-

BCS Preparation Mathematics (গণিত) Model Test-13

BCS Preparation : BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য গণিত বিষয় থেকে বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ সিরিজ তৈরী করা হয়েছে। BCS (বিসিএস) পরীক্ষায় প্রায় ২০০টি প্রশ্ন থাকে। আমাদের Website banglacyber.com এর BCS (বিসিএস) এর প্রশ্ন ব্যাংকে প্রায় ২০টি করে BCS (বিসিএস) এর সব বিষয়ের উপর প্রশ্ন দেওয়া হয়। এই প্রশ্নগুলো BCS (বিসিএস) প্রস্তুতি আকারে চারটি অপশনে যেগুলো সঠিক এবং ভুল উত্তরে সাজানো থাকে। যা আপনার জন্য BCS (বিসিএস) এর অগ্রীম প্রস্ততি নিতে সহায়ক হবে। নিচে গণিত বিষয়ের উপর ২০টি প্রশ্ন দেওয়া হল:

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা ?
1^2+2^2+3^2+..........+x^2 এর মান কত
টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-
√2/(√6+2) সমান-
যদি (64)2/3 + (625)1/2-3h হয় তবে h এর মান কত?
৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখার সংখ্যা-
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘোরে?
f(x)=x^3-2x+10 হলে f(0) কত?
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম ?
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ ∶ ১, এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ ∶ ১ হবে?
f(x)=x^3+kx^2-6x+9; k-এর মান কত হলে f(3)=0 হবে
কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলির ১/৩ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০%প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তেব ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৭-
এক বাক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পর অবশিষ্ট ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে, তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত ?
কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?
১.১৬ - এর সাধারন ভগ্নাংশ কোনটি?
লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ............, ৩, ১
BCS Preparation Mathematics (গণিত) Model Test-13
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}

সর্বশেষ প্রকাশিত