একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮: ভোট দেয়ার নিয়ম কানুন

ধরুন আপনি ভোট কেন্দ্রে গেলেন ভোট দিতে, ভোট কেন্দ্রে গিয়ে জানতে পারলেন কেউ আপনার ভোটটি দিয়ে দিয়েছে সে ক্ষেত্রে আপনি কি করবেন।  ভোটের দিনের এমন নানা প্রশ্নের উত্তর জানতে পড়তে থাকুন।

প্রথমেই জানিয়ে দিব কিছু সাধারণ নিয়ম কানুন।

ভোট কেন্দ্রে আপনাকে কি কি নিতে হবে এবং আপনি কি নিতে পারবেন না এ ব্যাপারে নির্বাচন কমিশন বলছে, ভোট কেন্দ্রে ভোটাররা শুধুমাত্র ভোটের স্লিপ নিতে পারবেন যেখানে ভোটারের নাম, কেন্দ্র ও একটি সিরিয়াল নম্বর দেয়া থাকে। অনেকেই ভাবেন জাতীয় পরিচয়পত্র এবং স্মার্টকার্ড ছাড়া ভোট দেয়া যায় না এ ধারনা পুরোটাই ভুল। আপনি চাইলে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে পারনে কিন্তু সেটা বাধ্যতামূলক নয়। তবে ভোট কেন্দ্রে মোবাইল ফোন, দাহ্য পদার্থ , আগ্নেয়াস্ত্র বা ধারালো কিছু সঙ্গে নেয়া সম্পূর্ন নিয়ম বহির্ভূত। তবে মোবাইল যদি নিতেই হয় তাহলে ভোট দেয়ার সময় সেটা সম্পুর্ন বন্ধ করে রাখতে হবে। কেন্দ্রের ছবি বা সেলফি তোলা অথবা চেকইন না দেয়ার বেপারেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।

এবার আসি পোশাক আশাকে, ভোট কেন্দ্রে যাওয়ার কোনা ড্রেস কোড নেই আপনি আপনার পছন্দ মত পোশাক পরে যেতে পারেন। তবে মহিলারা যদি বোরকা পড়া থাকেন এবং মুখ ঢাকা থাকে তাহলে পরিচয় সনাক্ত করার জন্য পোলিং এজেন্টকে আপনার একবারের জন্য মুখ দেখাতে হতে পারে। ভোট কেন্দ্রে শিশুদের না নেয়ার অনুরুধ করেছে নির্বাচন কমিশন। তবে অন্তঃসত্ত্বা নারী, অন্ধ, প্রতিবন্ধী ও প্রবীণ ভোটার থাদের সঙ্গে একজন সহায়ক ব্যক্তিকে রাখতে পারবেন।

ভোট কেন্দ্রে গিয়ে যদি দেখেন আপনার ভোট আগেই কেউ দিয়েছে তাহলে হতাশ হওয়ার কোন কারন নেই । কেননা নির্বাচন কমিশন বলছে আপনি যদি আপনার ভোটার স্লিপ ও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে অথবা আঙ্গুলের ছাপ দিয়ে পরিচয় নিশ্চিত করতে পারেন তাহলে অবশ্যাই আপনার ভোট গ্রহন করা হবে। প্রিসাইডিং কর্মকর্তা তার সই করা ব্যালটে আপনার সিল নিয়ে সেটা নিজের কাছেই রেখে দিবেন, একে বলা হয় টেন্ডার ভোট। যেটা বাক্সে পেলা না হলেও গননা করা হয় ।

