-

Number and Location tracker | যেভাবে নাম্বার এবং লোকেশন ট্র্যাকিং করবেন

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় গুলোর অন্যতম হচ্ছে কারো নাম্বার এবং লোকেশন ট্র্যাকিং করা। পরিবারে কোন সদস্য যেমন ছেলে-মেয়ে, ভাই-বোন কিংবা বন্ধু বা প্রিয় মানুষ এখন কোথায় আছে কি করছে জানতে আমাদের খুব ইচ্ছা হয়।

কেমন হয় যদি আপনি আপনার পরিবারে কোন সদস্য যেমন ছেলে-মেয়ে, ভাই-বোন কিংবা বন্ধু বা প্রিয় মানুষ এখন কোথায় আছে কি করছে দেখতে পারেন এবং নাম্বার ট্র্যাকিং করতে পারেন !

আমি আপনাকে Screenshots সহ ধাপে ধাপে দেখাব কিভাবে কারো নাম্বার এবং লোকেশন ট্র্যাকিং করবেন ।

আপনি এবং ভিকটিম( যার নাম্বার এবং লোকেশন ট্র্যাকিং করবেন) উভয় এর Phone Andriod অথবা iPhone যে কোন একটা হতে হবে।

আমরা একটা অ্যাপ  ব্যবহার করে নাম্বার এবং লোকেশন ট্র্যাকিং করব। এর জন্য Life360 নামের অ্যাপ টি গুগল প্লে স্টোর থেকে  উভয়( আপনি এবং ভিকটিম ) এর মোবাইলে ইন্সটল করে লগইন করতে হবে।

গুগল প্লে স্টোরে নাম্বার এবং লোকেশন ট্রেকিং করার জন্য অনেক অ্যাপ রয়েছে। যাদের বেশিরভাগ ভুয়া কিন্তু Life360 নামের অ্যাপটি বর্তমান বিশ্বে এক নাম্বার এবং গুগল প্লে স্টোরে তিন নাম্বার Ranking এ আছে।

Life360 অ্যাপ এ কি কি করা যাবেঃ

১। নাম্বার এবং লোকেশন ট্রাকিং

২। ফোনের চার্জ কত টুকু আছে

৩। মেসেজ বা চ্যাট করা যায়

৪। ইমার্জেন্সি হেল্পের জন্য এলার্ট দেওয়া যায়

এছাড়া আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে সত্যি অবাক করার মত

তাহলে চলুন শুরু করা যাক কিভাবে অ্যাপ টি ডাউনলোড করে সেটিং করতে হবে। নিচের ধাপগুলো এবং Screenshots গুলো অনুসরন করুনঃ

১। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ টি ডাউনলোড করতে ডাউনলোডে চাপুন ।

   [mks_button size=”large” title=”Download” style=”squared” url=”https://play.google.com/store/apps/details?id=com.life360.android.safetymapd” target=”_blank” bg_color=”#2677bf” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”1″]

২। ডাউনলোড করে ইন্সটল করুন

 

৩। এখন ওপেন করে Get Started ক্লিক করুন

৪। Country বাংলাদেশ সিলেক্ট করে আপনার ফোন নাম্বার দিয়ে Next এ ক্লিক করুন

৫। আপনার ইচ্ছা মত কমপকক্ষে ৬ টা সংখ্যার পাসওয়াড দিয়ে Next এ ক্লিক করুন

৬।আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে Next এ ক্লিক করুন

৭।আপনার নাম এবং ছবি দিয়ে Next এ ক্লিক করুন

৮। Allow Access এ ক্লিক করে Yes দিয়ে Next এ ক্লিক করুন

৯।Create A New Circle এ ক্লিক করে  Next এ ক্লিক করুন

১০। No Thanks এ ক্লিক করে  Next এ ক্লিক করুন

এখন যার যার নাম্বার এবং লোকেশন ট্র্যাকিং করবেন কিভাবে সেটিং করবেন

১। এখানে ক্লিক করুন

 

২। Create  Circle ক্লিক করে  Next এ ক্লিক করুন

৩।Add a Cricle ক্লিক করে  Next এ ক্লিক করুন

৪। আপনার ইচ্চা মত নাম দিয়ে Next এ ক্লিক করুন

৫।এখন নিচের মত একটা কোড পাবেন ওটা সেভ করে রাখুন

এখন যার যার নাম্বার এবং লোকেশন ট্র্যাকিং করবেন তাকে Life360 নামের অ্যাপ টি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ টি ডাউনলোড করে আপনি যেভাবে অ্যাপ ডাউনলোড করে লগইন করে অ্যাপ সেটিং করছেন ওইভাবে করুন ।

১। এখানে ক্লিক করুন

নাম্বার এবং লোকেশন ট্র্যাকিং

২। Join a Circle এ ক্লিক করে  Next এ ক্লিক করুন

নাম্বার এবং লোকেশন ট্র্যাকিং

৩। এখানে Joining a Circle Enter Your invite code এ আপনি যে কোড পেয়েছিলেন ওই কোড দিয়ে Submit এ ক্লিক করুন

আপনার কাজ শেষ । এখন এনজয় করুন

আমার লেখায় কোন ভূল থাকলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন

ভাল থাকুন সুস্থ থাকুন

এই আর্টিকেল টি বেশি বেশি share করুন। এই রকম নিত্যনতুন আর্টিকেল এবং টিপস পেতে এবং পড়তে Banglacyber.com এর সাতে তাকুন।

বুঝতে বা কোন হেল্প এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ।

ধন্যবাদ

রুমেন হুসেন রিপন

ফেসবুকে আমি :
[mks_social icon=”facebook” size=”48″ style=”square” url=”https://www.facebook.com/rumenr/” target=”_blank”]

সর্বশেষ প্রকাশিত