প্রস্তুতির সময়: ১৫ মিনিট
রান্নার সময়: ৫০ মিনিট
সর্বোমোট সময়: প্রায় ১ ঘন্টা ৫ মিনিট
আমাদের দেশের একটি মজার ডেজার্ট আইটেম হিসেবে কড়াই মাটনক্র অনেক জনপ্রিয়। বাসায় বসে খেতে চাইলে চট করেই বানিয়ে ফেলতে পারেন কড়াই মাটনক্র ।
করাই মাটনক্র রান্নার রেসিপি তৈরির উপকরণঃ-
- খাসির মাংস ২০০, গ্রাম
 - পেঁয়াজ বাটা এক টেবিল চামচ
 - রসুন বাটা এক টেবিল চামচ
 - আদা বাটা এক টেবিল চামচ
 - জয়ফল-জয়এী বাটা আধা চা চামচ
 - গোটা জিরা এক চা চামচ
 - হলুদ গুড়া এক চা চামচ
 - মরিচ গুড়া এক চা চামচ
 - পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ
 - আদা কুচি এক চা চামচ
 - টমেটো কুচি এক কাপ
 - চীনাবাদাম বাটা দুই চা চামচ
 - ধনে পাতা কুচি সামান্য
 - কাচামরিচ কুচি পরিমান মতো
 - তেল পরিমান মতো ও লবন স্বাদ মতো
 
করাই মাটনক্র রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ-
- প্রথমে খাসির মাংস ধুয়ে পানি ঝরিয়ে রাখুন ।
 - এবার একটি কড়াইয়ে খাসির মাংসের সঙ্গে পেঁয়াজ বাটা, রসুন বাটা,আদা বাটা,জয়ফল-জয়এী বাটা,ভালোভাবে মিসিয়ে সিদ্ধ বসিয়ে দিন ।
 - মোটা মোটি সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে রাখুন ।
 - এবার একটি কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরা ফরন দিন ।
 - এরপর হলুদ,মরিচ, পেঁয়াজ কুচি,আদা কুচি,লবন ও টমেটো কুচি দিয়ে কিছুক্ষন ভাজুন ।
 - পরে চীনাবাদাম বাটা দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে সিদ্ধ খাসির মাংসগুলো দিয়ে দিন ।
 - তারপর ভাজতে থাকুন ।
 - ধনে পাতা কুচি ,কাচামরিচ কুচি ছড়িয়ে ভাজা ভাজা হয়ে এলে চুলা থেকে নামিয়ে পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ।
 
		
		