এবার জানিয়ে দিব ভোট দেয়ার সাধারন কিছু নিয়ম কানুন। আপনার ভোটের স্লিপ প্রিসাইডিং কর্মকর্তাকে দেখান সিরিয়াল নম্বর দেখে  ওই কেন্দ্রের ভোটার তালিকা থেকে আপনাকে সনাক্ত করবেন, ওকানে প্রার্থীর এজেন্টরা বলবেন যে এই ভোটারদের ব্যাপারে তাদের কোন আপত্তি নেই তখন সহকারি প্রিসাইডিং কর্মকর্তা আপনার জন্য একটা ব্যালট পেপার ইসু করবেন। পোলিং কর্মকর্তা সেই ব্যালট পেপারে সই বা আঙ্গলের ছাপ নিবেন এরপর তিনি আপনার আঙ্গলে অমুছনীয় কালি দিয়ে দাগ দেবেন এবং একটি সিল মোহর দিবেন । সেই সিল মোহর এবং ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে গিয়ে পছন্দমত প্রতিকের উপরে সিল বসিয়ে নিবেন এবং  এমন ভাবে কাগজটাকে ভাজ করবেন যেন সিলের রং অন্য কোথাও না লাগে, কেননা ব্যালটে কালি ছড়িয়ে গেলে বা কিছু লিখলে ভোটটি বাতিল হয়ে যায় এরপর ভাজ করা বেলট পেপারটি কেন্দ্রের কর্মকর্তাদের সামনে থাকা ব্যালট বাক্সে পেলতে হবে। তারপর সিল মোহরটি যমা দিয়ে আপনি পিরে যাবেন।

স্বাস্থ্য বৃদ্ধি করুন সহজ কিছু নিয়ম মেনে – Bangla Health Tips

Bangla Health Tips: পৃথিবী জুড়ে এমন অনেকেই রয়েছেন যারা কিনা ওজন কমাতে আধপেটা খেয়ে থাকেন। আবার এমন অনেকেই রয়েছেন যারা শত খেলেও স্বাস্থের কোনো উন্নতি হয় না। বাড়তি ওজন যেমন একটা সমস্যা, ঠিক একইভাবে রুগ্ন বা ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হলেও সমস্যা। সৌন্দর্য নিহিত হয় নিজের শরীরের গড়ন অনুযায়ী আদর্শ ওজনে অবস্থান করার মাঝে। আপনার ওজন যদি আদর্শ ওজনের চাইতে ৫ থেকে ১০ কেজি কম থাকে তবে বুঝতে হবে আপনি রুগ্ন মানুষ। একজন রুগ্ন মানুষের চেহারা স্বাভাবিক ভাবেই তার স্বাভাবিক সৌন্দর্য হারায়।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে চেষ্টা করেও কিছুতেই ওজন বাড়াতে পারেন না। অনেকে হয়তো খুব খাওয়া দাওয়া শুরু করেন, কিন্তু তাতে লাভ আসলে বেশী কিছু হয় না। বরং অস্বাস্থ্যকর খাওয়ার ফলে স্বাস্থ্যহানি হতে শুরু করে। কেবল মোটা হলেই তো হবে না, হতে হবে সুগঠিত শরীরের অধিকারী। তাই না? কিন্তু তাহলে কি করবেন? যদি ওজন বাড়িয়ে সুগঠিত শরীর পাবার সম্ভব-অসম্ভব সকল চেষ্টা করেই ক্লান্ত হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনার উপকারে আসবে এই টিপস গুলো। নিয়ম করে মেনে চলতে চেষ্টা করুন, অতি শীঘ্রই নিজের মাঝে পরিবর্তন দেখতে পাবেন নিঃসন্দেহে।

সকালের বিশেষ খাবার: প্রতিদিন সকালে বাদাম ও কিসমিস। ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিসমিসের বিকল্প নেই। রাতে ঘুমাবার সময় আধা কাপ কাঠ বাদাম ও কিসমিস ভিজিয়ে রাখুন অল্প পানিতে। সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে নিন। সকাল শুরু করুন বাদাম ও কিসমিসের সাথে। বাচ্চাদের জন্যও এটা খুব ভালো একটা খাবার।

রাতের বিশেষ খাবার: রাতে ঘুমাবার পূর্বে দুধ ও মধু। ওজন বাড়ার জন্য এটি একটি অব্যর্থ কৌশল। রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই বেশ পুষ্টিকর কিছু খাবেন। আর খিদে পেলে তো আয়েশ করে পেট পুরে খেয়ে নেবেন। আর সাথে সাথেই ঘুম। ফলে খাবারের ক্যালোরিটুকু খরচ হবার সময় পাবে না, ক্যালরিটুকু থেকে যাবে বাড়তি ওজন হিসেবে শরীরেই। ঘুমাবার আগে প্রতিদিন এক গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নিবেন।

তরল জাতীয় খাবার: একটু পর পর তরল জাতীয় খাবারে ক্ষুধা দ্রুত তৈরি করে। এজন্য আপনি ক্ষুধা তৈরি করার জন্য একটু পর পর তরল জাতীয় যেকোনো খাবার খেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন ভারী খাবার খাওয়ার আগে এবং খাবারের মাঝখানে কখনই পানি খাওয়া ভালো না। এতে করে খাবার মাঝখানে পানি ক্ষুধাটাকে নিবারণ করে। ফলে ভারী খাবার খাওয়ার রুচি থাকে না।

শাক + সবজি + ফল: প্রচুর ফল খান। ফল পুষ্টিকর খাবার এতে প্রচুর ক্যালরি পাওয়া যায়। প্রতিদিন ফল এবং ফলের রস খান। এমন অনেক ফল আর শাক-সবজি আছে যারা কিনা উচ্চ ক্যালোরি যুক্ত। যেমন- আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা, পুঁইশাক ইত্যাদি। ফল ও সবজি খেলে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি ওজনও বাড়বে।

মাছ + মাংস + ডিম: সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে আগের তুলনায় অনেক বেশি করে প্রচুর পরিমাণে খেতে হবে মাছ, মাংস, ডিম বা। প্রতিদিন ২ – ৪ টি ডিমের সাদা অংশ খেলে খুব উপকারে আসবে, ডিমের সাদা অংশে রয়েছে প্রচুর প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই  যার ফলে দেহে প্রচুর হরমোন তৈরি হবে, যা বয়ে আনবে সুস্বাস্থ্য।

“বসা” ভাত: বলতে বোঝায় যে ভাতে মাড় ফেলা হয় না। মাড় ফেলে দিয়ে ভাতের স্টার্চের অনেকটাই চলে যায় মাড়ের সাথে। ওজন বাড়াতে চাইলে এই মাড় না ফেলাই ভালো। এর ফলে ভীষণ উপকার হবে ওজন বাড়াতে। আতপ চাল বা পোলাও চালের বসা ভাত সুস্বাদু ও লাগবে খেতে।

সফ্ট ড্রিংকস: সফ্ট ড্রিংকস এবং ফ্যাটি খাবার খেলে স্বাস্থ্য মোটা হয়। এতে বেশি পরিমানে ইন্সুলিন থাকে। ইন্সুলিন হরমোন তৈরি করে। যার সাহায্যে শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জমে। যখন ফ্যাটি ফুডস খাবেন, তখন পানি পান করুন, সফ্ট ড্রিংকস নয়। এমনকি ডায়েট সফ্ট ড্রিংকসও নয়। এটা খেলে আপনি ফ্যাটি ফুড খেতে পারবেন না।

খাবারের পরিমাণ: বাড়িয়ে নিন খাবারের পরিমাণ। খাবারের পরিমাণ বাড়ানো মানেই হাপুস হুপুশ করে একগাদা খেয়ে ফেলা নয়। আর সেটা সম্ভবও নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন, তার ৪ ভাগের ১ভাগ পরিমাণ খাবার বাড়িয়ে খান প্রতিদিন।

শারীরিক ব্যায়াম: কিছু বিশেষ ব্যায়াম শরীরের পেশী তৈরি করে ও ওজন বাড়ায়। তাছাড়া ক্ষুধার উদ্রেকও করে। জিমে যাওয়া শুরু করুন নিয়মিত, ট্রেইনারের কথা মেনে চলুন। চমৎকার শরীর তৈরি হবে।আবার আপনি যদি শুধু ক্যালরিযুক্ত খাবার খেয়েই যান আর কোনো ধরনের ব্যায়াম না করেন তাহলে আপনার শরীরের কিছু অংশে অতিরিক্ত মেদ দেখা দেবে যেমন তলপেটসহ অন্যান্য অংশে কিন্তু আপনার ওজন বাড়াতে খুব একটা সহায়ক ভূমিকা রাখবে না। এজন্য যতটা সম্ভব শারীরিক ব্যায়াম করুন। এতে করে দেহের অতিরিক্ত মেদ নিঃসরণ হবে এবং গড়ে উঠবে সুগঠিত শরীর।

পরিশেষে, আপনি খাবার খাচ্ছেন কিন্তু কোনো নিয়ম মেনে খাচ্ছেন না এতে করে আপনার কোনো কাজই হবে না। আপনার স্বাস্থ্যের কোনোভাবেইুন্নতি হবে না। আপনি যদি সঠিক নিয়মে তালিকা তৈরি করে খাবার খান তবেই ওজন বাড়তে সহায়ক ভূমিকা রাখবে। আর যদি এইসব না করেও আপনার ওজন না বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

 লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

বেপজা (BEPZA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)  এর পরিচালনাধীন বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম-এর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি পদে মোট পাচ জনকে নেওয়া হবে। পদগুলোতে নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল এবং আবেদন ফরম নিচে দেয়া আছে ডাউনলোড করে নিন।

BEPZA Job Circular 2018

পদের নাম: প্রদর্শক (খণ্ডকালীন) (কম্পিউটার/আই,সি,টি)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক (সম্মান)/ সমমান ডিগ্রি অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স ডিগ্রি।
বেতন: ১৬,০০০ টাকা

পদের নাম: সহকারী ‍ শিক্ষক (খণ্ডকালীন) (গণীত/ অর্থনীতি/ বৌদ্ধ ধর্ম)
পদসংখ্যা: ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
বেতন: ১২,৫০০ টাকা

পদের নাম: সহকারী ‍ শিক্ষক (খণ্ডকালীন/ প্রি-প্রাইমারী শাখা)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি। অথবা স্নাতক ডিগ্রি।
বেতন: ১০,২০০ টাকা

আবেদনের ঠিকানা: আবেদনপত্র অধ্যক্ষ ও সদস্য সচিব, গভর্নিং বডি, বেপজা পাবলিক স্কুল ওঁ কলেজ, চট্টগ্রাম ইপিজেড, চট্টগ্রাম-৪২২৩ এই ঠিকানায় বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি পৌছানোর জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত বিজ্ঞাপনে দেখুন…

পুরনো নিয়োগ বিজ্ঞপ্তি..

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩টি শূন্য পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল এবং আবেদন ফরম নিচে দেয়া আছে ডাউনলোড করে নিন।

পদসমূহের বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ

১)সহকারী ব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন/ এন্টারপ্রাইজ সার্ভিসেস/ শিল্প সম্পর্ক/ কমার্শিয়াল অপারেশন) = ৩টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ২২ হাজার  থেকে ৫৩ হাজার ৬০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণির এমবিএ অথবা অর্থনীতি লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, বিজ্ঞানে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে।

২)সহকারী ব্যবস্থাপক (প্রকাশন/ জনসংযোগ) = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ২২ হাজার  থেকে ৫৩ হাজার ৬০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে

৩)উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ২২ হাজার  থেকে ৫৩ হাজার ৬০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:  বিএসসি ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ) ডিগ্রি হতে হবে।

৪)উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ২২ হাজার  থেকে ৫৩ হাজার ৬০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক) ডিগ্রি হতে হবে।

৫)উপসহকারী প্রকৌশলী(যানবাহন) = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ১৬ হাজার  থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক/ অটোমোবাইল) ডিপ্লোমা হতে হবে।

৬)উপসহকারী প্রকৌশলী (পুর)= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ১৬ হাজার  থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:  ইঞ্জিনিয়ারিং (পুর) ডিপ্লোমা হতে হবে।

৭)উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ১৬ হাজার  থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ) ডিপ্লোমা হতে হবে।

৮)উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ১৬ হাজার  থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:  ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক) ডিপ্লোমা হতে হবে।

৯)ইমাম = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ১৬ হাজার  থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: কামিল পাসসহ যেকোনো মাদ্রাসা থেকে কারিয়ানা পাস

১০)অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:  এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।

১১)এসি প্লান্ট অপারেটর= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

১২)মুয়াজ্জিন= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দাখিল পাস অথবা কারিয়ানা পাস হতে হবে।

১৩)মালি= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণি পাস।

আবেদনের সময়সীমা: ২৮ জুন-২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের প্রক্রিয়া: আবেদনকারীকে অবশ্যই বেপজা কর্তৃক প্রয়োজনীয় তথ্যাদি পূরণ পূর্বক আবেদন করতে হবে। উক্ত আবেদন ফরমটি www.bepza.gov.bd শীর্ষক ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্র ‘সচিব, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ’ বরাবর লিখে ‘জিপিও বক্স নং-২২১০, ঢাকা’র ঠিকানায় পৌঁছাতে হবে।

ডাউনলোড

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন

আমাদেরকে টুইটারে ফলো করেন

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

North-West Power Generation Co. Ltd Job Circular

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্টানটি ৩ টি পদের জন্য ১০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

প্রতিষ্ঠানের নাম: নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড

পদের নাম : ফোরম্যান
পদ সংখ্যা :
 ০৪
শিক্ষাগত যোগ্যতা : এস এস সি পাস।
বয়স: ০১/১২/২০১৮ তারিখে অনূর্ধ্ব ৩৬ বছর।
বেতন : ২৮,০০০ টাকা

পদের নাম : ইন্সট্রমেন্ট মেকানিক
পদ সংখ্যা :
 ০২
শিক্ষাগত যোগ্যতা : এস এস সি পাস।
বয়স: ০১/১২/২০১৮ তারিখে অনূর্ধ্ব ৩৬ বছর।
বেতন : ১৮,০০০ টাকা

পদের নাম : এ্যাটেনডেন্ট
পদ সংখ্যা :
 ০৪
শিক্ষাগত যোগ্যতা : এস এস সি পাস।
বয়স: ০১/১২/২০১৮ তারিখে ২২-৩৫ বছর।
বেতন : ১৮,০০০ টাকা

অন্যান্য সুবিধা : বাড়ি ভাড়া, মেডিকেল, গ্রাচুয়েটি, উৎসব বোনাস

আবেদনের ঠিকানা : মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), কর্পোরেট অফিস, নওপাজেকো, ইউটিসি ভবন – (৪র্থ তলা), ৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫।

আবেদনের সময়সীমা : ১০ জানুয়ারি ২০১৯ পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

নতুন চাকরির খবর সবার আগে পেতে

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

Post Related Things: bd job today , new job circular 2018, চাকরির খবর প্রথম আলো,সরকারী চাকরির  খবর, চাকরির বাজার, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি 2018, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০১৮,চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির ডাক পত্রিকা, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com,daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, ,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2018, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

Bangladesh Institute of Capital Market Job circular 2019

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) স্থায়ী এবং চুক্তিভিত্তিক ভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিআইসিএম ৬ পদে ১০ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট  ২০০৫ সালে যাত্রা শুরু করে। এটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রতিষ্ঠান। এটি সরকারী ও বেসরকারী যৌথ মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান। এখানে শেয়ার বাজার সম্পর্কিত বিভিন্ন ধরনের কোর্স করানো হয়।

পদের নাম: প্রভাষক (স্থায়ী)
পদসংখ্যা: ০৪ টি
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স/ব্যবসায় প্রশাসন/হিসাব বিজ্ঞান/ব্যবস্থাপনা/অর্থনীতি অথবা পরিসংখ্যানে প্রথম শ্রেণির স্নাতক সম্মান।
বয়সসীমা সর্বোচ্চ: ৩২
বেতন: মূল বেতন ৪৫,০০০ টাকা , অন্যান্য সুবিধাদিসহ মোট বেতন ৭০,৫০০ টাকা

পদের নাম: উপ-পরিচালক (স্থায়ী)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স/ব্যবসায় প্রশাসন/হিসাব বিজ্ঞান/ব্যবস্থাপনা/অর্থনীতি অথবা পরিসংখ্যানে প্রথম শ্রেণির স্নাতক সম্মান।
বয়সসীমা সর্বোচ্চ: ৪০
বেতন: মূল বেতন ৬০,০০০ টাকা , অন্যান্য সুবিধাদিসহ মোট বেতন ৯৩,৩০০ টাকা

পদের নাম: ডেপুটি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার(চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিকস ও কমিউনিকিশনস ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি।
বয়সসীমা সর্বোচ্চ: ৪০
বেতন: মূল বেতন ৬০,০০০ টাকা , অন্যান্য সুবিধাদিসহ মোট বেতন ৯৩,৩০০ টাকা

পদের নাম: অনুবাদক (স্থায়ী)
পদসংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী এবং ফরাসী এবং স্প্যানিশ ভাষায় অনর্গল কথা বলা  ও লেখার অভিজ্ঞতা।
বয়সসীমা সর্বোচ্চ: ৩২
বেতন: মূল বেতন ৪৫,০০০ টাকা , অন্যান্য সুবিধাদিসহ মোট বেতন ৭০,৫০০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী এবং টাইপিং- প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ এবং ৩০।
বয়সসীমা সর্বোচ্চ: ৩২
বেতন: মূল বেতন ১৫,০০০ টাকা , অন্যান্য সুবিধাদিসহ মোট বেতন ২৬,৫০০ টাকা

পদের নাম: গাড়ি চালক(স্থায়ী)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।
বয়সসীমা সর্বোচ্চ: ৩২
বেতন: মূল বেতন ১২,০০০ টাকা , অন্যান্য সুবিধাদিসহ মোট বেতন ২১,৭০০ টাকা

নির্ধারিত আবেদন ফরমটি বিআইসিএম এর ওয়েবসাইট হতে সংগ্রহ করতে হবে।

আবেদনের ঠিকানা : প্রার্থীকে নির্বাহী প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), ৩৪ তোপখানা রোড, বিজিআইসি টাওয়ার (১ম-৪র্থ তলা ও ৯ম-১০ তলা), ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা : আবেদনপত্র ১৭ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে পৌছাতে হবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে… 

নতুন চাকরির খবর সবার আগে পেতে



সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

Post Related Things: bd job today , new job circular 2018, চাকরির খবর প্রথম আলো,সরকারী চাকরির  খবর, চাকরির বাজার, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি 2018, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০১৮,চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির ডাক পত্রিকা, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com,daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, ,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2018, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা

সরকারি চাকরির আবেদন পত্র/ফরম – Government Job Applications

Download all Government Job Applications

এখান থেকে সকল সরকারি চাকরির আবেদন ফরমের নমুনা ডাউনলোড করা যাবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের  চাকরির আবেদন ফরম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের  চাকরির প্রবেশ পত্র

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চাকরির আবেদন ফরম


বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চাকরির আবেদন ফরম

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রবেশপত্র