়েতের টাকার মান অনুযায়ী, কুয়েতের ১ টাকা বা ১ দিনার = ৩৯৬.৭৩ টাকা। অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা বাজারে বাংলাদেশের ৩৯৬ টাকা ৭৩ পয়সা কুয়েতের ১ দিনারের সমান হিসেবে ব্যবহার করা যাবে।

বাংলাদেশের কুয়েত প্রবাসীরা আজকের দিনে কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠালে, প্রতি ১ দিনারের বিনিময়ে বাংলাদেশের ব্যাংক থেকে ৩৯৬.৭৩ টাকা উত্তোলন করতে পারবে। সাধারণত ব্যাংকগুলোতে কুয়েত দিনারের মূল্য উপরোক্ত রেট অনুযায়ী পাওয়া যাবে। কিন্তু বিকাশ বা অন্য কোন মাধ্যমে কুয়েত থেকে বাংলাদেশে অর্থ বিনিময় করলে, দিনারের রেট কিছুটা কম বেশি হতে পারে।

কুয়েত ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?

আজকের কুয়েতি দিনার রেট অনুযায়ী, কুয়েতের ১০০ টাকা বাংলাদেশী টাকায় বিনিময় করলে ৩৯,৬৭৩ টাকা পাওয়া যাবে। একইভাবে যদি কোন ব্যক্তি ব্যবসায়িক প্রয়োজনে কিংবা অন্য কোন প্রয়োজনে বাংলাদেশ থেকে কুয়েতে টাকা পাঠাতে চায়, তাহলে ১০০ দিনার পাঠাতে চাইলে ৩৯,৬৭৩ টাকা (+ ব্যাংক চার্জ) পাঠাতে হবে। 

যে সকল বাংলাদেশীরা প্রাথমিক অবস্থায় কুয়েতে কর্মসংস্থানের জন্য প্রবাসী হিসেবে যায়, তাদের অধিকাংশেরই মূল বেতন ১০০-১২০ দিনার হয়ে থাকে। বাংলাদেশী টাকায় তা প্রায় ৩৫-৫০ হাজার টাকার সমান। এক্ষেত্রে প্রবাসীরা মাসিক বেতন পাওয়ার পর ১০০ দিনার বাংলাদেশে পাঠালে আজকের রেট অনুযায়ী ৩৯,৬৭৩ টাকা পাওয়া যাবে।

কুয়েত ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা?

কুয়েত ১,০০০ টাকা বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ করলে, আজকের মুদ্রা বিনিময় হার অনুযায়ী ৩,৯৬,৭৩৬ টাকা পাওয়া যাবে। সাধারণত বাংলাদেশের অনেক কুয়েত প্রবাসী ব্যবসায়ীরা তাদের মাসিক উপার্জনের অর্থ দেশে পাঠানোর সময় ১,০০০ দিনার বা তার চেয়ে বেশি লেনদেন করে থাকে। এক্ষেত্রে প্রতি ১,০০০ হাজার দিনারের জন্য বাংলাদেশের ৩,৯৬,৭৩৬ টাকা পাওয়া যাবে।

যাই হোক, যেহেতু এই মুদ্রার মান যেকোন সময় পরিবর্তিত হতে পারে, তাই বিপুল পরিমাণ অর্থ লেনদেন করার আগে অবশ্যই সেই দেশের মুদ্রার আপডেট রেট জেনে নিবেন।

কুয়েত থেকে কখন টাকা পাঠালে আপনি লাভবান হবেন?

যখন কুয়েতি দিনার রেট বাংলাদেশী টাকায় সবচেয়ে বেশি থাকবে, তখন কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনি লাভবান হতে পারবেন। কুয়েতের টাকার মান প্রায় প্রতিদিনই পরিবর্তন হয়।

তাই অল্প কয়েকদিন পর্যবেক্ষণ করে, যেদিন দিনার রেট সবচেয়ে বেশি থাকবে, সেদিন লেনদেন করলে বাংলাদেশের ব্যাংক গুলো থেকে মুদ্রার মান সবচেয়ে বেশি পাওয়া যাবে। সাধারণত অল্প টাকা লেনদেন করলে, মুদ্রার মান তেমন প্রভাব ফেলে না।

তবে বেশি টাকা লেনদেন করলে, যেমন- ১০০০ দিনার বা তার বেশি লেনদেন করলে মুদ্রার মান ব্যাপক প্রভাব ফেলবে। তাই এসকল বিষয় বিবেচনা করে লেনদেন করাই লাভজনক।

কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর মাধ্যম সমূহ

কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য বেশ কয়েকটি সহজ এবং নিরাপদ মাধ্যম রয়েছে। 

(১) কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে প্রচলিত মাধ্যম হলো ব্যাংক ট্রান্সফার। কুয়েতের বেশিরভাগ ব্যাংক থেকে আন্তর্জাতিকভাবে অর্থ লেনদেনের সুবিধা পাওয়া যায়। এক্ষেত্রে ব্যাংক গুলো নির্ধারিত হারে ফি কেটে নেয়, তারপর সেই অর্থ বাংলাদেশের ব্যাংকে পাঠায়।

(২) ব্যাংক থেকে টাকা পাঠাতে তূলনামূলকভাবে সময় বেশি লাগে। এক্ষেত্রে দ্রুত টাকা পাঠানোর জন্য মানি ট্রান্সফার কোম্পানি গুলোর মাধ্যমে লেনদেন করতে পারেন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মানি ট্রান্সফার কোম্পানি গুলো হলো ওয়েস্টার্ন ইউনিয়ন, মনিগ্রাম, রেমিটো ইত্যাদি। এর মধ্যে কুয়েতের প্রবাসীদের জন্য রেমিটো ব্যবহার করা বেশি সুবিধাজনক। এগুলোর মাধ্যমে মিনিটের মধ্যেই টাকা পাঠানো যায়।

(৩) বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কুয়েত থেকে সহজেই টাকা পাঠানো। কুয়েতে অবস্থিত বিকাশ বা নগদ এজেন্টের মাধ্যমে দেশের নির্দিষ্ট এজেন্টের কাছে খুব দ্রুতই টাকা পাঠাতে পারবেন।

(৪) অনলাইন মানি ট্রান্সফার সার্ভিসের ব্যাপারে আপনার বিস্তারিত ধারনা থেকে থাকলে বিভিন্ন পেমেন্ট এপ ব্যবহার করেও টাকা লেনদেন করতে পারবেন। যেমন: Paypal, Wise, Payoneer ইত্যাদি। এক্ষেত্রে টাকা পাঠানোর আগে এগুলোর শর্ত এবং নির্ধারিত ফি সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন।

এই মাধ্যমগুলো ব্যবহার করে আপনি নিরাপদে কুয়েত থেকে বাংলাদেশে দ্রুতই টাকা পাঠাতে পারবেন।

বিভিন্ন দেশের আজকের টাকার রেট

শেষকথা

উপরোক্ত আলোচনা থেকে আপনারা জানতে পারলেন আজকে কুয়েতি দিনার রেট বাংলাদেশে কত টাকা। তবে যেহেতু এই মুদ্রার মান যেকোনো সময় পরিবর্তন হতে পারে, তাই লেনদেনের সময় পূনরায় যাচাই করে নিবেন।

আজকে ১ ইউরো সমান বাংলাদেশের কত টাকা? | Euro to BDT Today Rate

euro to bdt today

ইউরো থেকে বাংলাদেশি টাকায় বিনিময় হার সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে জেনে নিন- “আজকে ১ ইউরো সমান বাংলাদেশের কত টাকা।”

ইউরোর সাথে টাকার বিনিময় হার বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। প্রতিদিনই বাংলাদেশের নানান বাণিজ্যিক কর্মকাণ্ডে ইউরো দিয়ে লেনদেন করা হয়। তাছাড়া বহু বাংলাদেশিরা ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে অবস্থান করছে। তারাও নিয়মিত বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। 

পক্ষান্তরে, অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে টুরিস্ট হিসেবে ভ্রমণ করতে যায়। সে সময় ইউরোর রেট সম্পর্কে আপডেট তথ্য জানতে হয়। এমতাবস্থায় সঠিক তথ্য না জানলে, আর্থিক ক্ষতির কিংবা জালিয়াতির সম্মুখীন হতে পারেন। তাই এই আর্টিকেল থেকে আজকের ইউরো রেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

১ ইউরো সমান কত টাকা?

