পুলিশ সুপার কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

পুলিশ সুপার কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৭টি পদে মোট ১১ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-

পদসমূহের বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ

১)সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ২ টি পদ।
বেতন: উক্ত পদে বেতন দেওয়া হবে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
বয়সসীমা: ৩১ মে ২০১৮ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।

সিদ্ধার্থ গৌতম বুদ্ধ্যের জানা অজানা গল্প

গৌতম বুদ্ধ্যা ছিলেন একজন শিক্ষক এবং আধ্যাতিক জগতের নেতা, যিনি বুদ্ধো ধর্মের ভিত্তি স্থাপন করেছিলেন, ৬ষ্ঠ শতাব্দিতে নেপালে জন্ম গ্রহন করেন।

গৌতম বুদ্ধ্যা কে ছিলেন?

সিদ্ধারথা গৌতম, কে বা জানত যে একদিন সিদ্ধারথা গৌতমকে সবাই বুদ্ধ্যা হিসেবে জানবে, ষষ্ঠ বা চতুর্থ শতাব্দির সময়ে নেপালে জন্ম গ্রহন করেছিলেন। পণ্ডিতরা একমত হয়ে বলেন যে তার জিবন বুদ্ধোদের সত্যের পথ দেখায়, তার জিবনের প্রত্যেকটি ধাপ এখনো বিতর্কিত ভাবে বুদ্ধো ধর্মের প্রত্যেককে উজ্জিবিত করে। তার জিবনের সবচেয়ে ব্যাপক পরিচিত কাহিনী অনুযায়ী, বহু বছর ধরে গভির ধ্যানে মগ্ন হয়ে বিভিন্ন শিক্ষার উপর পরিক্ষা নিরিক্ষার জন্য গৌতম অনেকগুলো ভয়াবহ  রাত কাটিয়েছিলেন। তিনি ধ্যানের মাধ্যমে যে সমস্ত উত্তর খুজছিলেন সেগুলো স্পষ্ট হয়ে ওঠে এবং তিনি পুর্ণ সচেতনতা অর্জন করেন, যার ফলে তিনি একজন বুদ্ধ হয়ে ওঠেন।

কখন গৌতম বুদ্ধা জন্ম গ্রহন করেছিলেন?

