Disclaimer & Privacy Policy

গোপনীয়তার নীতিমালা

বাংলা সাইবার একটি অনলাইন ম্যাগাজিন। আপনি যখন বাংলা সাইবার ওয়েবসাইট ভিজিট করবেন, তখন আমরা আপনার ব্যক্তিগত তথ্যাবলির সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখব। আপনি আপনার ব্যক্তিগত কোনো তথ্যাবলি প্রদান না করেও এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। তবে, আপনি যদি এই পোর্টালে প্রকাশিত কোনো নিবন্ধে আপনার মতামত প্রকাশ করতে চান, তাহলে আপনাকে নিবন্ধিত হতে হবে। নিবন্ধনের জন্য আপনার কিছু তথ্য আমরা সংগ্রহ করব। এ ছাড়া যদি আপনি আপনার সম্পর্কে কোনো তথ্য দিতে ইচ্ছুক থাকেন, সে ক্ষেত্রে আমরা সে তথ্যাবলি সংরক্ষণ করব এবং আইনি বাধ্যবাধকতা না থাকলে সেটি তৃতীয় কোনো পক্ষকে সরবরাহ করব না। তবে বাংলা সাইবার  কর্তৃক সংগৃহীত তথ্যাবলি কেবল দাপ্তরিক উদ্দেশ্যে, অভ্যন্তরীণ পর্যালোচনা, ওয়েবসাইটের কনটেন্টের মানোন্নয়নের জন্য ব্যবহৃত হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে আপনার তথ্যাবলি ব্যবহার করা হবে না।

  • পোর্টাল ব্যবহারকারী ই-মেইল অথবা ফরম পূরণে যেসব তথ্য বিনিময় করে থাকেন, তাদের গোপনীয় তথ্য, যেমন: নিরাপত্তা পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর প্রদান না করার জন্য অনুরোধ করা হচ্ছে। বাংলা সাইবার এ ক্ষেত্রে এ ধরনের তথ্যের অপব্যবহার বা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না।
  • নিবন্ধন ছাড়াও আপনি যখন এ পোর্টালের মাধ্যমে ই-মেইল, কোনো জরিপে অংশগ্রহণ করবেন অথবা যোগাযোগের ক্ষেত্রে কোনো তথ্য প্রদান করবেন, সে ক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্যাবলি সংগ্রহ করা হতে পারে। এগুলোর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে।
  • এই পোর্টালটিতে সময়ে সময়ে অন্যান্য ওয়েবসাইটের লিংক দেওয়া হয়ে থাকে। আপনি যখন এ ধরনের লিংক ব্যবহার করে অন্য কোনো ওয়েবসাইট ভিজিট করলে সে ক্ষেত্রে নতুন সাইটের গোপনীয়তার নীতিমালাই প্রযোজ্য হবে।
  • কোনো প্রকার নোটিশ ছাড়া বাংলা সাইবার কর্তৃপক্ষ যেকোনো সময় এই নীতিমালা সংশোধন করতে পারবে। অথবা এই ওয়েবসাইটের ব্যবহারকারীদের নোটিশের মাধ্যমে জানাতে পারবে। নীতিমালার পরিবর্তনের পর যদি কোনো তথ্য সংগ্রহ করা হয়, তা অবশ্যই পরিবর্তিত নীতিমালার মাধ্যমে পালনীয় হবে।

বাংলা সাইবার

Privacy policy

Bangla Cyber  is an online Media. We will maintain highest privacy concerning your personal information when you visit the Bangla Cyber website. You will also be able to use this website without providing any personal information. However, if you want to post your comments on any article on this portal, you will first have to register. We will ask for certain information for this registration. We will keep record of any additional information you may provide regarding yourself. This will not be shared with any third party unless under legal compulsion. Information collected by Bangla Cyber will only be used for official purposes, internal review, and improvement of the website content. This information will not be used for commercial purposes.

  • The portal users are requested not to provide confidential information such as security passwords and credit cards numbers in their emails and when filling out forms. Bangla Cyber  will not be responsible for any misuse of such information in such cases.
  • Other than for registration purposes, you may be asked to provide personal information for emails or participation in any survey or any other form of communication you may undertake through this portal. Privacy will be strictly maintained in these cases.
  • Links to other websites are posted on this portal from time to time. When you use this link to visit other websites, the privacy policy of the new site will be applicable.
  • The Bangla Cyber authorities may at any time amend this policy without notice. Or they may inform the website users by means of a notice. The amended policy will be applicable regarding the collection of any information after the change in policy.
Bangla Cyber