আজ সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।

আজকের ইতালি বা রোমানিয়ার টাকার মান বাংলাদেশি টাকায় ১ ইউরো সমান ১৪০.৭৬ টাকা। এভাবে যত ইউরো বিনিময় করতে চাইবেন, সেই সংখ্যাকে ১৪০.৭৬ দিয়ে গুণ করলে বাংলাদেশি টাকায় তার মূল্য জেনে নিতে পারবেন। 

সাধারণত অনেক বাংলাদেশীরা ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বা অভিবাসী হিসেবে অবস্থান করছে। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের তাদের উপার্জিত অর্থ প্রেরণ করে থাকে। শুধুমাত্র ইউরোপে থাকা প্রবাসীরাই বাংলাদেশে অর্থ পাঠায়, বিষয়টি এমন নয়। বরং বাংলাদেশ থেকেও বিভিন্নভাবে ইউরোপের বিভিন্ন দেশে টাকা পাঠানো হয়।

অনেক সময় প্রবাসীদের ব্যক্তিগত প্রয়োজনে, টুরিস্ট হিসেবে ইউরোপে ভ্রমণের সময়, কিংবা ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ থেকে মুদ্রা এক্সচেঞ্জ করে ইতালিয়ান ইউরোতে বিনিময় করে অর্থ সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে বিভিন্ন কারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি থেকে মুদ্রা বিনিময় করে অথবা, বাংলাদেশ থেকে ব্যাংক ট্রান্সফার করে ইউরোতে কনভার্ট করে, ইতালি বা রোমানিয়ার ব্যাংকগুলো থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করা যায়। 

এভাবে কেউ যদি বাংলাদেশ থেকে ইউরোপে টাকা পাঠাতে চায়, সেক্ষেত্রেও বাংলাদেশী প্রতি ১৪০.৭৬ টাকার বিনিময়ে ইতালির ব্যাংকগুলো থেকে ১ ইউরো করে সংগ্রহ করতে পারবে। আবার ইতালিতে কারও ১,০০০ ইউরোর প্রয়োজন হলে, বাংলাদেশ থেকে আজকের টাকার রেট অনুযায়ী, প্রায় ১,৪০,৭৬৪ টাকা পাঠাতে হবে।

ইতালি ইউরো টু বাংলাদেশী টাকা | Euro to Taka

ইতালি ইউরো (EUR)বাংলাদেশি টাকা (BDT)
1 ইউরো140.76 টাকা (▲)
10 ইউরো1,407.64 টাকা (▲)
50 ইউরো7,038 টাকা (▲)
100 ইউরো14,076 টাকা (▲)
500 ইউরো70,382 টাকা (▲)
1,000 ইউরো1,40,764 টাকা (▲)
5,000 ইউরো7,03,821 টাকা (▲)
10,000 ইউরো14,07,643 টাকা (▲)

তথ্যসূত্রঃ Sonali Bank PLC

উল্লেখ্য যে, উপরোক্ত তালিকায় যেই প্রতীক গুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর ব্যবহারিক ব্যাখ্যা হলো:

  • (▲) টাকার রেট বৃদ্ধি পেয়েছে।
  • (▼) টাকার রেট হ্রাস পেয়েছে।
  • ( ● ) টাকার রেট অপরিবর্তিত রয়েছে।

ইতালির ১ ইউরো বাংলাদেশের কত টাকা?

আজকের ইতালির টাকার মান অনুযায়ী, ১ ইউরো সমান আজকের বাংলাদেশী টাকায় ১৪০.৭৬ টাকা (১৪০ টাকা ৭৬ পয়সা)। অর্থাৎ আজকের আন্তর্জাতিক মুদ্রার মানের ভিত্তিতে বাংলাদেশের ১৪০ টাকা ৭৬ পয়সা এবং ইতালির ১ ইউরো হবে ১৪০.৭৬ টাকার সমান মূল্যের। 

ইতালিতে যেসকল প্রবাসী বাংলাদেশীরা রয়েছে, তারা মুদ্রা বিনিময় করে বাংলাদেশে অর্থ প্রেরণ করলে, আজকের দিনে প্রতি ১ ইতালিয়ান ইউরোর বিনিময়ে ১৪০ টাকা ৭৬ পয়সা করে পাবে। একইভাবে, কেউ যদি বাংলাদেশ থেকে ইতালিতে অর্থ প্রেরণ করতে চায়, তাহলে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে প্রেরণ করা প্রতি ১৪০ টাকা ৭৬ পয়সার বিনিময়ে ইতালিতে ১ ইউরো সংগ্রহ করতে পারবে।

(বি:দ্র: মনে রাখবেন, আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই ইউরো রেট প্রায় প্রতিদিনই, এমনকি কয়েক ঘন্টার ব্যবধানেও পরিবর্তিত হতে পারে। তাই অর্থ লেনদেনের আগে প্রতিদিনের মুদ্রার মান সম্পর্কে আপডেট রেট যাচাই-বাছাই করে নিবেন।)

১০ ইউরো বাংলাদেশের কত টাকা?

আজকের ইতালির টাকার মান অনুযায়ী, ইতালির ১০ ইউরো = ১৪০৭ টাকা। অর্থাৎ, আন্তর্জাতিক মুদ্রা বাজারে বাংলাদেশের ১৪০৭ টাকা ইতালির ১ ইউরোর সমান হিসেবে ব্যবহার করা যাবে। 

বাংলাদেশের ইতালি প্রবাসীরা আজকের দিনে ইতালি থেকে বাংলাদেশে টাকা পাঠালে, প্রতি ১ ইউরোর বিনিময়ে বাংলাদেশের ব্যাংক থেকে ১৪০৭ টাকা উত্তোলন করতে পারবে। সাধারণত ব্যাংক গুলোতে ইউরোর মূল্য উপরোক্ত রেট অনুযায়ী পাওয়া যাবে। কিন্তু বিকাশ বা অন্য কোন মাধ্যমে ইউরো থেকে বাংলাদেশে অর্থ বিনিময় করলে, ইউরোর রেট কিছুটা কম বা বেশি হতে পারে।

১০০ ইউরো বাংলাদেশের কত টাকা?