৬ষ্ট শতাব্দিতে নেপালে জন্ম গ্রহন করেন ।

গৌতম বুদ্ধার জীবনী

“বুদ্ধ” বা “আলোকিত এক” বা (যার অর্থ লক্ষ অর্জন করা) ষষ্ঠ শতাব্দিতে গৌতম নামে এক প্রসিদ্ধ গোত্রে জন্ম গ্রহন করেন।তার পিতা ছিলেন একজন রাজা যিনি উপজাতির শাসন করতেন, এবং তিনি অর্থনৈতিকভাবে দরিদ্র ছিলেন। গৌতম বুদ্ধা জন্মের সাত দিন পর তাঁর মা মারা যান, কিন্তু একজন তরুন ধার্মিক ব্যাক্তি হিসেবে ভবিষ্যতে কেই বা জানত যে তিনিই হবেন একজন মহান রাজা বা আধ্যাতিক নেতা। সিদ্ধার্থের বাবা তাঁর পুত্রসন্তানকে একটি প্রাসাদে ঐশ্বর্য এবং ধনাঢ্যতার সাথে বড় করেছেন যেই প্রাসাদটি শুধুমাত্র সেই সন্তানের জন্য করা হয়েছিলো, এবং তাকে ধর্মকর্ম এবং যাবতীয় কায়িক পরিশ্রম থেকে দূরে রেখেছিলেন। প্রথা অনুযায়ি, গৌতম বুদ্ধ মাত্র ১৬ বছর বয়সে বিবাহ করেন, কিন্তু তার জীবনের নিঃসঙ্গতা অন্য ১৩ বছরের জন্য অব্যাহত ছিল। আর একটি মত অনুসারে ২৮ বছর বয়সে তাকে সংসারের প্রতি মনযোগী করার জন্য তার পিতামাতা তাকে রাজকন্যা যশধরার সাথে বিয়ে দেন। অতঃপর পুত্র রাহূল জন্মগ্রহণ করে। তিনি নিজের এই নিশ্চিন্ত বিলাসী ক্ষয়িষ্ণু জীবন যাপনে বীতশ্রদ্ধ হয়ে পড়েন। বুঝতে পারেনকি অন্তঃসারশূণ্য তার এই জীবন। তাই পুত্র রাহূলের বয়স যখন মাত্র ৭ দিন তখন গৌতম বুদ্ধ যাবতীয় মানবীয় বন্ধন ছিন্ন করে শান্তি আর পুর্নজন্মের শিকল হতেমুক্তির খোঁজে সংসার ত্যাগ করেন। বিশ বছর বয়সে তার পিতা গৌতম বুদ্ধ বুদ্ধত্ব অর্জন করে কপিলাবস্তু তে ফিরে আসলে পুত্র পিতার কাছ থেকে দীক্ষিত হয়ে বৌদ্ধ ভিক্ষুতে পরিণত হন। এবার একটা গল্প শোনা যাক; অবশ্য সত্যিও হতে পারে। সাধারনত প্রত্যেক ধর্মেই কিছু গল্প থাকে। সত্য-মিথ্যা যাই হোক কথিত আছে, একদিন রাজকুমার সিদ্ধার্থ বেড়াতে বের হলে ৪ জন ব্যাক্তির সাথে তার সাক্ষাত হয়। প্রথমে তিনি একজন বৃদ্ধ মানুষ, অতঃপর একজন অসুস্থ মানুষ এবং শেষে একজন মৃত মানুষকে দেখতে পান। তিনি তার সহিস চন্নকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে চন্ন তাকে বুঝিয়ে বলে যে এটিই সকল মানুষের নিয়তি। আবার আরেকদিন তিনি চন্নকে নিয়ে বের হলেন। এবারে তিনি দেখা পেলেন একজন সাধুর, যার মাথা মুড়ানো এবং হলুদ রং এর জীর্ন পোশাক পরা। চন্নকে জিজ্ঞেস করলে সে বলে উনি একজন সন্নাসী, যিনি নিজ জীবন ত্যাগ করেছেন মানুষের দুঃখের জন্য। সেদিন রাত্রেই ঘুমন্ত স্ত্রী, পুত্র, পরিবারকে নিঃশব্দ বিদায় জানিয়ে তিনি প্রাসাদ ত্যাগ করেন। সাথে নিলেন  চন্নকে। প্রাসাদ থেকে বেরিয়ে বনের শেষ সীমায় পৌছে তিনি থামলেন। তলোয়ার দিয়ে কেটে ফেললেন তার লম্বা চুল। অতঃপর চন্নকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করলেন আলোকের খোঁজে, মাত্র ২৯ বছর বয়সে। দুঃখ ও দুঃখের কারণ সমন্ধে জানতে সিদ্ধার্থ যাত্রা অব্যাহত রাখেন। প্রথমে তিনি আলারা নামক একজন সন্নাসীর কাছে যান। তার উত্তরে সন্তুষ্ট হতে না পেরে তিনি যান উদ্দক নামক আর একজনের কাছে। কিন্তু এখানেও কোনো ফল পেলেন না। এভাবে কিছু দিন যাবার পর তিনি মগধের উরুবিল্ব নামক স্থানে একটি গাছের নিচে ধ্যান শুরু করেন। কঠোর সাধণার ফলে তার শরীর ক্ষয়ে যায়। কিন্তু এ তপস্যায় তিনি ভয়, লোভ ও লালসাকে অতিক্রম করে নিজের মনের উপর সম্পুর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে সক্ষম হলেন। সহসা তিনি বুঝতে পারলেন এভাবে আলোকলাভ হবেনা। তিনি তাই আবার খাদ্য গ্রহণের সিদ্ধান্ত নিলেন। সুগত নাম্নী এক নারীর কাছ হতে তিনি এক পাত্র দই আহার করলেন। অতঃপর তিনি নদীতে স্নান করে পুনরায় ধ্যাণে বসেন। অবশেষে কঠোর তপস্যার পর তিনি আলোকপ্রাপ্ত হলেন। তিনি দুঃখ, দুঃখের কারন, প্রতিকার প্রভৃতি সমন্ধে জ্ঞান লাভ করলেন। বুদ্ধের মৃত্যুর পরে ভারতীয় উপমহাদেশ সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রসার হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মায়ানমার, চীন, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া সহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশে এই ধর্মবিশ্বাসের অনুসারী রয়েছে।

