মুভি রিভিউ:দ্যা ম্যাট্রিক্স The Matrix

Movie Name:The Matrix
Written by:The Wachowski Brothers
Director:The Wachowski Brothers
IMDB Rating:8.7

প্লট:ডিস্টোফিয়ান ফিউচার বুঝেন?যারা ইন্টারস্টেলার দেখেছেন এবং মুভিটি নিয়ে ঘাঁটাঘাঁটি করেছেন তারা নিশ্চয়ই বুঝেন।ডিস্টোফিয়ান ফিউচার হলো ভবিষ্যতের কোনো এক সময় যখন পৃথিবীতে জীবন ধারন কঠিন হয়ে পড়ে এবং বেচে থাকার মৌলিক উপাদানগুলোর উৎপাদন কমে যায়,প্রাকৃতিক সম্পদগুলো ফুরিয়ে আসে।তো মানুষ উন্নতি করতে করতে এমন এক পর্যায়ে পৌছে যায় যখন রোবটরা প্রায় মানুষের সমান বুদ্ধিমত্তা অর্জন করে ফেলে।যখন মেশিনরা দুর্যোগ বুঝতে পারে তখন তারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তারাই জয়ী হয়।যুদ্ধে সম্ভবত পারমাণবিক বোমা ব্যাবহার করার কারনে বায়ুমণ্ডল ধ্বংস হয়ে যায় এবং মানুষ প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার উপক্রম হয়।পারমাণবিক শক্তির ব্যাবহার করে মেশিনরা নিজেদের বাচিয়ে রাখে।আর যখন তারা বুঝতে পারলো তাদের কাজের জন্য মানুষ দরকার তখন তারা কৃত্রিমভাবে মানুষও সৃষ্টি করলো। আর মানুষদেরকে প্রয়োজনীয় যন্ত্রপাতিতে মুড়িয়ে একটি ল্যাবরেটরীতে রাখা হলো।প্রত্যেক মানুষের মাথার পিছনে একটি কম্পিউটার ক্যাবল দিয়ে কানেকশন দেয়া।এই ক্যাবল দিয়েই তাদের কম্পিউটার প্রোগ্রাম দ্বারা সৃষ্টি করা ভার্চুয়াল জগতে বাস করানো হয়। এই ভার্চুয়াল জগৎটাই মুলত দ্যা ম্যাট্রিক্স।যেখানে আসলে সত্যিকার মানুষ বাস করেনা,তাদেরকে প্রোগ্রামিং করা ভার্চুয়াল পৃথিবী দেখানো হয় আর তারা মনে করে এটাই আসল। আর মুভির শুরুতে যা দেখানো হয় তা আসলে এই জগৎটাই,এখানেই সেই ল্যাবরেটরির মানুষগুলোর ভার্চুয়াল বসবাস যা তারা কখনো কল্পনাও করতে পারেনা।যারা এটা বুঝতে পারে এবং এটা নিয়ে চিন্তাভাবনা করে তারাই ল্যাবরেটরিতে জেগে উঠে বাস্তবটা উপলব্ধি করতে পারে।একদল মানুষের এরকম জেগে ওঠা,একত্র হওয়া এবং বাকি মানুষদেরকে বাস্তব জগতে ফিরিয়ে আনার জন্য মেশিনদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমেই মুভির প্লট এগিয়ে যেতে থাকে।

চরিত্রসমুহ:-

১।নিও(NEO):একজন কম্পিউটার পোগ্রামার এবং হ্যাকার।”দ্যা ওয়ান” তার কিছু স্পেশাল পাওয়ার আছে।সে বাহিরের জগতে নিজেকে এন্ডারসন নামে পরিচয় এবং ভার্চুয়াল জগতে NEO ছদ্মনাম ব্যাবহার করে।

২।ট্রিনিটি:একজন দুর্ধর্ষ মেয়ে হ্যাকার।মর্ফিয়াস তাকে এজেন্ট স্মিথের হাত থেকে বাঁচিয়ে নিজের দলে নিয়ে আসে।

৩।মর্ফিয়াস:ম্যাট্রিক­্স পলাতক আসামী।NEO যখন তার কম্পিউটারে মর্ফিয়াসের ব্যাপারে সার্চ দেয় তখন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মর্ফিয়াসের পালানোর খবর ভেসে আসে।