আজকের ইতালির টাকার রেট অনুযায়ী, ইতালির ১০০ টাকা বাংলাদেশী টাকায় বিনিময় করলে ১৪,০৭৬ টাকা পাওয়া যাবে। একইভাবে, যদি কোন ব্যক্তি ব্যবসায়িক প্রয়োজনে কিংবা অন্য কোন প্রয়োজনে বাংলাদেশ থেকে ইতালিতে টাকা পাঠাতে চায়, তাহলে ১০০ ইউরো পাঠাতে চাইলে ১৪,০৭৬ টাকা (+ ব্যাংক চার্জ) পাঠাতে হবে। 

সাধারণত অনেক বাংলাদেশীরা ইউরোপে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করতে চায়। এ সময় তারা ইতালির ১০০ টাকা বা ১০০ ইউরোতে বাংলাদেশের কত টাকা হবে সে সম্পর্কে জানতে অনলাইনে সার্চ করে থাকে। তাই আজকের ইউরোর রেট অনুযায়ী ইতালির ১০০ ইউরো বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে।

ইউরো মানি কি / ইউরোর পরিচিতি

“ইউরো” হলো ইউরোপীয় ইউনিয়ভুক্ত দেশসমূহের একক মুদ্রা। এ মুদ্রাটির হচ্ছে জনক রবার্ট মুন্ডেল। ১ জানুয়ারি ১৯৯৯ সালে ইউরো চালু হয়। তখন ১১ টি দেশ- বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, ইতালি, ফ্রান্স, জার্মানি ,আয়ারল্যান্ড, গ্রিস, স্পেন, পর্তুগাল, অস্ট্রিয়া ও ফিনল্যান্ড ইউরো মুদ্রা গ্রহণ করে। সর্বশেষ ১ জানুয়ারি ২০১৫ সালে লিথুয়ানিয়া ইউরোপীয় ইউনিয়ন (EU -) এর ১৯ তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে। ১ম, জানুয়ারি ২০২৩ থেকে ক্রোয়েশিয়া ২০ তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে ইউরো।

ইউরো ও বাংলাদেশী টাকার সম্পর্ক 

ইতালিয়ান ইউরো ও বাংলাদেশি টাকার সম্পর্ক অনেকটা জোরালো। কারণ সারা বছরব্যাপী কোটি কোটি ইউরো লেনদেন হয়ে থাকে বিভিন্ন ব্যবসায়ী ও অন্যান্য কার্যক্রমে। নিচে ইউরোর উঠানামায় বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব এবং ইউরো সাথে বাংলাদেশের টাকার সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো:

ইউরোর বিপরীতে বাংলাদেশের অর্থনীতির প্রভাব

বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ১৯টি দেশের মুদ্রা “ইউরো” বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য এবং রেমিটেন্সের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

সাধারণত স্থানীয় এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, আমদানি-রপ্তানি ভারসাম্য, এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার মাধ্যমে ইউরোর সাথে টাকার বিনিময় হার প্রভাবিত হয়।

টাকার মান কমে গেলে ইউরোর প্রভাব

বাংলাদেশে টাকার মান যদি ইউরোর তুলনায় কমে যায়, তাহলে আমদানিকারকদের জন্য খরচ বেড়ে যায়। কারণ আমদানি করা পণ্য যেমন মেশিনারি, কাঁচামাল, এবং অন্যান্য পণ্য ইউরো মুদ্রায় মূল্যায়ন করা হয়। আবার ইউরোপ থেকে প্রযুক্তি পণ্য আমদানির খরচ বাড়লে স্থানীয় বাজারেও সেই পণ্যের মূল্য বেড়ে যেতে পারে।

অন্যদিকে, রপ্তানিকারকদের জন্য এটি লাভজনক হবে। কারণ তাদের পণ্য ইউরোপীয় বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠবে এবং অধিক দামে বিক্রি করতে পারবে। একইভাবে বাংলাদেশী ইউরোপীয় প্রবাসীরা যদি ইউরোর রেট বেশি থাকা অবস্থায় উপার্জন করে থাকে তাহলে সার্বিকভাবে বাংলাদেশের রেমিটেন্স বা প্রবাসী আয় বৃদ্ধি পাবে। এসময় তারা বাংলাদেশে টাকা পাঠালে টাকার মান কম থাকায় তারা তুলনামূলক বেশি টাকা উত্তোলন করতে পারবে।

টাকার সাথে ইউরোর বিনিময় হার স্থিতিশীল রাখার জন্য করণীয়

বাংলাদেশ ব্যাংক ইউরোর বিপরীতে টাকার মান স্থিতিশীল রাখার জন্য নানাবিধ নীতি গ্রহণ করে থাকে। এক্ষেত্রে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রপ্তানি খাতের উন্নয়ন, এবং রেমিটেন্স প্রবাহকে সহজতর করার উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি, আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানোর জন্য বিভিন্ন প্রণোদনাও দেওয়া হয়।

অপরদিকে, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট বা ইউরোপীয় অর্থনীতির মন্দা বাংলাদেশের উপর প্রভাব ফেলতে পারে। এই অবস্থায়, মুদ্রার বিনিময় হারের ওঠানামা থেকে অর্থনীতি রক্ষা করার জন্য সুদৃঢ় কৌশল প্রয়োজন। সেক্ষেত্রে আন্তঃদেশীয় মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানগুলো এবং বিশ্ব ব্যাংককে বাড়তি ব্যবস্থা গ্রহণ করতে হয়।

শেষকথা

উপরোক্ত আলোচনা থেকে ইতালিয়ান ইউরো রেট সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। এখানে আজকের ১ ইউরো সমান বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। তবে আপনি যখন ইউরো থেকে টাকায় কিংবা টাকা থেকে ইউরোতে লেনদেন করবেন, তখন লেনদেনের পূর্ব মুহূর্তে আপডেট মুদ্রার মান সম্পর্কে জেনে নিবেন।

আজকের পাউন্ড রেট বাংলাদেশে কত টাকা | ১ পাউন্ড সমান কত টাকা? GBP to BDT

british pound gbp to bdt

আজকের পাউন্ড রেট কত, ১ পাউন্ড সমান কত টাকা বা ১০০ পাউন্ড সমান কত টাকা সে সম্পর্কে আপডেট তথ্য জেনে নিন এখানে।

বর্তমানে ব্রিটিশ পাউন্ড বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা। এটি আন্তর্জাতিক লেনদেনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে যুক্তরাজ্যের সাথে অন্যান্য প্রধান প্রধান উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে এর ব্যবহার অনেক বেশি। আমদানি রপ্তানির ক্ষেত্রেও এর ব্যাপক প্রয়োগ রয়েছে।

British Pound GBP to BDT Bank rate

মুদ্রার মান বিবেচনায় বর্তমানে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং হলো বিশ্বের চতুর্থ বৃহত্তম মুদ্রা। বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা এই মুদ্রার মাধ্যমে বড় বড় বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করে থাকে। তাছাড়া অনেক বাংলাদেশী নাগরিক প্রবাসী হিসেবে যুক্তরাজ্যে বসবাস করছে। কেউ কেউ আবার যুক্তরাজ্যে যেতে চায় বলে, আগ্রহের সাথে সেই দেশের মুদ্রার মানুষ জানতে চায়।

সকল ক্ষেত্রেই আজকের পাউন্ড রেট বাংলাদেশে কত টাকা, সে সম্পর্কে আপডেট তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ব্রিটিশ ১ পাউন্ড সমান কত টাকা সে সম্পর্কে আপডেট রেট জেনে নিতে পারেন এই লেখা থেকে।

আজকের পাউন্ড রেট কত – 1 পাউন্ড সমান কত টাকা?

