SSC Result 2023 | এস এস সি পরীক্ষার ফলাফল ২০২৩ | এসএসসি ফলাফল
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল SSC Result 2023 আজ ২৮ জুলাই ২০২৩ তারিখ প্রকাশ করা হবে। আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ssc result 2023 ফলের অনুলিপি হস্তান্তর করা হবে। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এসএসসি ও সমমানের ফল ২৮ জুলাই ২০২৩ তারিখে প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিতভাবে জানানো হয়েছে।
এসএসসির ফলাফল দেখুন এখানে
পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: 28 July 2023
পাশের হার: এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। মোট পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন এবং ছাত্রী ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন।
এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। তাদের মধ্যে ছাত্র ৮৪ হাজার ৯৬৪ জন এবং ছাত্রী ৯৮ হাজার ৬১৪ জন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮০ দশমিক ৯৪ শতাংশ। মোট পাস করেছে ১৩ লাখ ২২ হাজার ৪৪৬ জন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৬ হাজার ৭১ জন এবং ছাত্রী ৭ লাখ ৬ হাজার ৩৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ২২০ জন। ছাত্র ৭০ হাজার ৯৭৫ জন এবং ছাত্রী ৮৮ হাজার ২৪৫ জন।
অন্যদিকে এবার মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। ছাত্র ১ লাখ ৯৫০ জন এবং ছাত্রী ১ লাখ ১২ হাজার ১৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২১৩ জন। ছাত্র ৩ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৫ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ। ছাত্র ৭৯ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ২৬ হাজার ৩৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৪৫ জন। ছাত্র ১০ হাজার ৮০১ জন এবং ছাত্রী ৭ হাজার ৩৪৪ জন।
গত ৩০ এপ্রিল শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।
মোট অংশগ্রহনকারী পরীক্ষার্থী: ২০,৩১,৮৯৯ জন
অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে ফলাফল দেখার চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশের সব শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব ওয়েব-সাইটেও ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়। আপনাদের সুবিধার্থে সকল বোর্ডের ফলাফল দেখার জন্য তাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হলোঃ
- ঢাকা বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০২৩
- চট্টগ্রাম বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০২৩
- কুমিল্লা বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০২৩
- যশোর বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০২৩
- বরিশাল বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০২৩
- দিনাজপুর বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০২৩
- সিলেট বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০২৩
- সকল বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০২৩
- SSC result ২০২৩ দেখুন
মোবাইলে এস এম এস এর মাধ্যমে এস এস সি পরীক্ষার ফলাফল ২০২৩ জানার পদ্ধতিঃ
- যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC .
- এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ
DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
- এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন।
- এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2023 লিখুন।
- Example: SSC <স্পেস>DHA<স্পেস> 123456 <স্পেস> 2023
- এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।

SSC Result 2023 Bangladesh All Education Board

SSC Result এর খবর সবার আগে পেতে
|
আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন |
![]() |
|
আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন |
![]() |
|
আমাদেরকে টুইটারে ফলো করেন |
![]() |
Post Related Things: ssc result 2023, all result bd, bd ssc result, ssc exam, ssc exam result, ssc exam result 2023, ssc result, ssc result 2023, SSC রেজাল্ট ২০২৩, এসএসসি ফলাফল, Dhaka Board ssc result, Comilla Board ssc result, Rajshahi Board ssc result, Jessore Board ssc result, Chittagong Board ssc result, Barisal Board ssc result, Sylhet Board ssc result, Dinajpur Board ssc result, Madrassah Board ssc result, ssc result online,এস এস সি রেজাল্ট ২০২৩, দাখিল রেজাল্ট ২০২৩, ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০২৩, এসএসসি পরীক্ষায়, Education board result 2023, SSC 2023, SSC Result, SSC Result 2023, ssc পরীক্ষার ফলাফল 2023, www.educationboardresults.gov.bd, এস এস সি পরীক্ষা ২০২৩, এস এস সি পরীক্ষার ফলাফল ২০২৩, এস এস সি বৃত্তির রেজাল্ট ২০২৩, এসএসসি ফলাফল ২০২৩, এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ, নাম্বার সহ রেজাল্ট ২০২৩, মার্কশিট সহ রেজাল্ট ২০২৩, ssc result, ssc রেজাল্ট, এস এস সি, এস এস সি রেজাল্ট 2023, এস এস সি পরীক্ষার রেজাল্ট 2023, ssc 2023 খবর, দাখিল রেজাল্ট ২০২৩, ssc রেজাল্ট ২০২৩ কবে দিবে