চিকেন পাতুড়ি
প্রস্তুতির সময়: ২০ মিনিট
রান্নার সময়: ৫০ মিনিট
সর্বোমোট সময়: প্রায় ১ ঘন্টা ১০ মিনিট

চিকেনের পাতলা স্যুপ থেকে ঝোল, চিলি চিকেন, চিকেন ফ্রাই সবই চিকেনপ্রেমীদের অনেক প্রিয়। কিন্তু চিকেন ভোজন রসিকরা কী কখনও চিকেন পাতুড়ি খেয়েছেন কি? না খেয়ে থাকলে আজই ট্রাই করতেন পারেন। মাছ পাতুড়ির মতোই জিভে পানি আনার মতো স্বাদ চিকেন পাতুড়ির।

কলাপাতার শিরা কেটে বাদ দিয়ে দিন। রসুন-কাঁচা মরিচ, গোটা জিরে-ধনেপাতা, কোরানো নারকেল একসঙ্গে বেটে নিন এবার কলাপাতার মাঝখানে বাটা মশলা কিছুটা দিয়ে তার ওপর ম্যারিনেট করা চিকেন রাখুন।

চিকেনের ওপর আবার মশলা মাখিয়ে পাতা মুড়ে নিন। সুতো দিয়ে বেঁধে নেবেন। কড়াই বা ননস্টিক প্যানে তেল গরম করে অল্প আঁচে এপিঠ-ওপিঠ করে মোড়কটি ভাজুন।

সোনালি রং হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিকেন পাতুড়ি।

রান্নার রেসিপি তৈরির উপকরণঃ-

  • মুরগির পাঁজর (হাড়ছাড়া) ২টি,
  • কলাপাতা ৮ টুকরো,
  • পাতি লেবুর রস ২ টেবিল চামচ,
  • রসুন ৬-৮ টুকরো,
  • কাঁচা মরিচ ৩টি,
  • গোলমরিচ- হলুদগুঁড়ো আধ চা-চামচ,
  • গোটা জিরে ৩ টা-চামচ,
  • নারকেল কোরা আধ কাপ,
  • এক আটি কুচানো ধনেপাতা,
  • তেল ১ টেবিল চামচ,
  • লবণ স্বাদমতো।

চিকেন পাতুড়ির রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ-

  • থমে চিকেন ভালো করে ধুয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নিন।
  • এবার তাতে অল্প লবণ, হলুদ-গোলমরিচ গুঁড়ো, পাতি লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করুন।

    কলাপাতার শিরা কেটে বাদ দিয়ে দিন।

  • রসুন-কাঁচা মরিচ, গোটা জিরে-ধনেপাতা, কোরানো নারকেল একসঙ্গে বেটে নিন এবার কলাপাতার মাঝখানে বাটা মশলা কিছুটা দিয়ে তার ওপর ম্যারিনেট করা চিকেন রাখুন।
  • চিকেনের ওপর আবার মশলা মাখিয়ে পাতা মুড়ে নিন।

  • সুতো দিয়ে বেঁধে নেবেন। কড়াই বা ননস্টিক প্যানে তেল গরম করে অল্প আঁচে এপিঠ-ওপিঠ করে মোড়কটি ভাজুন।
  • সোনালি রং হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিকেন পাতুড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here