৪।এজেন্ট স্মিথ:দ্যা ম্যাট্রিক্সের গোয়েন্দা।যদি মর্ফিয়াসের দলকে দ্যা ম্যাট্রিক্সের ভাইরাস হিসেবে ধরা হয় তাহলে এজেন্টরা হলো অ্যান্টি-ভাইরাস।

জায়ন:-মেশিনদের থেকে পালিয়ে বাঁচা মানুষদের একমাত্র বাসস্থান।

নেবুক্যানাইজার:-মর্ফ­িয়াসের গোপন ঘাঁটি। সাবমেরিনের মতো দেখতে একটি উড়ন্ত জাহাজ।

সবশেষে একটি টিপস:-কিভাবে বুঝবেন যে ফিল্মের মানুষেরা বাস্তবে আছে নাকি ম্যাট্রিক্সে?সিম্পল!­ যখন তাদের পুরোপুরি অক্ষত অবস্থায় দেখবেন মনে করবেন ভার্চুয়াল জগতে আছে,আর যখন দেখবেন তাদের মাথার পিছনে প্লাগ/সকেট লাগানো তখন তারা আসলে বাস্তবে আছে।

যারা সাইন্স ফিকশন মুভিগুলো পছন্দ করেন বা মাথা গুলিয়ে দেওয়ার মতো মুভি খুজছেন তাদের জন্য মাস্ট ওয়াচ।

২০১৮ সালে যে স্মার্ট ফোন গুলা কাঁপাবে

২০১৮ সালে যে স্মার্ট ফোন গুলা কাঁপাবে
২০১৮ সালে যে স্মার্ট ফোন গুলা কাঁপাবে

২০১৮ সালে যে স্মার্ট ফোন গুলা কাঁপাবে তাদের লিস্ট নিচে দেয়া হলো। আপনিও দাম ও পছন্দ অনুসারে ক্রয় করতে পারেন।

  • LG V30+a   

স্পেশাল ফিচার- ১২৮ জিবি রম। স্ন্যাপড্রাগন ৪ জিবি র‍্যাম।

  • Nokia 9   

স্পেশাল ফিচার- ৬৪ জিবি রম,৪ জিবি র‍্যাম  এবং ২২ মেগাপিক্সেল ক্যামেরা, ৩৮০০ mAH ব্যাটারি

  • Samsung Galaxy S9

স্পেশাল ফিচার-২৫৬ জিবি রম। LPDDR4 ৬ জিবি র‍্যাম, সুপার এম্লয়েড ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর ।

  • Sony Xperia XZ1 Premium

স্পেশাল ফিচার- ০.২৯ ইঞ্চি পাতলা, স্পেশাল ফিচার- ৬৪ জিবি রম,৪ জিবি র‍্যাম

  • Apple iPhone SE 2

স্পেশাল ফিচার-এম ৯ কো প্রসেসর, ফিঙ্গার প্রিন্ট , iOS 11

  • Huawei P20 (P11)

স্পেশাল ফিচার-সুপার এম্লয়েড, দুটি ব্যক ১৬ ও ১৬ ক্যামেরা

  • xiaomi mi 7

নতুন  Qualcomm চিপসেট , LPDDR4 ৬ জিবি র‍্যাম

  • HTC U12

সুপার এম্লয়েড, স্ন্যাপড্রাগন৮৪৫  ৬ জিবি র‍্যাম, দুটি ব্যক ১২ ও ১২ ক্যামেরা

  • Google pixel 3

স্ন্যাপড্রাগন৮২১    ৪ জিবি র‍্যাম,  ফিঙ্গার প্রিন্ট সেন্সর,৩৪৫০ mAH ব্যাটারি

  • Apple iPhone 2018

৫.৮ এজ টু এজ সুপার রেটিনা স্ক্রিন ডিস্প্লে, ওয়াই ফাই চার্জ ।

 

আমাদের সাথে থাকুন আর নিত্য নতুন আপডেট পেতে নিচের দেয়া সোশ্যাল পেজে একটিভ থাকুন।

ধব্যবাদ সবাইকে।

আমরা চাকরির খবরগুলাও প্রচার করে থাকি।

আমাদের আরো চাকরির খবর রয়েছে আপনাদের জন্য। চাকরির খবর জানতে আমাদের চাকরির খবর ক্যাটাগরি ফলো করুন।