আজ সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।

আজকের পাউন্ড রেট বাংলাদেশী টাকায় বিনিময় করলে, প্রতি ১ পাউন্ডের বিনিময়ে বাংলাদেশের ১৬৩.৮৪ টাকা হবে। আজকের দিনে কেউ যদি যুক্তরাজ্য বা লন্ডন থেকে বাংলাদেশের কোন অনুমোদিত ব্যাংকে পাউন্ড পাঠায়, তাহলে প্রতি ১ পাউন্ডের জন্য ১৬৩.৮৪ টাকা করে সংগ্রহ করতে পারবে।

আবার কেউ যদি বাংলাদেশি টাকা বিনিময় করে যুক্তরাজ্য থেকে কোন কিছু আমদানি করতে চায়, বা অন্য কোন ব্যবসায়িক / ভ্রমণের প্রয়োজনে অর্থ লেনদেন করে, তাহলে যুক্তরাজ্যের কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ১ পাউন্ড সংগ্রহ করতে চাইলে, বাংলাদেশের ১৬৩.৮৪ টাকা পাঠাতে হবে।

(বি:দ্র: মনে রাখবেন, আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই পাউন্ড এমনকি কয়েক ঘন্টার ব্যবধানেও পরিবর্তিত হতে পারে। তাই সে বিষয়ে অর্থ লেনদেনের পূর্বে যাচাই-বাছাই করে নিবেন।)

আজকে ১ পাউন্ড সমান কত টাকা? (GBP to BDT)

ব্রিটেন পাউন্ড স্টার্লিং (GBP)বাংলাদেশি টাকা (BDT)
1 পাউন্ড163.84 টাকা (▲)
10 পাউন্ড1,638.4 টাকা (▲)
50 পাউন্ড8,192 টাকা (▲)
100 পাউন্ড16,384 টাকা (▲)
500 পাউন্ড81,920 টাকা (▲)
1000 পাউন্ড1,63,840 টাকা (▲)
5000 পাউন্ড8,19,200 টাকা (▲)

তথ্যসূত্রঃ Sonali Bank PLC

উল্লেখ্য যে, উপরোক্ত তালিকায় যেই প্রতীক গুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর ব্যবহারিক ব্যাখ্যা হলো:

  • (▲) মুদ্রার রেট বৃদ্ধি পেয়েছে।
  • (▼) মুদ্রার রেট হ্রাস পেয়েছে।
  • (●) মুদ্রার রেট অপরিবর্তিত রয়েছে।

১ পাউন্ড কত টাকা?

আজকের আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার অনুযায়ী, লন্ডনের এক পাউন্ড বাংলাদেশের ১৬৩.৮৪ টাকার সমান মূল্য বহন করে। বাংলাদেশ থেকে বহু বিশিষ্ট ব্যবসায়ীরা এবং আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো পাউন্ডের মাধ্যমে যুক্তরাজ্যের সাথে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

সে সকল প্রতিষ্ঠানের আমদানিকৃত / রপ্তানিকৃত পণ্যের মূল্য ব্রিটিশ পাউন্ডের মাধ্যমে লেনদেন করলে, আজকের পাউন্ড রেট অনুসারে ১ পাউন্ড সমান ১৬৩.৮৪ টাকা হারে লেনদেন করতে হবে।

১০০ পাউন্ড সমান কত টাকা?

আজকের টাকার রেট অনুযায়ী, ব্রিটিশ পাউন্ড বাংলাদেশী টাকায় বিনিময় করলে, ১০০ পাউন্ড সমান ১৬,৩৮৪ টাকা হবে। উপরোক্ত টেবিলে আজকের পাউন্ড রেট সম্পর্কে বিস্তারিত তালিকা দেওয়া রয়েছে। 

সেই টেবিল থেকে আপনার লেনদেনকৃত অর্থের পরিমাণ অনুযায়ী, পাউন্ডের রেট বাংলাদেশি টাকায় আজকের দিনে কত হবে তা জেনে নিতে পারেন। তাছাড়া নির্দিষ্ট পরিমাণ পাউন্ডের মূল্য বাংলা টাকা কত হবে তা জানতে, প্রতি পাউন্ডকে ১৬২.৬৫ টাকায় গুন করলেই হবে।

আন্তর্জাতিক বাণিজ্যে (আমদানি ও রপ্তানিতে) ব্রিটিশ পাউন্ডের ব্যবহার

ব্রিটিশ পাউন্ড দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ মুদ্রা হিসেবে ব্যবহৃত হচ্ছে। মূলত পাউন্ড মুদ্রাটি আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের মধ্যে আন্তর্জাতিক লেনদেনে বিশেষভাবে ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী ব্যাংকিং এবং বাণিজ্যে পাউন্ডের অবস্থান অনেক শক্তিশালী।

পাউন্ডের স্থিতিশীলতা বজায় থাকার কারণে এবং লন্ডন বিশ্বের অন্যতম অর্থনীতির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কারণে, বহু আন্তর্জাতিক কোম্পানি এবং বাণিজ্যিক সংস্থা পাউন্ডের মাধ্যমে লেনদেন করে থাকে। বর্তমানে লন্ডন আন্তর্জাতিক আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে বিশ্বব্যাপী অন্যতম শীর্ষস্থানীয় শহর। ফলে পণ্য, সেবা, এবং মূলধনী বাজারে পাউন্ডের ব্যবহার অনেক বেশি প্রাধান্য পায়।

আন্তর্জাতিক বাজারে, ব্রিটিশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমদানি চুক্তি সম্পাদনের জন্য ব্রিটিশ পাউন্ড ব্যবহার করে। ফলে আমদানিকারকরা পাউন্ডের মাধ্যমে তাদের লেনদেন সম্পন্ন করে। ব্রিটেনের রপ্তানি বাণিজ্যও ব্রিটিশ পাউন্ডের উপর নির্ভর করে। কারণ ইউরোপ, আমেরিকা, এবং এশিয়ার বিভিন্ন দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে পাউন্ড ব্যবহৃত হয়।

ব্রিটিশ পাউন্ডে লেনদেন করার সবচেয়ে সুবিধাজনক দিকটি হলো এই মুদ্রাটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য এবং বিশ্বের প্রধান প্রধান আর্থিক সংস্থাগুলোর সাথে এই মুদ্রার গভীর সংযোগ রয়েছে। তাই বর্তমানে পাউন্ড বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রায় পরিণত হয়েছে এবং সকলেই স্বাচ্ছন্দে এর মাধ্যমে লেনদেন করে থাকে।

আন্তর্জাতিক মুদ্রা বাজারে ব্রিটিশ পাউন্ডের স্থিতিশীলতার প্রভাব

আন্তর্জাতিক মুদ্রা বাজারে ব্রিটিশ পাউন্ডের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্রিটিশ পাউন্ডের স্থিতিশীলতা নির্ভর করে বৈশ্বিক অর্থনীতি, রাজনৈতিক পরিস্থিতি, বাণিজ্যিক সম্পর্ক এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়বস্তু।

ব্রিটিশ পাউন্ডের মুদ্রার মান স্থিতিশীল থাকলে আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারক ও রপ্তানিকারক উভয়ের জন্যই সুবিধাজনক হয়। কারন একটি নির্দিষ্ট মুদ্রায় এবং নির্দিষ্ট বাজারমূল্যে লেনদেন করা যায়।

বর্তমান বিশ্বে অন্যান্য মুদ্রার সাথে পাউন্ডের প্রতিযোগিতা

আন্তর্জাতিক মুদ্রা বাজারে প্রতিটি দেশেই চায় তাদের নিজস্ব মুদ্রা অত্যন্ত শক্তিশালী হোক। তাই প্রতিটি দেশই নিজ দেশের মুদ্রাকে সবচেয়ে দামি মুদ্রা বানাতে ব্যাপকভাবে ব্যবস্থা গ্রহণ করে থাকে। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা বাজারে ব্রিটিশ পাউন্ডের প্রতিদ্বন্দ্বী মুদ্রা হলো আমেরিকান ডলার, ইউরো, এবং জাপানি ইয়েন।

যদিও বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা হিসেবে কুয়েতি দিনের ব্যবহার হয়ে থাকে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তিতে বিবেচনা করলে সেই মুদ্রা অনেকাংশেই পিছিয়ে রয়েছে। অন্যদিকে, ইউরো চালু হওয়ার পর থেকে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে পাউন্ডের প্রভাব কিছুটা হ্রাস পেয়েছে। বিশেষ করে ইউরোপের সাথে যুক্তরাজ্যের বাণিজ্যের ক্ষেত্রে ইউরোর ভূমিকা বৃদ্ধি পেয়েছে। 

