-

অনলাইনে ই নামজারি খতিয়ান অনুসন্ধান করুন নিজে নিজেই E namjari khatian check step by step guide

নামজারি খতিয়ান খুবই গুরুত্বপূর্ণ একটি নথিপত্র। বর্তমানে নামজারি খতিয়ান অনলাইন হতে পাওয়া যায় বলে নামজারি খতিয়ানকে ই নামজারি খতিয়ান বলা হয়। ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে বর্তমান সময়ে নামজারি খতিয়ান যাচাই করতে হলে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখানে থাকা নামজারি খতিয়ান অপশনে অনুসন্ধানে “জমির খতিয়ান নাম্বার” ও “জমির মালিকের নাম” এবং “জমির দাগ নং” প্রদান করে সার্চ করলে নামজারি খতিয়ানটির বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে “ই নামজারি খতিয়ান অনুসন্ধান” সম্পর্কিত সকল তথ্য জানাবো।

ই নামজারি খতিয়ান অনুসন্ধানের জন্য যা প্রয়োজন

নামজারি খতিয়ান অনুসন্ধানের জন্য বেশ কিছু তথ্য অবশ্যই জেনে রাখা অত্যন্ত আবশ্যক। অন্যথায় ই নামজারি খতিয়ান অনুসন্ধান করতে পারবেন না। যে সকল তথ্য প্রয়োজন হবে তার মধ্যে রয়েছেঃ

  • জমির মালিকের নাম।
  • জমির দাগ নম্বর।
  • নামজারি খতিয়ান নাম্বার।
  • সঠিক ঠিকানা প্রদান করুন।

সঠিক ভাবে তথ্য: বিভাগ → জেলা→ উপজেলা→ মৌজা

ভুল ভাবে তথ্য: মৌজা → উপজেলা → জেলা → বিভাগ

অবশ্যই সঠিকভাবে তথ্য প্রদান করতে হবে ঠিকানা নাহলে অনুসন্ধানের ফলাফল প্রদর্শিত হবে না।

এই সকল তথ্যসমূহ থাকলেই খুব সহজেই মাত্র ৫ মিনিটে ঘরে বসে নামজারি খতিয়ান যাচাই করা যায় মোবাইল ফোনের মাধ্যমে। তবে আপনার জমির নামজারি খতিয়ান ও ইতিপূর্বে যদি অনলাইন না করা হয়ে থাকে তাহলে আপনি কোনভাবেই অনলাইন হতে নামজারি খতিয়ান অনুসন্ধান ও যাচাই করতে পারবেন না।

ই নামজারি খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

অনলাইন হতে নামজারি অনুসন্ধান করার জন্য আপনাকে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।নিম্নে সুস্পষ্টভাবে এ সকল ধাপ উপস্থাপন করা হয়েছে:

ধাপ ১: বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। ওয়েবসাইট ঠিকানা: https://eporcha.gov.bd/ অথবা https://dlrms.land.gov.bd/

ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ৫টি অপশন বিদ্যমান রয়েছে। এক্ষেত্রে আপনি যেহেতু নামজারি খতিয়ান অনুসন্ধান করবেন এক্ষেত্রে “নামজারি খতিয়ান” অপশনটিতে প্রেস করুন।

ধাপ ২: আপনার জমির ঠিকানা বাছাই করুন। এক্ষেত্রে সঠিক ঠিকানা বাছাই কয়েক ক্ষেত্রে বিভাগ → জেলা → থানা বা উপজেলা → মৌজা বাছাই করতে হবে। বিস্তারিত নিম্নরূপ:

  • বিভাগ= আপনার জমিটি কোন বিভাগে রয়েছে সেটি বাছাই করুন।
  • জেলা= কোন জেলায় আপনার জমির বর্তমান অবস্থান সেটি নির্বাচন করুন।
  • থানা বা উপজেলা = আপনার জমির অবস্থান যে উপজেলায় অবশ্যই উক্ত উপজেলাটি বা থানা নির্বাচন করুন।
  • মৌজা= কোন মৌজার অধীনে আপনার জমিটি রয়েছে এটি অবশ্যই বাছাই করতে হবে। যদি আপনি মৌজার নাম না জেনে থাকেন সেক্ষেত্রে অনুগ্রহ করে এ বিষয়ে অভিজ্ঞ এর কাছ থেকে জেনে নিন।

ধাপ ৩ : এই ধাপে আপনাকে নামজারি খতিয়ান নাম্বার অপশনে খতিয়ান নাম্বার বসিয়ে “খুঁজুন” বাটনে প্রেস করুন। “খুঁজুন” বাটনে প্রেস করার পর আপনি দেখতে পাবেন নামজারি খতিয়ানটি কোন ব্যক্তির নামে বর্তমানে রয়েছে। আপনি যদি “খতিয়ান নাম্বার” দিয়ে নামজারি খতিয়ান যাচাই করতে ব্যর্থ হন সে ক্ষেত্রে জমির মালিকের নাম ও দাগ নাম্বার অনুসন্ধান করতে চেষ্টা করুন।

ধাপ ৪: যদি খতিয়ান নাম্বার দিয়ে নামজারি খতিয়ান যাচাই করতে ব্যর্থ হন সেক্ষেত্রে “অধিকতর অনুসন্ধান” বাটনে ক্লিক করে উক্ত স্থানে জমির মালিকের নাম ও দাগ নাম্বার প্রদান করুন। তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত নামজারি খতিয়ানের তথ্য দেখতে পাবেন।

বিশেষ দ্রষ্টব্য: নামজারি খতিয়ানটি যদি অনলাইন না করা হয়ে থাকে তাহলে কোন ভাবে অনলাইন থেকে নামজারি খতিয়ান অনুসন্ধান করা সম্ভব নয়। এক্ষেত্রে আপনাকে আপনার নিকটস্থ ভূমি মন্ত্রণালয়ের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে ও উক্ত অফিস থেকে আপনি আপনার নামজারি খতিয়ানটি অনুসন্ধান করতে পারবেন।

আরও পড়ুন: অনলাইনে ই-পর্চা খতিয়ান অনুসন্ধান করুন

ই নামজারি খতিয়ান সম্পর্কিত বহুল জিজ্ঞাসিত প্রশ্ন সমূহ

(১) নামজারি খতিয়ান কোথায় পাওয়া যায়?

নামজারি খতিয়ান যদি জমির মালিকের কাছে না থাকে তাহলে উপজেলা ভূমি অফিস থেকে নামজারি খতিয়ান সংগ্রহ করতে পারবেন জমির প্রয়োজনীয় তথ্য প্রদান করে।

(২) ই নামজারি খতিয়ান অনুসন্ধান খরচ কত টাকা?

ই নামজারি খতিয়ান অনুসন্ধানের জন্য কোন প্রকার অর্থ ব্যয় হয় না।

(৩) ই নামজারি খতিয়ান অনুসন্ধান সরকারি ওয়েবসাইট ঠিকানার নাম কী?

ই নামজারি খতিয়ান অনুসন্ধান করার ওয়েবসাইট ঠিকানা : https://eporcha.gov.bd

সারকথা

নামজারি খতিয়ান বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই যাচাই করা যায়। এক্ষেত্রে নামজারি খতিয়ান যাচাইয়ের জন্য বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ে কোন প্রকার অর্থ প্রদান করতে হয় না। প্রত্যাশা করি আজকে কি আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে “ই নামজারি খতিয়ান অনুসন্ধান” সম্পর্কিত সকল তথ্য জানাতে পেরেছি।

সর্বশেষ প্রকাশিত