৪০তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ – 40th BCS Circular 2018

৪০তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ – 40th BCS Circular 2018 : ১৯০৩ শূন্যপদে ৪০ তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সাধারণ ক্যাডারে ৪৬৫ জন, প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৫৬৮ জন, শিক্ষা ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীরা অনলাইনে bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন করা যাবে ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রার্থীরা অনলাইনে www.bpsc.gov.bdওয়েবসাইটের বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ শেষে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ফি লাগবে ১০০ টাকা।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ডাউনলোড বাটনে চাপুন

[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1Ndm_s68csD0Mnw7HBKIlKS9V4DTKQpEG” target=”_self” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]

bpsc job

bpsc job

bcs circular

psc job circular

bpsc

bpsc

bpsc

bpsc circular

bpsc

ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

ইবনে সিনা ট্রাস্ট বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি  ০৫টি  পদে  নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

যশোহর ও পার্শ্ববর্তী জেলাসমূহের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এর নন ক্যাডার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ১৩৭৮ জন সহকারী শিক্ষক নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন যেভাবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে সারাদেশ থেকে আবেদন পত্র গ্রহন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল জুলাইয়ে। পুরো আগস্ট মাসজুড়ে প্রার্থীরা অনলাইনে আবেদনের সুযোগ পেয়েছেন।

তথ্য পাওয়া গেছে, ১২ হাজার পদের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ১৯ লাখের বেশি। আবেদন পর্ব শেষ। এবার প্রস্তুতির সময়। চলুন জেনে নেওয়া যাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির খুঁটিনাটি।

পরীক্ষা পদ্ধতি ও মানবন্টন:
প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রার্থীদের মূল্যায়ন করা হয়।

প্রথমে নেওয়া হয় এমসিকিউ বা বহুনির্বাচনী পরীক্ষা। এমসিকিউ পরীক্ষায় ৮০ নম্বরের প্রশ্ন আসে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি প্রশ্ন থাকে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ হবে। প্রত্যেক ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। পরীক্ষার জন্য বরাদ্দ সময় ৮০ মিনিট বা ১ ঘন্টা ২০ মিনিট। গড়ে প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য ১ মিনিট সময় পাওয়া যাবে। এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির  জন্য আমাদের  Job Quiz বিভাগের কুইজ টেস্ট গুলো দিয়ে প্রস্তুতি নিতে পারবেন।

[mks_button size=”large” title=”MCQ TEST” style=”squared” url=”https://www.banglacyber.com/category/job-quiz/” target=”_blank” bg_color=”#dd3333″ txt_color=”#FFFFFF” icon=”fa-check” icon_type=”fa” nofollow=”0″]

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হয় মৌখিক পরীক্ষায়। এ ধাপে থাকে ২০ নম্বর। ভাইভায় টিকলে পরবর্তী যাচাই বাছাই শেষে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।

[mks_icon icon=”fa-forward” color=”#dd3333″ type=”fa”] আরও পড়ুন : ১৩ তম স্কুল পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ১ম পর্ব

পরীক্ষা প্রস্তুতি:
সহকারী শিক্ষক পদে পুরুষ প্রার্থীরা স্নাতক পাস এবং নারী প্রার্থীরা কমপক্ষে এইচএসসি পাস হলে আবেদন করতে পারেন। তাই নিয়োগ পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পর্যায়ের বইয়ের আলোকে প্রশ্ন করা হয়।

বাংলা অংশে ব্যাকরণ ও সাহিত্য বিষয়ে প্রশ্ন থাকে। ইংরেজিতে প্রশ্ন আসে গ্রামার থেকে। গণিতে পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি থেকে প্রশ্ন থাকে। সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী ও সাম্প্রতিক নানা বিষয়ে প্রশ্ন আসতে পারে।

সহায়ক বই:
নিয়োগ পরীক্ষায় ভালো করতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই আয়ত্ত্বে থাকতে হবে। বিশেষ করে অষ্টম থেকে দশম শ্রেণির বাংলা, গণিত, ইংরেজি বোর্ড বইগুলো সংগ্রহে রাখতে পারেন। বিগত বছরের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো দেখলে প্রশ্নপত্র সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। চলতি বছরের এপ্রিল থেকে জুনে জেলাওয়ারী প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নগুলো সংগ্রহে থাকলে প্রস্তুতিতে বেশ কাজে দেবে। বাজারে বিভিন্ন প্রকাশনীর প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড বই পাওয়া যায়। ভালো প্রস্তুতিতে এগুলোও সহায়ক হবে।

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

 

শিক্ষামূলক গল্প / কাহিনী পর্ব:১

এক লোক বউ সহ বাজারে গেলো। একটা গাধা পছন্দ হলো তার, দামটাও মনমতো হলো। গাধাটাকে কিনে ফেললো সে। ঘরে ফিরবার সময় বউকে গাধার পিঠে বসিয়ে নিজে সে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলো। লোকে হাসতে লাগলো ‘দেখ, দেখ, বউ পাগলা মানুষ। নিজে হাঁটছে আর বউ গাধার পিঠে আরামে যাচ্ছে’।

কথাটা কানে যেতেই রাগ হলো লোকটার। বউকে গাধার পিঠ থেকে নামিয়ে নিজে সেখানে উঠে পড়লো। এবার বউটা হেঁটে যাচ্ছে, লোকটা গাধার পিঠে। লোকে এবার বলতে লাগলো ‘দেখো, কি ভয়ংকর পাষাণ লোকটা! মেয়েমানুষকে কষ্ট দিয়ে হাঁটাচ্ছে আর নিজে আরামে গাধায় চড়ে যাচ্ছে’!

এমন কথা শোনে লোকটা হতাশ হলো। ভেবে-চিন্তে স্বামী-স্ত্রী দু’জনেই এবার গাধার পিঠে চাপলো। লোকটা মনে মনে ভাবলো ‘এবার কেউ কিছু বলতে পারবে না’। কিন্তু কিছুদূর গেলে আবার লোকে বলতে শুরু করলো ‘ছি ছি, লোকটা মানুষ না জানোয়ার? সামান্য একটা বেচারা গাধার পিঠে দু’জন মানুষ’!

এবার প্রচন্ড বিরক্ত হয়ে লোকটা গাধার পিঠ থেকে নামলো, বউকেও নামালো। তারা দু’জনই গাধার পাশাপাশি পায়ে হেঁটে চললো। এবারও বেশি দূর যাওয়া হলো না। লোকেরা হাসতে হাসতে লুটিয়ে পড়লো একে অন্যের গায়ে ‘লোকটা পাগল না কি! নিজে বউ সহ হাঁটছে আর গাধাটা দিব্যি আরামে আছে’।

‘পাছে লোকে কিছু বলে’- এই ভয় আমাদের সবাইকে তাড়িয়ে ফিরলে ভালো কাজগুলো করবেটা কে?

শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি New Job circular 2018

শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে জনবল নিয়োগের  বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটি  ৭টি  পদে ১৭ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Institute of Child and Mother Health Job Circular 2018

শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট (আইসিএমএইচ) বাংলাদেশের একটি জাতীয় স্তরের ইনস্টিটিউট যা দক্ষিণ পূর্ব এশিয়ায় শ্রেষ্ঠত্বের একটি কেন্দ্র হতে প্রতিশ্রুতিবদ্ধ। ইনস্টিটিউটি মানব সম্পদ উন্নয়ন এর তিনটি উদ্দেশ্য, গবেষণা এবং রোগীর যত্ন পরিচালনা করে দেশে শিশু ও মাতাদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নের জন্য কাজ করছে।

প্রতিষ্ঠানের নাম: শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট (আইসিএমএইচ)

নীরজা ভানোত তরুণীদের জন্য অনুপ্রেরণা গল্প

Neerja-Bhanot

মেয়েটির নাম নীরজা ভানোত। মুম্বাইয়ে জন্ম নেয়া মেয়েটি মডেলিং শুরু করে খুব অল্প বয়সে। সফলতাও আসে। কিন্তু ঐ সময় মডেলিং পেশাটা সবার কাছে সম্মানজনক ছিলোনা। বিয়ে হয়ে যায় মেয়েটির। যৌতুকের চাপ আসতে শুরু করে প্রথম থেকেই, সেই সাথে শারীরিক নির্যাতন। মেয়েটি ডিভোর্স নিয়ে নেয়। নতুন পথচলার স্বপ্ন দেখে। মধ্যবিত্ত পরিবারের ভীষণ সুন্দরী মেয়েটির শখ ছিলো আকাশ ছোঁয়ার। বিখ্যাত ‘প্যান অ্যাম’ এয়ারলাইন্সের চীফ ফ্লাইট এ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ শুরু করে এই মেয়ে। নীরজার জন্ম ১৯৬৩ সালে।