 

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন

আমাদেরকে টুইটারে ফলো করেন

 

 

 

মনের মাঝে তুমি Movie Review

মনের মাঝে তুমি Movie Review

“আকাশে বাতাসে চল সাথী উড়ে চল ডানা মেলে” এই গান শোনে নাই খুব কম মানুষই কেননা চ্যানেলের বিভিন্ন নাচের অনুষ্ঠানের প্রধান গানই থাকতো এটা বিশেষ করে বিটিভিতে।এছাড়া স্কুল কলেজের মিউজিকাল প্রোগ্রামে কেউ নাচবে সবার আগেই এই গানের নামটা চলে আসে।তো কথা বলছিলাম ২০০৩ সালে বেশ আলোড়ন তৈরি করা এক সিনেমা যেটা নির্মিত হয়েছিলো বাংলাদেশ,ভারতের যৌথ আয়োজনে।হ্যা “মনের মাঝে তুমি” সিনেমাটি এসেছিলো বাংলাদেশে এমন সময় যখন দেশের সিনেমার নাজেহাল অবস্থা, দর্শক তখন হলবিমুখ! হল মানেই সকলের মনে সবার আগে আসতো অশ্লীলতার কথা।ঠিক সেই সময় মনের মাঝে তুমি সিনেমাটি কেমোথেরাপি হিসেবে কাজ করেছিলো।আর সক্ষম হয়েছিলো দর্শককে আবারো হলমুখী করতে।যেমন ছিলো সিনেমার গল্প তেমন ছিলো এর পরিচালনা ঠিক তেমনি সঠিক কাজ করেছিলেন সিনেমার অভিনেতা-অভিনেত্রীবৃন্দ তাদের সুনিপুণ অভিনয় দক্ষতার মাধ্যমে।এই সিনেমার মাধ্যমে সেই সময় অনেক পরিচালক স্বপ্ন দেখা শুরু করেন এবং পরবর্তী ইতিহাস আপনারা জানেন,পেয়েছিলাম আমরা আরো ভালো মানের কিছু সুস্থ ধারার সিনেমা।এক কথায় সে সময় এই সিনেমা সর্বমহলের মানুষকে হলে টেনে এনেছিলো এবং দর্শক সমালোচক থেকে পেয়েছিলো ভূয়সী প্রশংসা।এ সিনেমার গল্প এবং অভিনয় নিয়ে আজ আপনাদের মাঝে আলোচনা করবো আশা করছি সাথে থাকবেন।

অভিনয়দক্ষতা-
রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকঃ আমার মতে ইনি এক মাত্র নায়ক যিনি ছোট এবং বড় পর্দায় সমান ভাবে জনপ্রিয়। তার অভিনয়ে ছিলো এমন এক ধারা যা তাকে দিয়েছিলো “লাভার বয়” খেতাব।সবধরণের সিনেমার ক্ষেত্রে তার অভিনয় ছিলো দৃষ্টিনন্দন। বাংলাদেশের তিনজন বিখ্যাত অভিনেত্রী চাচাতো ভাই তিনি বিশেষ করে ববিতার হাত ধরেই তার সিনেমা জগতে আশা যদিও রিয়াজের অভিনয় জগতে আশার অনেক বড় ভূমিকা পালন করেন দেশের সিনেমার জনপ্রিয় শক্ত মুষ্ঠির অধিকারী প্রয়াত অভিনেতা এবং প্রযোজক জসিমের।১৯৯৫ সালে তার অভিষেক হলেও তার দর্শকপ্রিয়তা প্রকাশ পায় ১৯৯৬ সালে প্র‍য়াত নায়ক সালমান শাহ এর প্রিয়জন সিনেমায় তিনি সুযোগ পান এবং চেনান নিজের জাত।এরপরে আমরা পেয়ে যাই বাংলা সিনেমার লাভার বয়।মনের মাঝে তুমি সিনেমায় রিয়াজ তার অভিনয় বলে জয় করেন দুর্যোগ সময়ের আশার আলোর খেতাম যা আজো অম্লান। এ সিনেমায় এতো বেশি সাবলীলতা পাওয়া যাবে যা আপনাকে করবে মুগ্ধ অবশ্যই আপনাকে তার ভক্ত হতে বাধ্য করবেন।



দিলারা হানিফ রীতাঃ মাত্র ১৬ বছর বয়সে রিয়াজের বিপরীতে “এ জীবন তোমার আমার” শিরোনামের এই সিনেমার মাধ্যমে “পূর্ণিমার” চলচ্চিত্রে আগমন। তখনই বোঝা গিয়েছিলো ইনি আসলেই দেশের সামনের ভবিষ্যৎ, এই ধারণাকে প্রমাণ করে দিয়েছেন ২০০৩ সালের তার অভিনীত জনপ্রিয় সিনেমা মনের মাঝে তুমির মাধ্যমে।মাত্র ২২ বছর বয়সে তার জনপ্রিয়তা হয়ে যায় আকাশ চুম্বী,চোখে পরে যায় প্রয়াত গুণী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম স্যারের চোখে আর আমরা পেয়ে যাই একটা মাষ্টারপিস সিনেমা মেঘের পরে মেঘ 😍
মনের মাঝে তুমি সিনেমায় পূর্ণিমা এতোটাই প্রাণবন্ত ছিলেন যা দেখে বহু মানুষ আজকালের আধুনিক খাদ্য ক্রাশ খেয়েছিলেন,যা আজ ২০১৮ তেও বহু মানুষ খাচ্ছেন।হাসি লাগে তখন যখন কেউ বলে পূর্ণিমাকে আগে কেউ চিনতো না 😂

কাহিনীসংক্ষেপঃ
সিনেমার প্রথমেই দেখা যাবে দুই কিশোর-কিশোরীর উচ্ছ্বাসতা।কি দারুণ তাদের মেলামেশা একসাথে বৃষ্টিতে ভেজা এক সাথে দোলনায় চড়া।মানে শুরুতেই আপনাকে দারুণ এক অনুভূতি দিবে যা আপনাকে সিনেমার সামনের বসিয়ে রাখবে পরে কি হবে তা দেখার জন্য।গল্পের মোড়ে ওড়া হঠাৎ হাড়িয়ে যায় একে অপরের থেকে আর ওদের দেখা হয় না কিন্তু ওদের মাঝে ভালোবাসা -বন্ধুত্ব থেকেই যায় কিন্তু ওরা সত্যিই আলাদা হয়ে যায়! 😞 ওরা কি আবার নিজের খুঁজে পায়? কি কারণেই বা ওরা আলাদা হয়ে যায়? সত্যিই কি তারা তাদের বাল্যকালের ভালোবাসাকে জীবনের শেষ অবধি নিয়ে যেতে পারেন? এই প্রশ্ন গুলোর উত্তরের একটাই উপায় আপনার কাছে আছে যদি সিনেমা না দেখে থাকেন আজিই দেখে নিন ২০০৩ সালের আশার আলোর প্রদীপ খেতাব পাওয়া সিনেমা “মনের মাঝে তুমি”। আসলেই ভালোবাসা শক্ত হলে একসময় না একসময় ইহা পক্ত হবেই 

চলুন জেনে আসি সিনেমাটির জন্য ক্যামেরার সামনে এবং পেছনে কাদের কাদের অবদান ছিলো
“মনের মাঝে তুমি”
পরিচালকঃ মতিউর রহমান পানু
রচয়িতাঃ এস এম রাজু
প্রযোজকঃ মতিউর রহমান পানু,আব্বাস উল্লাহ সিকদার।
শ্রেষ্ঠাংশেঃ রিয়াজ,পূর্ণিমা,যীশু সেনগুপ্ত,তনু রায় আরো অনেকে।
ধরণঃ কমেডি,রোমান্স।
আয়ঃ ৩.৫ কোটি টাকা
ব্যাপ্তিকালঃ ১৫০ মিনিট
মুক্তিসালঃ ১৫ আগষ্ট, ২০০৩ইং
দেশঃ বাংলাদেশ,ভারত
আইএমডিবিঃ ৭.২/১০
ব্যক্তিগত মতামতঃ ৯.০/১০

পুলিশের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি – পুলিশবাহিনী সার্কুলার 2019

bangladesh police job circular

বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনী কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের বাংলা সাইবারে সবার আগে প্রকাশ হয়ে  থাকে। তাই বাংলাদেশ পলিশ বাহিনীর সব নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে দেখতে আমাদের এই একই পোস্টে চোখ রাখুন।সরকারি বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে, তাই নিয়োগ বিজ্ঞপ্তি কিছু নিয়ম নীতির ভিতর দিয়ে চলে, একারণে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছবি বা পিডিএফ আকারে প্রকাশ হয়।