এভাবে বর্তমান বিশ্বে অন্যান্য মুদ্রার সাথে পাউন্ডের অর্থনীতির ব্যাপক প্রতিযোগিতা চলছে।

ব্রিটিশ পাউন্ড স্টার্লিং এর নোট ও মুদ্রা/ কয়েন সমূহ

ব্রিটিশ পাউন্ড স্টার্লিং বিশ্বের অন্যতম প্রাচীন মুদ্রা। প্রাচীনকাল থেকে এই মুদ্রার ব্যবহারে বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা, কয়েন, নোট ইত্যাদির ব্যবহার ছিল। নিচে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং এর নোট ও মুদ্রা/ কয়েন সমূহের তালিকা দেওয়া হলো:

ব্রিটিশ পাউন্ডের নোট সমূহ

বর্তমানে ব্রিটেনের মুদ্রা ব্যবস্থায় চারটি প্রধান নোট রয়েছে। এগুলো হলো:

  • ৫ পাউন্ড: £5 নোটে উইনস্টন চার্চিলের ছবি।
  • ১০ পাউন্ড: £10 নোটে জেন অস্টেনের ছবি।
  • ২০ পাউন্ড: £20 নোটে জে.এম.ডব্লিউ টার্নারের ছবি।
  • ৫০ পাউন্ড: £50 নোটে অ্যালান টুরিংয়ের ছবি।

এসকল নোট গুলো সাধারণত পলিমার দিয়ে তৈরি করা হয়েছে। যার ফলে নোটগুলো কাগজের তুলনায় আরো বেশি মজবুত ও স্থায়িত্বশীল হয়। 

ব্রিটিশ পাউন্ডের মুদ্রা সমূহ:

বর্তমানে ব্রিটেনের মুদ্রা হিসেবে প্রচলিত নোট সমূহ হলো: 1 পেন্স, 2 পেন্স, 5 পেন্স, 10 পেন্স, 20 পেন্স, 50 পেন্স, 1 পাউন্ড এবং 2 পাউন্ড।

মূলত ব্রিটিশ পাউন্ডের সূচনাকালে মুদ্রার বাহক হিসেবে এই কয়েনগুলোই ব্যবহৃত হতো। এসকল কয়েনগুলোর মধ্যে বৃটেনের বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রতীকের ডিজাইন রয়েছে। যেমন: রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি, জাতীয় প্রতীক এবং অন্যান্য ঐতিহ্যবাহী নকশা। বর্তমানকালে আধুনিক যুগে এসেও এই কয়েনগুলো যুক্তরাজ্যের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের ঐতিহ্য বহন করে।

বিভিন্ন দেশের আজকের টাকার রেট

শেষকথা

উপরোক্ত আলোচনা থেকে আজকের পাউন্ড রেট কত, ১ পাউন্ড সমান কত টাকা বা ১০০ পাউন্ড সমান কত টাকা সে সম্পর্কে আপডেট তথ্য জানতে পারলেন। তবে যেহেতু এই মুদ্রার মান যেকোন সময়েই পরিবর্তন হতে পারে, তাই প্রতিবার লেনদেনের পূর্বে সর্বশেষ আপডেট তথ্য জেনে নিবেন।

আজকের সৌদির রিয়াল রেট বাংলাদেশী টাকায় কত? ১ রিয়াল = কত টাকা

Saudi Riyal to Takar rate

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাচ্ছেন? তাহলে আজকের সৌদি রিয়াল রেট বাংলাদেশ সম্পর্কে আপডেট তথ্য জেনে নিন এখানে। Saudi Riyal to Taka (SAR to BDT)

বর্তমানে বাংলাদেশের নাগরিকরা যে সকল দেশে কর্মসংস্থানের জন্য প্রবাসী হিসেবে অবস্থান করছে, তার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে সৌদি আরব। একটি পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে সৌদি আরবে প্রবাসী হিসেবে প্রায় ২৬ লক্ষ বাংলাদেশি অবস্থান করছে। সুতরাং, বলাই বাহুল্য সৌদি আরবের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে আমাদের দেশে কত বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। 

কিন্তু সেখানে অবস্থানরত প্রবাসীরা তাদের উপার্জিত অর্থে সঠিক মূল্য পাচ্ছে কিনা, তা নিশ্চিত করতে সৌদি রিয়াল রেট জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন দেশের মুদ্রার আপডেট রেট জানা না থাকলে, যে সকল ব্যাংক বা প্রতিষ্ঠান মানি এক্সচেঞ্জ করে তারা তুলনামূলক কম অর্থ দিতে পারে।

তাই সে বিষয়ে সচেতন থাকতে প্রতিদিনের সৌদি টাকার রেট সম্পর্কে আপডেট তথ্য জেনে নিবেন। তাহলে নিশ্চিত করতে পারবেন আপনি সৌদি আরব থেকে কত রিয়াল পাঠালে, বাংলাদেশে থাকা আপনার পরিবার কত টাকা সংগ্রহ করতে পারবে।

তাই এই আর্টিকেলটি থেকে আজকের সৌদি রিয়ালের আপডেট রেট জেনে নিতে পারেন।

সৌদি রিয়াল রেট বাংলাদেশ | Saudi Riyal to Taka (SAR to BDT)

আজ সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।

আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি টাকায় আজকের সৌদি টাকার রেট হলো – ১ রিয়াল = ৩২.২৪ টাকা (বত্রিশ টাকা চব্বিশ পয়সা)। অর্থাৎ আজকে যদি সৌদি আরবের মুদ্রা- “রিয়াল” কে বাংলাদেশি টাকায় বিনিময় করা হয় তাহলে প্রতি ১ রিয়ালের বিনিময়ে ৩২.২৪ টাকা হবে।

(বি:দ্র: মনে রাখবেন, আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই সৌদি রিয়ালের রেট প্রতিদিন এমনকি কয়েক ঘন্টার ব্যবধানেও পরিবর্তিত হতে পারে। তাই সে বিষয়ে অর্থ লেনদেনের পূর্বে যাচাই-বাছাই করে নিবেন।)

সৌদি টাকার রেট | ১ রিয়াল = কত টাকা? TT CLEAN

সৌদি আরবের রিয়াল (SAR)বাংলাদেশি টাকা (BDT)
1 রিয়াল32.24 টাকা (▲)
10 রিয়াল322.4 টাকা (▲)
50 রিয়াল1,612 টাকা (▲)
100 রিয়াল3,224 টাকা (▲)
500 রিয়াল16,120 টাকা (▲)
1000 রিয়াল32,240 টাকা (▲)
5000 রিয়াল1,61,200 টাকা (▲)
10000 রিয়াল3,24,000 টাকা (▲)

তথ্যসূত্রঃ Sonali Bank PLC

উল্লেখ্য যে, উপরোক্ত তালিকায় যেই প্রতীক গুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর ব্যবহারিক ব্যাখ্যা হলো:

  • (▲) টাকার রেট বৃদ্ধি পেয়েছে।
  • (▼) টাকার রেট হ্রাস পেয়েছে।
  • (●) টাকার রেট অপরিবর্তিত রয়েছে।

সৌদি টাকার রেমিট্যান্স রেট কত | সৌদি ১ রিয়াল বাংলাদেশের কত টাকা?

আজকে সৌদি আরবের টাকার রেট হলো- ১ রিয়াল = ৩২.২৪ টাকা। অর্থাৎ, প্রতি এক রিয়ালের বিনিময়ে বাংলাদেশের যেকোনো অনুমোদিত ব্যাংক থেকে আপনি ৩২.২৪ টাকা সংগ্রহ করতে পারবেন। 

একইভাবে, যদি কোন ব্যক্তি বাংলাদেশ থেকে সৌদি আরবে কারো কাছে অর্থ প্রেরণ করে, সেক্ষেত্রেও আজকের এই রেট প্রযোজ্য থাকবে। অর্থাৎ, বাংলাদেশ থেকে অর্থ প্রেরণ করলে প্রতি ৩২.২৪ টাকার বিনিময়ে সৌদি আরবের ব্যাংকগুলো থেকে ১ রিয়াল সংগ্রহ করতে পারবে।

সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?

আজকের সৌদি টাকার রেট অনুযায়ী, সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের ৩,২২৪ টাকা। এই হিসাব অনুযায়ী, যদি কোন সৌদি প্রবাসী ব্যক্তি বাংলাদেশের কারো কাছে ১০০ রিয়াল পাঠায়, তাহলে বাংলাদেশ থেকে সেই ব্যক্তি ৩,২৩১ টাকা সংগ্রহ করতে পারবে। 

সাধারণত, বহু প্রবাসী তাদের পরিবারের কাছে বিকাশের মাধ্যমে বিদেশ থেকে ১০০ / ২০০ রিয়াল প্রেরণ করে থাকে। এক্ষেত্রে উপরোক্ত মুদ্রা বিনিময় হার অনুযায়ী ১০০ রিয়ালের বিনিময়ে ৩,২২৪ টাকা এবং ২০০ রিয়ালের বিনিময়ে ৬,৪৪৮ টাকা পাবে। 

তবে, এই রেট যেকোন সময় পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে আগে বিকাশে লেনদেনকারি ব্যক্তির কাছে জেনে নিতে হবে।

সৌদি আরবের ১,০০০ টাকা বাংলাদেশের কত টাকা?

সৌদি আরবের ১,০০০ টাকা বা ১,০০০ রিয়াল আজকের সৌদি রিয়াল রেট অনুযায়ী, বাংলাদেশের ৩২,২৪০ টাকা। 

বাংলাদেশ থেকে সৌদি আরবের ১,০০০ রিয়াল সমপরিমাণ অর্থ পাঠাতে চাইলেও, আজকে আপনাকে ৩২,২৪০ টাকা পাঠাতে হবে।

সৌদি রিয়াল রেট বাংলাদেশ বিকাশে কত টাকা?

পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা যখন অল্প পরিমাণ অর্থ দেশে পাঠাতে চায়, তখন অধিকাংশ প্রবাসীরাই বিকাশের মাধ্যমে পাঠিয়ে থাকে। ব্যাংক রেটের মতোই বিকাশের মাধ্যমে অর্থ প্রেরণ করলেও বিনিময় হারের রেট পরিবর্তিত হয়। 

যাইহোক, আজকে বিকাশে সৌদি টাকার মান হলো- প্রতি ১ রিয়াল = ৩২.২৪ টাকা। 

এখানে ব্যাংক রেটে তুলনায় ২০ পয়সা বেশি দেওয়া হবে। তবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আপনি ২.৫% থেকে ৫% পর্যন্ত রেমিটেন্স পাবেন। কিন্তু বিকাশের মাধ্যমে টাকা পাঠালে সেই রেমিটেন্সের অর্থ পাবেন না, তবে তাৎক্ষণিকভাবে ঝামেলা ছাড়াই আপনার অর্থ সংগ্রহ করতে পারবেন।

সৌদি রিয়াল কোথায় ভাঙ্গানো যায়?

বাংলাদেশের অনেক সৌদি প্রবাসী ভাইয়েরা যখন দেশে ফিরে আসেন তখন সৌদি রিয়ালের বিভিন্ন নোট নিয়ে আসেন। আবার অনেকে সৌদি রিয়াল ভাঙ্গিয়ে অন্য দেশের মুদ্রায় তার ভাঙানো অর্থ সংগ্রহ করতে চায়। উভয় ক্ষেত্রেই সৌদি প্রবাসীরা তাদের অর্থ ভাঙ্গিয়ে বা বিনিময় করে অন্য কোন মুদ্রায় সংখ্যা করতে পারবে। এক্ষেত্রে যে সকল বিশ্বস্ত মাধ্যম থেকে সৌদি রিয়াল ভাঙানো যাবে, সেগুলো হলো:

  • কোন সরকারি বা রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত ব্যাংক থেকে। 
  • বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস বা ফরেক্স বিউরো।
  • যেই দেশে ভ্রমণ করতে যাবেন, সেই দেশের বিমানবন্দরে মানি এক্সচেঞ্জ কাউন্টার (Money Exchange Counter) থেকে।

এছাড়াও বর্তমানে বিভিন্ন অনলাইন মানি এক্সচেঞ্জ কোম্পানী রয়েছে। সেখানে অর্থ জমা করেও আপনি মুদ্রা বিনিময় করতে পারবেন। উদাহরণস্বরূপ: পেওনিয়ার, বাইনেন্স। (যোগাযোগ WhatsApp: +8801743969617)

যদি আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর কথা ভাবছেন, তবে আজকের সৌদি রিয়ালের হার সম্পর্কে আপডেট তথ্য নিন। এছাড়াও, অর্থ প্রেরণের জন্য একটি ভাল মোবাইল অ্যাপ্লিকেশন হল Mostbet App। এই হার আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি কত টাকা পাঠাচ্ছেন এবং আপনার পরিবার কত টাকা পাবে। এছাড়াও, যদি আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর কথা ভাবছেন, তাহলে আপনি ” https://melbetbdapp.com/mobile-app/ ” ব্যবহার করতে পারেন, যা সুবিধাজনক এবং নিরাপদভাবে লেনদেন করতে সহায়ক। এখানে ক্লিক করুন অ্যাপ সম্পর্কে আরও জানার জন্য।

সৌদি রিয়াল রেট নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়

কোন একটি দেশের মুদ্রার মান অন্য দেশে কত হবে, তা নির্ধারণ করতে কিছু বিষয় বিবেচনায় আনতে হয়। সৌদি রিয়ালের ক্ষেত্রেও সেসকল বিষয়গুলো বিশ্লেষণ ও মূল্যায়ন করে বিনিময় হার নির্ধারণ করা হয়। এগুলো হলো:

  1. অর্থনৈতিক সূচক যেমন জিডিপি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব হার ইত্যাদি রিয়ালের বিনিময় হার পরিবর্তনে প্রভাব ফেলে।
  2. বাণিজ্যিক ক্ষেত্রে সৌদি আরবে কি পরিমান আমদানি ও রপ্তানি হচ্ছে, সে বিষয়টি রিয়ালের বিনিময় হার পরিবর্তনে প্রভাব ফেলে।
  3. দেশের অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতিও রিয়ালের মান নিয়ন্ত্রণে প্রভাব ফেলে। 
  4. বিদেশি বিনিয়োগ ও আর্থিক সহযোগিতা রিয়ালের বিনিময় হার হলো রিয়ালের মূল্য পরিবর্তনের অন্যতম প্রভাবক। 
  5. সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা নিয়ন্ত্রণ ক্ষমতা এবং আন্তর্জাতিক মুদ্রা বাজারের চাহিদা রিয়ালের বিনিময় হার পরিবর্তনে প্রভাব ফেলে।

এছাড়াও, যেহেতু সৌদি আরব প্রধানত তেল রপ্তানিকারক দেশ, তাই বিশ্ববাজারে তেলের মূল্যও সৌদি রিয়াল এর মূল্যে গুরুত্বপূর্ণ ভাবে প্রভাব ফেলে। আর এসব বিষয়গুলো বিবেচনা করেই প্রতিদিনের সৌদি রিয়াল রেট বাংলাদেশে পরিবর্তিত হয়।

বিভিন্ন দেশের আজকের টাকার রেট

শেষকথা 

উপরোক্ত আলোচনা থেকে আপনারা সৌদি রিয়াল রেট কত টাকা, সে সম্পর্কে জানতে পারলেন। আমাদের প্রকাশ করা এই মুদ্রার রেট আন্তর্জাতিকভাবে বিশ্বস্ত মাধ্যম থেকে নেওয়া হয়েছে (যেমন: Google Snippet)। তবে এই মুদ্রার মান যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

আজকের ডলার রেট কত টাকা | USA Dollar to Taka Rate

us dollar to bdt taka rate today

আজকের ডলার রেট কত টাকা/ ১ ডলার সমান কত টাকা (Dollar to Taka) সে সম্পর্কে আপডেট রেট এই আর্টিকেলে জানতে পারবেন। 

বর্তমানে সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রার নাম হলো ডলার। বাংলাদেশেও যে সকল বৈদেশিক মুদ্রার ব্যবহার রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইউএসএ ডলার (United States of America Dollar)। যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে পৃথিবীর অধিকাংশ অর্থনৈতিক বাজার নিয়ন্ত্রণ করে। তাই দেশে বিদেশে কোটি কোটি মানুষ প্রতিদিন US Dollar ব্যবহার করে লেনদেন করে। 

বলা যায় বাংলাদেশের আমদানি-রপ্তানিতে এই মুদ্রার ব্যবহার সবচেয়ে বেশি। সবজি থেকে শুরু করে জ্বালানি, ফসল এমনকি অস্ত্র বাণিজ্যেও বাংলাদেশিরা এই মুদ্রা ব্যবহার করে থাকে। তাছাড়া বর্তমানে বহু সংখ্যক বাংলাদেশী নাগরিক যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাদেরও প্রায় প্রতিদিনই ডলার লেনদেনের প্রয়োজন হয়।

এই অতি ব্যবহার্য মুদ্রা- ডলারের রেট প্রতিদিনই এমনকি ঘন্টার ব্যবধানেও পরিবর্তন হয়ে যায়। লেনদেনের পূর্বে আপডেট তথ্য না জানলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই আজকের ডলার রেট কত টাকা (1 Dollar to Taka) সে সম্পর্কে আপডেট তথ্য জেনে নিন এখানে।

বাংলাদেশে আজকের ডলার রেট কত | ১ ডলার সমান কত টাকা?

আজ সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।

বাংলাদেশী টাকায় আজকের ডলার রেট হলো ১ ডলার = ১২১.৬০ টাকা। আজকের দিনে কেউ যদি যুক্তরাষ্ট্র বা আমেরিকা থেকে বাংলাদেশের কোন অনুমোদিত ব্যাংকে ডলার লেনদেন করে, তাহলে প্রতি ১ ডলারের বিনিময়ে ১২১.৬০ টাকা করে ব্যাংক থেকে উত্তোলন করা যাবে।

অপরদিকে, আমেরিকা থেকে বাংলাদেশ কিছু আমদানি করতে চাইলে ডলারের মাধ্যমেই আমদানিকৃত পণ্যের মূল্য দিতে হয়। এক্ষেত্রে ব্যবসায়ীরা তাদের পণ্যের মূল্য পরিশোধ করতে প্রতি ১ ডলারের জন্য ১২১.৬০ টাকা বাংলাদেশ থেকে প্রেরণ করতে হবে।

ডলারের মূল্য কম-বেশি হলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপর উল্লেখযোগ্য প্রভাব পড়ে। বাংলাদেশের উন্নয়নের জন্য আমেরিকার ডলার রেট কম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে ডলারের রেট ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, শুধু যুক্তরাষ্ট্র থেকেই নয় বরং বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশগুলো থেকে পণ্য বা সরঞ্জাম আমদানি করার ক্ষেত্রে অধিক বাংলাদেশী টাকা দিতে হচ্ছে।

বাংলাদেশী টাকায় ডলারের মূল্য যত বেশি বৃদ্ধি পাবে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থায় ততই নেতিবাচক প্রভাব পড়বে।

USA Dollar to BDT Taka Rate Today

ডলার টু টাকা | US Dollar to Taka 

আমেরিকান ডলার (USD)বাংলাদেশি টাকা (BDT)
1 ডলার121.60 টাকা (●)
10 ডলার1,216 টাকা (●)
50 ডলার6,080 টাকা (●)
100 ডলার12,160 টাকা (●)
500 ডলার60,800 টাকা (●)
1,000 ডলার1,21,600 টাকা (●)
5,000 ডলার6,08,000 টাকা (●)
10,000 ডলার12,16,000 টাকা (●)

তথ্যসূত্রঃ Sonali Bank PLC

উল্লেখ্য যে, উপরোক্ত তালিকায় যেই প্রতীক গুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর ব্যবহারিক ব্যাখ্যা হলো:

  • (▲) ডলার রেট বৃদ্ধি পেয়েছে।
  • (▼) ডলার রেট হ্রাস পেয়েছে।
  • (●) ডলার রেট অপরিবর্তিত রয়েছে।

(বি:দ্র: মনে রাখবেন, আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই ডলার রেট প্রায় প্রতিদিনই, এমনকি কয়েক ঘন্টার ব্যবধানেও পরিবর্তিত হতে পারে। তাই অর্থ লেনদেনের আগে আপডেট রেট সম্পর্কে যাচাই-বাছাই করে নিবেন।)

১ ডলার সমান বাংলাদেশের কত টাকা (1 Dollar to Taka)?

আজকের আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার অনুযায়ী, ডলার থেকে বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ করলে, প্রতি ১ ডলার সমান বাংলাদেশের ১২১.৬০ টাকা (১২১ টাকা ৬০ পয়সা) হবে। একইভাবে বাংলাদেশের ১২১.৬০ টাকার সমান হবে আমেরিকার ১ ডলার।

বর্তমানে আমেরিকার ডলার রেট বিগত বছরের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তবে প্রতিদিনই ডলার রেট কিছুটা কম-বেশি হয়। এক্ষেত্রে গড় হিসেবে ১ ডলার সমান বাংলাদেশের ১১৬-১২২ টাকা রেট এর মধ্যেই থাকে।

১০০ ডলার বাংলাদেশের কত টাকা (100 Dollar to Taka)?

আজকের ডলার রেট অনুযায়ী, ইউনাইটেড স্টেট ডলার থেকে বাংলাদেশি টাকায় রূপান্তর করলে, প্রতি ১০০ ডলারের বাংলাদেশের ১২,১৬০ টাকা হবে। অর্থাৎ, বাংলাদেশের ১২,১৬০ টাকার সমান মূল্যের হবে আমেরিকার মাত্র ১০০ ডলার। 

ডলার রেট বাংলাদেশ ব্যাংক (Dollar Rate)

বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের প্রধান অর্থনৈতিক ব্যাংকিং প্রতিষ্ঠান। এই ব্যাংকটিকে বর্তমানে বাংলাদেশের অর্থনীতির নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বলা যায়। তাই অনেকেই ডলার লেনদেনের পূর্বে বাংলাদেশ ব্যাংকের ডলার রেট সম্পর্কে আপডেট জানতে চায়।

আজকের ডলার রেট বাংলাদেশ ব্যাংকে বা বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোতে ১ ডলার সমান ১২১.৬০ বাংলাদেশী টাকা। অর্থাৎ আজকের ডলার রেট সরকারি ব্যাংকগুলো থেকে উত্তোলন করলে উক্ত হারে লেনদেন করতে পারবেন।

এই আর্টিকেলে উপরে দেওয়া টেবিলে আজকের ডলারের রেট গুলো আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার এর প্রেক্ষিতে দেওয়া হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের বিনিময় হার এর থেকে কিছুটা বেশি। যাইহোক, যে ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন করবেন, সেখানে উপস্থিত হলেই তাদের দেওয়া আপডেট ডলার রেট জানতে পারবেন।

সিঙ্গাপুর ডলার রেট বাংলাদেশ | Singapore Dollar to BDT

ডলার বলতে আমরা শুধু আমেরিকান ডলারকেই বুঝে থাকি। কিন্তু পৃথিবীর আরো বহু দেশে ডলার নামক মুদ্রা ব্যবহৃত হয়ে থাকে। তবে একেক দেশের ডলারের মুদ্রার মান একেক রকম হতে পারে। 

আজকের সিঙ্গাপুর ডলার রেট বাংলাদেশ টাকায় হবে ৯৪.৩৯ টাকা বা ৯৪ টাকা ৩৯ পয়সা। মূলত সিঙ্গাপুরের ডলারের রেট সেই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। সিঙ্গাপুরের অর্থনীতি আমেরিকা থেকে ভিন্ন হওয়ায় তাদের ডলারের রেট ও ইউএস ডলার থেকে ভিন্ন।

অস্ট্রেলিয়ার ডলার রেট | Australian Dollar to Taka 

অস্ট্রেলিয়াতেও মুদ্রা হিসেবে ডলার ব্যবহার করা হয়। তবে সেই দেশের ডলারের মূল্য ইউনাইটেড স্টেট ডলারের থেকে ভিন্ন। আজকের আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার অনুযায়ী, অস্ট্রেলিয়ান ১ ডলার বাংলাদেশের ৮০.৬০ টাকা (৮০ টাকা ৬০ পয়সা)।

টাকা টু ডলার | Taka to Dollar 

ডলার থেকে টাকায় অর্থ রূপান্তরের পাশাপাশি অনেকেই টাকা থেকে ডলারে কনভার্ট করে লেনদেন করতে চায়। এক্ষেত্রে টাকা টু ডলার রেট কত বা বাংলাদেশী কত টাকায় আমেরিকার কত ডলার হবে তা জানার প্রয়োজন হয়। 

আজকের আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের ১ টাকায় আমেরিকার ০.০০৮৩ ডলার হবে। বাংলাদেশের ১০০ টাকায় আমেরিকার ০.৮৩৩৩ ডলার হবে। এই হার অনুযায়ী, বাংলাদেশের ১,০০০ টাকায় আমেরিকার $৮.৩৩ ডলার হবে।

আমেরিকা থেকে কখন বাংলাদেশে ডলার পাঠালে লাভ হবে?

আমরা প্রায় সকলেই জানি যে আমেরিকার ডলার রেট বাংলাদেশি টাকায় প্রায় প্রতিদিনই পরিবর্তন হয়। ডলার রেট যখন বাংলাদেশে টাকায় কমে যায়, তখন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের টাকা পাঠালে তুলনামূলক কম টাকা উত্তোলন করতে পারবেন।

অপরদিকে, যখন ডলার রেট বেড়ে যাবে তখন আমেরিকা থেকে বাংলাদেশে ডলার পাঠালে, তুলনামূলক বেশি টাকা উত্তোলন করতে পারবেন। তাই আপনি যদি অনেক বেশি ডলার লেনদেন করতে চান, তাহলে কয়েকদিনের ডলার রেট পর্যবেক্ষণ করে যেদিন সবচেয়ে বেশি রেট পাওয়া যাবে, সেদিন লেনদেন করলেই লাভবান হতে পারবেন।

আমেরিকা থেকে কখন বাংলাদেশে ডলার পাঠালে ক্ষতি হবে?

স্বাভাবিকভাবেই আপনি যদি আমেরিকার ডলার রেট সম্পর্কে আপডেট না জেনে ডলার লেনদেন করেন, তাহলে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। কারণ আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার অনুযায়ী প্রতিটি দেশের মুদ্রার মান যেকোনো সময় কম-বেশি হতে পারে। 

এক্ষেত্রে যখন ডলারের মান কম থাকবে আপনি যদি তখনই লেনদেন করেন, তাহলে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে তুলনামূলক কম টাকা উত্তোলন করতে পারবেন। একটা করে আপনার কিছুটা আর্থিক ক্ষতি হতে পারে।

বিভিন্ন দেশের আজকের টাকার রেট

শেষকথা

উপরোক্ত আলোচনা থেকে আপনারা আজকের ডলার রেট সম্পর্কে আপডেট তথ্য জানতে পারলেন। তবে এই ডলার রেট যে কোন সময় পরিবর্তিত হতে পারে। তাই প্রতিবার লেনদেনের পূর্বে আপডেট তথ্য জেনে নেওয়াই ভালো।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি DPE Job Circular 2025

dpe job circular

DPE Job Circular 2025: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ০২ টি পদে মোট ৪৭০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। উক্ত পদে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Directorate of Primary Education Job Circular 2025

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ২২৪ টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office-এ কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ২৪৬ টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office-এ কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dper.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Download PDF

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

প্রতিদিন সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন।

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

Post Related Things: bd job today, New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, নিয়োগ বিজ্ঞপ্তি 2025, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৫, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2025, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি Primary Head Teacher Job Circular 2025

Primary Head Teacher Job Circular 2025: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক পদে মোট ১১২২ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Govt primary school Head teacher Job Circular 2025

পদের নাম: প্রধান শিক্ষক
পদ সংখ্যা: ১১২২ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১১,৩০০ – ৩০,২৩০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dper.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Download PDF

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

নতুন চাকরির খবর সবার আগে পেতে

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

এই চাকরির খবরের সাথে সাদৃশ্য বিষয়সমূহ: Directorate of Primary Education DPE recent Job Circular, DPE recent Job Circular, DPE recent Job Circular, DPE recent Job Circular 2025, DPE recent Job Circular 2025, Directorate of Primary Education job circular, Directorate of Primary Education job circular, Directorate of Primary Education job circular 2025, Directorate of Primary Education job circular 2025, www.dpe.gov.bd, bd govt jobs, all jobs bd newspaper, ngo job circular, bd job news bangla, বাংলা সাইবারের চাকরির খবর, bd govt chakrir khobor, engineering job in Bangladesh, job bangladesh 2025, job at Bangladesh, job circular in Bangladesh, job opportunities in Bangladesh, top jobs in Bangladesh, news paper jobs, bangladesh job news, job news Bangladesh, saptahik chakrir khobor, weekly job newspaper in bangladdesh, recent job circularbd job news com, job news bd, bd job news today, recent job circular in Bangladesh, চাকরির খবর ২০২৫ সরকারি, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি NACTAR Job Circular 2025

nactar job photo

NACTAR Job Circular 2025: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী ০৬ টি পদে মোট ১০ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

NACTAR Job Circular 2025

পদের নাম: প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী)
পদ সংখ্যা: ০১ জন।
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০/- টাকা।

পদের নাম: সহকারী ইন্সট্রাক্টর
পদ সংখ্যা: ০৪ জন।
বেতন স্কেল: ২২০০০-৫৩,০৬০/- টাকা।

পদের নাম: সহকারী প্রশিক্ষক (কম্পিউটার)
পদ সংখ্যা: ০১ জন।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

পদের নাম: সহকারী প্রশিক্ষক (গবেষণা)
পদ সংখ্যা: ০২ জন।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

পদের নাম: সহকারী প্রশিক্ষক (ইংরেজী)
পদ সংখ্যা: ০১ জন।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

পদের নাম: মেডিকেল অফিসার
পদ সংখ্যা: ০১ জন।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

আবেদনের শুরু সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১৬ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://nactar.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

প্রতিদিন সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন।

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

Post Related Things: bd job today, New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, নিয়োগ বিজ্ঞপ্তি 2025, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৫, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2025, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা