-

নতুন ব্যবসায়ীদের জন্য তোশিবা ২৫২৩এ ফটোকপিয়ার

বর্তমান সময়ে সবাই চায় অল্প সময়ের ভিতরে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে। দিন যত যায়
শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধি পেলেও তেমন কর্মক্ষেত্রের ব্যবস্থা হচ্ছে না। তাই দিনে দিনে বেকরত্বের
সংখ্যা বেড়েই চলেছে। বেকারত্বের অভিশাপ থেকে যারা নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন তাদের জন্য এই ধরনের ব্যবসা হতে পারে এক অন্যতম মাধ্যম। অল্প পুজি দিয়েই শুরু করতে পারবেন লাভজনক ব্যবসাটি। ফটোকপিয়ার মেশিনের দাম মেশিন ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে।

ফটোকপিয়ার দিয়ে কেন শুরু করবেন?

যারা ছোট স্টেনশনারির দোকান বা লাইব্রেরী দেওয়ার কথা চিন্তা করছেন তাদের ব্যবসায় দ্রুত উন্নতির জন্য ফটোকপিয়ার হতে পারে একটি অন্যতম মাধ্যম। অল্প খরচে অধিক পরিমানে লাভ করা সম্ভব এর দ্বারা। বর্তমান বাজারে ফটোকপিয়ার মেশিনের মধ্যে সবচেয়ে কম দাম হচ্ছে তোশিবা ২৫২৩এ ফটোকপিয়ার।

তোশিবা ২৫২৩এ ফটোকপিয়ার এর সুবিধা কি?

  • এর অভ্যন্তরীণ খরচ প্রতিপেজে মাত্র ৪৪ পয়সা।
  • তশিবার যত্রাংশ বা কালি সবখানে পাওয়া যায়।
  • এক কার্টিজ দিয়ে ১২০০০ পৃষ্ঠা কপি করা যাবে।
  • প্রতিমাসে ৫০,০০০ শীট কপি করার ক্ষমতা রয়েছে।
  • এটি আকৃতিতে ছোট বিধায় দোকানে বা অফিসের যে কোন স্থানে রাখা যায়।
  • ম্যাক্সিমাম এ৩ সাইজের পেপার প্রিন্ট করা যায়।
  • ২৫% থেকে ৪০০% পর্যন্ত জুম করে প্রিন্ট করা যাবে।
  • ২৫৬ মেগাবাইট স্টোরেজ থাকে যেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষিত করা যায়।

ব্যবহার বিধি

তশিবা ২৫২৩ ফটোকপিয়ার এর ব্যবহার অত্যন্ত সহজ যা একবার দেখলেই যে কেউ এর ব্যবহার শিখে যাবে সহজেই। তার পরেও এটি ব্যবহারের পরবর্তি সময়ে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে তা হ’লঃ-   

  • নির্দিষ্ট সময় পরপর টোনার কার্টিজ পরিবর্তন করা।
  • শুষ্ক স্থানে রেখে ব্যবহার করা
  • ধুলো বালি যাতে না পরে যে দিকে সর্বোচ্চ খেয়াল রাখা।
  • কাজ শেষে বৈদ্যুতিক লাইন অফ করে রাখা।
  • এক টানা বেশি দিন ব্যবহার না করলে এর ভিতরে থাকা কালি জমাট বেধে যেতে পারে। তাই কাজ না
    থাকলে মাঝে মাঝে চালানো।

ফটোকপিয়ারের দাম

বর্তমান বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ফটোকপিয়ার থাকলেও তোশিবা ফটোকপিয়ার বাজেরের
অধিকাংশ স্থান দখল করে রেখেছে। এখন বাজারের তোশিবার অনেক গুলো মডেল পাওয়া যায়। এর মধ্যে Toshiba 2523A Photocopier এর দাম সবচেয়ে কম। এছাড়াও তোশিবা ফটোকপিয়ারের যেকোন মডেলের দাম জেনে নিতে পারবেন বিডিস্টল ডট কম এর অনলাইন ওয়েবসাইট থেকে।

সর্বশেষ প্রকাশিত