-

Taalash মুভি রিভিউ

 Taalash মুভি রিভিউ:  পৃথিবীতে অনেক প্রশ্নেের ই উত্তর খুজে পাওয়া যায় না।মুভি টাও ঠিক তেমনি।মুভির দেখানো সব দৃশ্য এর ব্যাখা করা আদৌ সম্ভব না।

আমির খানের মুভি এটা,তাই বেশি বলার প্রয়োজন বোধ করিনা।

পতিতাবৃত্তি টা খুব কাছ থেকে এই মুভিতে দেখানো হয়েছে।পতিতাদের নিয়ে যে কেউ ভাবে না এটাই দেখানো হয়েছে আরও বঝানো হয়েছে পতিতাদের মূল্য শুধু তাদের দেহ এর মাঝে সীমাবদ্ধ।
মুভির শুরু হয় সুপারস্টার আরমান কাপুর এর নিহত হওয়ার ঘটনা দিয়ে,। উনি নিহত হয় তার গাড়ি এক্সিডেন্ট এ।শুটিং থেকে ফেরার পথে সে এক্সিডেন্ট হয় যে রাস্তায় সে এক্সিডেন্ট হয় সেটা তার বাড়ির ফেরার পথ না,আর সে একলা ছিল,কাউকে সে সাথে আনে নি ফেরার পথে।এই প্রশ্নগুলোর উত্তর খুজে নিতো দেখে ফেলুন মুভি টা।

আমির খান এর পাশাপাশি রানী,কারিনা দুর্দান্ত অভিনয় করেছে মুভি টাই।নওয়াজউদ্দিন এর অভিনয় ত অতুলনীয়।খুব একটা টুইস্ট না থাকলেও মুভি টা খারাপ লাগবে না অন্তত এটা বলতে পারি

Director-Rima Kagti
imdb rating -7.3
personal -8.5
rotten tomato -83%
Budget.40 crore
gross.174 crore
(হিন্দির,পাশাপাশি মারাঠি ভাষাই ও মুভিটা মুক্তি দেওয়া হয়েছিল)
Happy watching 💜💔💔💔

সর্বশেষ প্রকাশিত