Lord Buddha Quotes (উদ্ধৃতি

  • আপন আপন উদ্দ্যেশ্যকে পুরো হৃদয় ও আত্না দিয়ে খুজতে হয়।
  • “স্বাস্থ্য হল সর্বশ্রেষ্ঠ উপহার, সন্তুষ্টি সর্বাধিক সম্পদ, বিশ্বস্ততা সর্বোত্তম সম্পর্ক
  • চলুন আমরা জেগে উঠি এবং কৃতজ্ঞ হই, যদিও আমরা বেশি শিখি নি অন্তত একটু শিখি, যদিও আমরা একটুও না শিখি অন্তত পথভ্রষ্ট না হই, যদিও আমরা পথভ্রষ্ট হই অন্তত পথভ্রষ্ট থাকাকালীন সময়ে না মরি।
  • আমরা যা চিন্তা করি তাই ই, আমাদের চিন্তা চেতনার সাথে সব কিছু জেগে উঠে, এবং তা দিয়ে আমরা পৃথিবি তৈরি করি।
  • রাগ করা হল একটী কয়লার মত,যেটি অন্যের উদ্দ্যেশ্যে ছুরে ফেলা হলে নিজেই এর ফুল্কায় দগ্ধ হবে।
  • নিজের মনকে সঠিক পথে পরিচালিত কর অতঃপর একদিন মন তোমায় সঠিক পথে পরিচালিত করবে।

Quick Facts:

Name: Buddha

Occupation: Religious Figure

Birth Date: c. 600 BCE

Death Date: c.300 BCE

Place OF Birth: Lumbini, Nepal

Place OF Death: India

Also Known As Shakyamuni Buddha

Originally: Siddhartha Gautama

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। শিক্ষক ও কর্মচারী পদে মোট ১১ জনকে এই নিয়োগ দেয়া হবে। পদসমূহের সম্পর্কে বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া নিচে বর্ণনা করা হল এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ আবেদন ফরম ডাউনলোডের অপশন দেয়া অাছে। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

পদসমূহের বিস্তারিত তথ্য:

১)অধ্যাপক (কৃষি অর্থসংস্থান ও সমবায়) = ১টি পদ।
শিক্ষাগত যোগ্যতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট অনুষদ  হইতে ন্যূনতম জিপিএ ৩.৫ সহ স্নাতক সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা স্বীকৃত অন্য কোন বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান হইতে সমমানের জিপিএ বা প্রথম শ্রেণীসহ সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি। এসএসসি ও এইসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৪.৫ থাকতে হবে। কোন স্বীকৃত জার্নালে ১৫টি প্রকাশনা, তন্মধ্যে সহযোগী অধ্যাপক হিসাবে ৫টি প্রকাশনা থাকিতে হইবে।
বেতন: উক্ত পদের জন্য ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা দেয়া হবে।

