আজকের ডলার রেট কত টাকা/ ১ ডলার সমান কত টাকা (Dollar to Taka) সে সম্পর্কে আপডেট রেট এই আর্টিকেলে জানতে পারবেন।
বর্তমানে সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রার নাম হলো ডলার। বাংলাদেশেও যে সকল বৈদেশিক মুদ্রার ব্যবহার রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইউএসএ ডলার (United States of America Dollar)। যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে পৃথিবীর অধিকাংশ অর্থনৈতিক বাজার নিয়ন্ত্রণ করে। তাই দেশে বিদেশে কোটি কোটি মানুষ প্রতিদিন US Dollar ব্যবহার করে লেনদেন করে।
বলা যায় বাংলাদেশের আমদানি-রপ্তানিতে এই মুদ্রার ব্যবহার সবচেয়ে বেশি। সবজি থেকে শুরু করে জ্বালানি, ফসল এমনকি অস্ত্র বাণিজ্যেও বাংলাদেশিরা এই মুদ্রা ব্যবহার করে থাকে। তাছাড়া বর্তমানে বহু সংখ্যক বাংলাদেশী নাগরিক যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাদেরও প্রায় প্রতিদিনই ডলার লেনদেনের প্রয়োজন হয়।
এই অতি ব্যবহার্য মুদ্রা- ডলারের রেট প্রতিদিনই এমনকি ঘন্টার ব্যবধানেও পরিবর্তন হয়ে যায়। লেনদেনের পূর্বে আপডেট তথ্য না জানলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই আজকের ডলার রেট কত টাকা (1 Dollar to Taka) সে সম্পর্কে আপডেট তথ্য জেনে নিন এখানে।