কোনো মানুষের জীবনে ভারত এবং পাকিস্তান- দুই দেশেই সর্বোচ্চ সম্মান পাওয়ার ঘটনা বিরল। কিন্তু এই নীরজা সেই অতি বিরলদের একজন। পাকিস্তান সরকার নীরজাকে দিয়েছে তাদের দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘নিশান এ পাকিস্তান’। যুদ্ধক্ষেত্রের বাইরে শান্তিপ্রতিষ্ঠার জন্যে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারও পেয়েছে নীরজা- ‘আশোক চক্র’। মাত্র ২৩ বছরের জীবনেই এত অর্জন মেয়েটির। নীরজা ভানুত সত্যিই এক কিংবদন্তি।

১৯৮৬ সালের সেপ্টেম্বরে ‘প্যান অ্যাম’ এয়ারের ফ্লাইট ছিনতাই করে সন্ত্রাসীরা। ফ্লাইটটি মুম্বাই থেকে নিউইয়র্ক যাচ্ছিলো। মাঝে পাকিস্তানের করাচীতে ছিলো ট্রানজিট। ঐ সময়ই ফ্লাইটটির দখল নেয় সন্ত্রাসীরা। নীরজা ছিলো ঐ ফ্লাইটের চীফ এ্যাটেন্ডেন্ট। ১৯ ঘন্টা সন্ত্রাসীরা জিম্মি করে রাখে প্লেনের ৩০০ জন যাত্রীকে। এই পুরোটা সময় ভীষণ সাহস আর কৌশলে নীরজা ধীরে ধীরে সবাইকে বাঁচানোর উপায় খুঁজতে থাকে। চাইলে প্রথমেই পালিয়ে যেতে পারতো সে। কিন্তু সে এমনটা করেনি। প্লেনের প্রায় সব যাত্রীকেই বাঁচাতে সক্ষম হয় নীরজা। কিন্তু একদম শেষে ধরা পড়ে যায় সন্ত্রাসীদের চোখে। যাত্রীদের বাঁচানোর অপরাধে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় নীরজাকে। ঐ সময়ও সে তিনটি বাচ্চাকে প্লেন থেকে লুকিয়ে বের করতে চেষ্টা করছিলো, তার গুলিবিদ্ধ শরীর দিয়েও ঐ বাচ্চাদের আগলে রাখছিলো।

ঐ ফ্লাইটে ৭ বছরের এক শিশু ছিলো। এখন সে বিখ্যাত এয়ারলাইন্সের পাইলট। তার কথায় ‘আমার জীবনের প্রতিটা ক্ষণ আমি নীরজাকে স্মরণ করি। কারণ আমি তার কারনেই দ্বিতীয় জীবন পেয়েছি’। এই মহীয়সি নারীকে নিয়ে ২০১৬ সালে বলিউড সিনেমা তৈরি করেছে- ‘নীরজা’। চাইলে যে কেউ দেখতে পারে, অসাধারণ একটা ছবি।

ঐ জীবনের কি-ই বা মূল্য যদি তা অন্যের কাজে না এলো? ৩০০ মানুষের জীবন বাঁচিয়ে মাত্র ২৩ বছর বয়সে চলে গেছে নীরজা ভানুত। তবে তার নাম বেঁচে রইবে হাজার বছর শতকোটি মানুষের অন্তরে সাহসীকতার প্রতীক হয়ে। আজ ৭ সেপ্টেম্বর- তার জন্মদিন। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা…

লেকখ : Rumel M S Pir

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি New Job Circular 2018

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এর অন্তর্ভুক্ত কপিরাইট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদগুলোয় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছয়টি পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। ১৮-৩০ বছর বয়সী নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে নিম্নবর্ণিত পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Meghna Group Of Industries Job Circular 2018

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের জন্য ভিসা এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

STATE BANK OF INDIA JOB CIRCULAR 2018

আবেদনের যোগ্যতা:
যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা ভিসা এক্সিকিউটিভ পদে আবেদন করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। পদটিতে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে কম্পিউটারে পারদর্শীতা, যোগাযোগ দক্ষতা এবং গ্রাহকসেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে।