-

এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি SSC Result 2018 Challenge

এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ ৭ মে ২০১৮ থেকে ১৩ মে ২০১৮ পর্যন্ত চলবে। এবার এসএসসি পরিক্ষার পাশের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গত বারের চেয়ে এবার পাসের হার কমেছে। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। তবে এবার গতবারের চেয়ে জিপিএ ৫ বেড়েছে। এবার মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। গতবার পেয়েছিল ১ লাখ চার হাজার ৭৬১ জন। ০৬ মে ২০১৮ তারিখ প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে যারা আশানুরুপ ফলাফল পাননি তারা চাইলে ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালঞ্জ) করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ফলাফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য…

এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ এর পদ্ধতি


  • এসএসসি ফলাফল শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে প্রার্থীর রোল নম্বর লিখে <Space> দিয়ে Subject Code লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এক্ষেত্রে প্রতিটি বিষয় বা প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।
  • ফিরতি SMS এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RCS লিখে <Space> দিয়ে YES লিখে <Space>  দিয়ে PIN Number লিখে <Space>  দিয়ে Contact Number লিখে Send করুন ১৬২২২ নম্বরে।
  • একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবেঅ এক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে (,) দিয়ে লিখতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ মে ২০১৮।

SSC Result 2018 Rescrutiny Program Subject Name & Code:




  • BANGLA – 101
  • ENGLISH – 107
  • MATHEMATICS – 109
  • GEOGRAPHY AND ENVIRONMENT – 110
  • ISLAM AND MORAL EDUCATION – 111
  • HIGHER MATHEMATICS – 126
  • SCIENCE – 127
  • AGRICULTURE STUDIES – 134
  • PHYSICS – 136
  • CHEMISTRY – 137
  • BIOLOGY – 138
  • CIVICS AND CITIZENSHIP – 140
  • BUSINESS ENTREPRENEURSHIP – 143
  • ACCOUNTING – 146
  • PHYSICAL EDUCATION, HEALTH, AND SPORTS – 147
  • HOME SCIENCE – 151
  • FINANCE AND BANKING – 152
  • HISTORY OF BANGLADESH AND WORLD CIVILIZATION – 153
  • INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY – 154
  • CAREER EDUCATION – 156

সর্বশেষ প্রকাশিত