নন-ক্যাডারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

নন-ক্যাডারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮
নন-ক্যাডারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

নন-ক্যাডারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই সরকারি চাকরি বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃপক্ষ প্রকাশ করেছে। বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ব্লগে www.banglacyber.comসবার আগে প্রকাশ হয়ে  থাকে। তাই বাংলাদেশ কর্ম কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি  দেখতে আমাদের এই একই পোস্টে চোখ রাখুন।সরকারি বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে, তাই নিয়োগ বিজ্ঞপ্তি কিছু নিয়ম নীতির ভিতর দিয়ে চলে,একারণে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছবি বা পিডিএফ আকারে প্রকাশ হয়।

বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি সমূহ অনলাইন পত্রিকা, বাংলদেশ ই পেপারসমূহে বা তাদের ওয়েব পোর্টালে প্রকাশ পায়। যা আমরা একত্রিত করে চাকরি প্রত্যাশিতদের সামনে তুলে ধরি। নন-ক্যাডারের বিভিন্ন পদে ৩০৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।। আগ্রহীরা আগামী ২৮ শে ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

নিচের ছবিটি দেখুন ঃ

                          নন-ক্যাডারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

[pdf-embedder url=”https://www.banglacyber.com/wp-content/uploads/2018/01/NCC_advertisement_1_57-2018.pdf”]

আবেদনের শেষ তারিখঃ  ২৮/০২/২০১৮ খ্রিঃ

www.bpsc.gov.bd এবং http://bpsc.teletalk.com.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র ফর্ম পূরণ করে Online Registration  এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃপক্ষের ঠিকানা: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন,আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭

বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটঃ  www.bpsc.gov.bd

আমাদের আরো চাকরির খবর রয়েছে আপনাদের জন্য।চাকরির খবর জানতে আমাদের চাকরির খবর ক্যাটাগরি ফলো করুন।

আরও দেখুনঃ

সড়ক পরিবহণ ও সেতু বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

নতুন চাকরির খবর সবার আগে পেতে

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন

আমাদেরকে টুইটারে ফলো করেন

 

সড়ক পরিবহণ ও সেতু বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

সড়ক পরিবহণ ও সেতু বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

 

সড়ক পরিবহণ ও সেতু বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই সরকারি চাকরি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রকাশ করেছে। সড়ক পরিবহণ ও সেতু বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ব্লগে www.banglacyber.com সবার আগে প্রকাশ হয়ে থাকে। তাই সড়ক পরিবহণ ও সেতু বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি  দেখতে আমাদের এই একই পোস্টে চোখ রাখুন।সরকারি বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে, তাই নিয়োগ বিজ্ঞপ্তি কিছু নিয়ম নীতির ভিতর দিয়ে চলে,একারণে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছবি বা পিডিএফ আকারে প্রকাশ হয়।

সড়ক পরিবহণ ও সেতু বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিসমূহ অনলাইন পত্রিকা, বাংলদেশ ই পেপারসমূহে বা তাদের ওয়েব পোর্টালে প্রকাশ পায়। যা আমরা একত্রিত করে চাকরি প্রত্যাশিতদের সামনে তুলে ধরি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের অধীনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৯ টি পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ শে ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

নিচের ছবিটি দেখুন


সড়ক পরিবহণ ও সেতু বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

 

 

আবেদনের শেষ সময়: ২৫ শে ফেব্রুয়ারি ২০১৮

 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঠিকানা: নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেতু ভবন, নিউ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা-১২১২।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটঃ  www.rthd.gov.bd 

আমাদের আরো চাকরির খবর রয়েছে আপনাদের জন্য।চাকরির খবর জানতে আমাদের চাকরির খবর ক্যাটাগরি ফলো করুন।

 

নতুন চাকরির খবর সবার আগে পেতে

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন

আমাদেরকে টুইটারে ফলো করেন

 

বিশ্বের প্রথম ক্লোন পদ্ধতিতে বানরের জন্ম

১৯৯৬ সালে স্কটল্যান্ডের প্রাণিবিজ্ঞানীরা ডলি নামের ক্লোন ভেড়ার জন্ম দেন। এবার চীনা বিজ্ঞানীরা স্কটল্যান্ডে সেই মাদি ভেড়া ডলিকে ক্লোন করতে যে পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, ঠিক একই পদ্ধতি ব্যবহার করে জন্ম দিলেন বিশ্বের প্রথম ক্লোন বানর ঝং ঝং ও হুয়া হুয়া। 

ক্লোন করা বানরশাবক দুটির মধ্যে ঝং ঝংয়ের জন্মের ২ সপ্তাহ পর  হুয়া হুয়ার জন্ম হয়।ক্লোন করা বানরশাবক দুটিকে বোতলে দুধ খাওয়ানো হচ্ছে। অন্যসব সাধারণ বানরশাবকের মতোই এরা স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। সামনের কয়েক মাসে ক্লোনিংয়ের মাধ্যমে এরকম আরও বানরশাবক জন্ম দেয়া হবে বলে জানিয়েছেন চীনা গবেষকরা।

বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদবীতে নিয়োগ ২০১৮

বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি কোর সরাসরি ক্যাপ্টেন পদবীতে নিয়োগ।

যোগ্যতাঃ

বয়স: ০১ জুলাই ২০১৮ তারিখে অনুর্দ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহনযোগ্য নয়)।

শারীরিক মান:

পুরুষ: উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। ওজন ৫০ কেজি। বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি প্রসারণ ৩২ ইঞ্চি।

মহিলা:  উচ্চতা ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)। ওজন ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি প্রসারণ ৩০ ইঞ্চি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রী এবং ইন্টার্ণশীপ সম্পন্ন হতে হবে।

বৈবাহিক অবস্থা:

পুরুষ: অবিবাহিত তবে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন।

মহিলা: বিবাথিতা/অবিবাহিতা।

আবেদন পদ্ধতি: ২৮ জানুয়ারি ২০১৮ তারিখ হতে http://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাএ অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০১৮।

বেতন ও ভাতাদি: নির্বাচিত হওয়ার পরই ট্রেইনি অফিসার হিসাবে বিএমএতে যোগদান ও ক্যাপ্টেন পদবীতে বেতন-ভাতা প্রদান। থোক মঞ্জরী ৫৯,১৫০/-(কমিশন প্রাপ্তির পর টাকা ২৯৫৭৫/- এবং কমিশন নিয়মিত করণের পর ২৯,৫৭৫) টাকা দেয়া হবে।

সুযোগ সুবিধা সমূহ: নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ(AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি(MIST), বাংলাদেশ  ইউনির্ভার্সিটি অব প্রফেশনালস্ (BUP) এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়েনের সুযোগ।
নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন বাসস্থান প্রাপ্তি এবং বিনা খরচে দেশে বিদেশে উন্নত চিকিৎসা লাভের সুযোগ থাকবে।
নির্ধারিত শর্ত স্বাপেক্ষে ঢাকা ও অন্যান্য স্হানে এএইচএস/ডিওএইচএস-এ প্লট/ফ্ল্যাট প্রাপ্তির সুবিধা।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বাচ্ছলতা অর্জনের সুযোগ।
পেশাগত যোগ্যতার ভিত্তিতে ভবিষ্যতে দেশে/বিদেশে উন্নত প্রশিক্ষণ এবং উচ্চতর ডিগ্রী অর্জনের সুযোগ।


মান্নার আম্মাজান | Movie Review

কিছু কিছু সিনেমা তৈরি হয় সেই সিনেমায় অভিনীত কলাকুশলীদের জন্যই,সব সময়ের জন্য মানুষের মনে গেঁথে যায় নাহ এই সিনেমা তাকে ছাড়া হতোই না।ঠিক তেমনি বাংলাদেশের সুপরিচিত অভিনেতা প্রয়াত “এস এম আসলাম তালুকদার” উরফে মান্নার ঝুলিতে যদি এমন সিনেমা থেকে থাকে সেটা হবে “আম্মাজান”

ডিপজল খুব ভালো সুনাম তার নেই কিন্তু এমন গল্প মন থেকে লিখার জন্য সে অবশ্যই প্রশংসা দাবিদার 👏 তখনকার সময়ে এই সিনেমার দারুণ জনপ্রিয়তা ছিলো যদিও আমি মুক্তি সালে সিনেমাটি দেখি নাই দেখেছিলাম আরো পরে।এমন রাজকীয় পরিচালনার জন্য “কাজী হায়াৎ” সে বছর পায় দেশের সব চেয়ে পুরষ্কার জাতীর চলচ্চিত্র পুরষ্কার। এছাড়া গল্পের মূল চরিত্র “বাদশা” পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার।ও হ্যা এই সিনেমার একটা গান যা এতোটাই জনপ্রিয় হয়েছিলো যার প্রভাব আজো দেখা যায়, এমন একটা মানুষ পাওয়া যাবে না যে এই গানটা পছন্দ করেন না,আমারও অনেক পছন্দের তাই নিজেই গানটা গাওয়ার চেষ্টা করেছি আর পেরেছিলাম যদিও আমি শিল্পী না কিন্তু মন থেকে গেয়েছিলাম কিছু মানুষ পছন্দও করেছিলেন 😁

মান্নার অনেক গুলো ছবি আমি দেখেছি কিন্তু আম্মাজান সব থেকে বেশির সেরা এছাড়া তার অভিনীত কষ্ট সিনেমাটিও দারুণ।আসলেই এই আম্মাজান সিনেমা নিয়ে বলা শুরু করলে তা শেষ হবে না,এর একটাই কারণ দারুণ অভিনয়,দারুণ গল্প,দারুণ পরিচালনা,দারুণ সব গান সব মিলিয়ে বাংলাদেশের একটি সিনেমা যা আসলেই সম্পদস্বরুপ আকারে থাকবে সব সময়।

অভিনয়সংক্ষেপ-
শাবনামঃ শাবনাম ম্যাডামের পরিচিতি অভিনয় দক্ষতা দেশের কারো অজানা না।সেই পাকিস্তান আমল থেকেই তার জনপ্রিয়তা বহুবার পাকিস্তান দাবী করেছেন শাবনাম পাকিস্তানী শিল্পী কিন্তু শাবনাম ম্যাডাম এ কথা মানতে নারাজ।উর্দু, হিন্দি,বাংলা সব ধরণের সিনেমার জন্য তিনি ছিলেন সর্বেসর্বা। আজা সানাম,দিওয়ানা,লোহা,টাইস অফ ব্লাড সিনেমার গুলো জন্য তিনি ছিলেন বেশ পরিচিত।এই সিনেমায় তাকে দেখা যাবে একজন মমতাময়ী মা হিসেবে যে তার সন্তানের সাথে ২২বছর যাবত কথা বলে না,দেখা যাবে বিভিন্ন ধরণের এক্সপ্রেশনের আসা যাওয়া যেগুলো আপনাকে করবে পুলকিত।

মান্নাঃ একটু শহর কেন্দ্রিক বর্বরতা ধাচের সিনেমার জন্য মান্নার দারুণ সুনাম রয়েছেন অনেক আগে থেকেই।তার ভক্ত সংখ্যা এ কারণেই আজো বেশ অনেক।সন্ত্রাসী কর্মকাণ্ড কেমন হতে পারে কেমন হতে পারে একজনের প্রভাব তা আসলে মান্না তার সিনেমায় সেভাবে উপস্থাপন করতে পারেন আমার মনে হয় না উনার মতো ভালো কেউ করতে পারবেন।এতো দারুণ অভিনয় চলচ্চিত্রপ্রেমী মানুষ হয়তো সব সময় মনে রাখবে।এখন হয়তো অনেকে মান্নার কিছু কুরুচিপূর্ণ মানহীন সিনেমার কথা বলবেন! তখন আমি বলবো ভাই বেছে বেছে ভালো জিনিষটা খান শান্তি পাবেন।এই সিনেমায় আপনি মান্নার অভিনয়ে মুগ্ধ হবে ১০০% নিশ্চিত 

কাহিনীসংক্ষেপঃ
লাল মিয়া একটি কারখানার সুপারভাইজার হিসেবে কাজ করেন,এক দুর্ঘটনায় সে বৈদ্যুতিক শক খেয়ে মারা যান।লাল মিয়ার স্ত্রী জাহানারা এবং পুত্র সন্তান তখন কি করবে ভেবে পাচ্ছিলো না সাহায্যের জন্য কারখানা মালিকের কাছে তারা যায় এবং লাঞ্ছিত হয় বাদশার মা আর নিজের সামনে নিজের মায়ের এমন অপমান সহ্য করতে না পেরে আইন নিজের হাতে তুলে নেন নাবালক বাদশা কিন্তু বাদশা নাবালক হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে করেন তার মাকে কিন্তু বাদশা মাকে ছাড়তে নারাজ সেও তার মার সাথে জেলে চলে যায় আর পাড় করেন ২২টি বছর কিন্তু এই ২২ বছরের জাহানারা তার ছেলের সাথে একটা কথাও বলে নাই। জেল থেকে বের হবার পরে কেমন হয় বাদশা এবং তার মায়ের পরবর্তী জীবন! বাকি গল্পের খননের কাজ সম্পন্ন করতে হলে অবশ্যই দেখতে হবে আপনাকে সাড়া জাগানো সিনেমা “আম্মাজান” যারা আজ অবধি দেখেন নি অবশ্যই দেখে নিবেন নাহলে আসলেই পরে দেখা শেষ করে আফসোস করবেন কেনো এতো দিন দেখি নাই 

চলুন জেনে আসি সিনেমাটির জন্য ক্যামেরার সামনে এবং পেছনে কাদের কাদের অবদান ছিলো



“আম্মাজান”
পরিচালকঃ কাজী হায়াৎ
রচয়িতাঃ মনোয়ার হোসেন ডিপজল
প্রযোজকঃ মনোয়ার হোসেন ডিপজল
শ্রেষ্ঠাংশেঃ শাবনম,মান্না,মৌসুমী,আমিন খান
মনোয়ার হোসেন ডিপজল,মিজু আহমেদ আরো অনেকে।
ধরণঃ ড্রামা,ক্রাইম,অ্যাকশন।
ব্যাপ্তিকালঃ ১৪৫ মিনিট
মুক্তিসালঃ ২৫ জুন, ১৯৯৯ইং
দেশঃ বাংলাদেশ
আইএমডিবিঃ ৮.৩/১০
ব্যক্তিগত মতামতঃ ৯.৮/১০

ডাউনলোড করুন আম্মাজান মুভি | ammajan bangla movie full

[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://r1—sn-cqi0c-q5jl.googlevideo.com/videoplayback?signature=D52A9526E6D8EC4E4CBC73C2837A0A329FC6C582.A20376C30988D389745317FC9ABE676DA8822A4E&sparams=clen%2Cdur%2Cei%2Cgir%2Cid%2Cinitcwndbps%2Cip%2Cipbits%2Citag%2Clmt%2Cmime%2Cmm%2Cmn%2Cms%2Cmv%2Cpl%2Cratebypass%2Crequiressl%2Csource%2Cexpire&itag=18&mm=31%2C29&mn=sn-cqi0c-q5jl%2Csn-npoe7n7s&id=o-AGkas61T-IBCjt4nb3dBcogeeasha7H0NRN1uDbGb95k&source=youtube&ip=118.179.72.21&ipbits=0&pl=18&mv=m&ei=nLbZWq_kOceyoQOBqKuQCg&ms=au%2Crdu&lmt=1517959700367810&c=WEB&fvip=5&dur=7827.493&ratebypass=yes&clen=527669219&expire=1524239101&mt=1524217422&mime=video%2Fmp4&gir=yes&key=yt6&initcwndbps=315000&fexp=23724337&requiressl=yes&title=Popular%20Bangla%20Movie_%20Ammajaan%20_%20Manna%2C%20Moushumi%2C%20Dipjol%20_%20Full%20Bangla%20Movie” target=”blank” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”” icon_type=”” nofollow=”0″]

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

Jobs in Bangladesh Power Development Board:

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

পদের নাম ও বেতন:

১)উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ/যান্ত্রিক/ইলেকট্রনিক্স/পাওয়ার/সিভিল) = ১৬০০০-১৬৮০০-১৭৬৪০-১৮৫৩০-১৯৪৬০-২০৪৪০-২১৪৭০-২২৫৫০-২৩৬৮০-২৪৮৭০-২৬১২০-২৬১২০-২৭৪৩০-২৮৮১০-৩০২৬০-৩১৭৮০-৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৮০ টাকা (এনপিএস’২০১৫) টাকা এবং অন্যান্য প্রচলিত ভাতাদি।