২)সহযোগী অধ্যাপক = অধ্যাপক পদের বিকল্প।
শিক্ষাগত যোগ্যতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট অনুষদ  হইতে ন্যূনতম জিপিএ ৩.৫ সহ স্নাতক এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা স্বীকৃত অন্য কোন বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান হইতে সমমানের জিপিএ বা প্রথম শ্রেণীসহ সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি। এসএসসি ও এইসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৪.৫ থাকতে হবে। কোন স্বীকৃত জার্নালে ৭টি প্রকাশনা, তন্মধ্যে সহযোগী অধ্যাপক হিসাবে ৩টি প্রকাশনা থাকিতে হইবে।
বেতন: উক্ত পদের জন্য ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা দেয়া হবে।

৩)সহকারী অধ্যাপক = কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন (১টি), ফসল উদ্ভিদবিদ্যা (১টি), কৃষিতত্ত্ব (১টি), জেনেটিক্স এন্ড ফিস ব্রিডিং (১টি), মেডিসিন (১টি) পদ।
শিক্ষাগত যোগ্যতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট অনুষদ  হইতে ন্যূনতম জিপিএ ৩.৫ সহ স্নাতক এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা স্বীকৃত অন্য কোন বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান হইতে সমমানের জিপিএ বা প্রথম শ্রেণীসহ সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি। এসএসসি ও এইসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৪.৫ থাকতে হবে।
বেতন: উক্ত পদের জন্য ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ০১০ টাকা দেয়া হবে।

৪)প্রভাষক = কীটতত্ত্ব (১টি), অ্যানিমেল সায়েন্স এন্ড নিউট্রিশন (১টি), ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স (১টি) পদ।
শিক্ষাগত যোগ্যতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট অনুষদ  হইতে ন্যূনতম জিপিএ ৩.৫ সহ স্নাতক বিষয়ে স্নাতকোত্তর অথবা স্বীকৃত অন্য কোন বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান হইতে সমমানের জিপিএ বা প্রথম শ্রেণীসহ সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি। এসএসসি ও এইসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৪.৫ থাকতে হবে।
বেতন: উক্ত পদের জন্য ২২ হাজার  থেকে ৫৩ হাজার ০৬০ টাকা দেয়া হবে।

৫)ইলেকট্রিশিয়ান = ১টি পদ।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/সমমানের জিপিএ-সহ এইসএসসি পাশ এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ৬ মাস মেয়াদে বিদ্যুতে ট্রেড সার্টিফিকেট পাশ।  বয়সসীমা ৩০ বছর।
বেতন: উক্ত পদের জন্য ১১ হাজার  থেকে ২৬ হাজার ৫৯০ টাকা দেয়া হবে।

৬)নিরাপত্তা প্রহরী = ১টি পদ।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে  দ্বিতীয় বিভাগ/সমমানের জিপিএ-সহ এইসএসসি পাশ এবং বয়সসীমা ৩০ বছর।
বেতন: উক্ত পদের জন্য ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা দেয়া হবে।

আবেদনের সময়সীমা: ২৪ মে ২০১৮ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: শিক্ষক ও কর্মচারী পদে আবেদনের নির্ধারিত ফরম পূরন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৬ এর বরাবর আবেদন পত্র পাঠাতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন :



[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1fr8GbvfVUZn2TXjckp_jug-ABoMU1GY0″ target=”_self” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]

শিক্ষক নিয়োগ ফরম

[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1h5v61FHXfI_CatuiJ0nZhS8TTX6NQUWo” target=”_self” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]

কর্মচারী নিয়োগ ফরম

[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1R6ESL01M_0E5aHa8uwo-Vhg5nwHQWB7b” target=”_self” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন

আমাদেরকে টুইটারে ফলো করেন

Post Related Things: বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগ,bd govt jobs,all jobs bd newspaper,ngo job circular,bd job news bangla,bd govt chakrir khobor,engineering job in Bangladesh,job bangladesh 2018,job at Bangladesh,job circular in Bangladesh,job opportunities in Bangladesh,top jobs in Bangladesh,news paper jobs,bangladesh job news,job news Bangladesh,saptahik chakrir khobor,weekly job newspaper in bangladdesh,recent job circularbd job news com,job news bd,bd job news today,recent job circular in Bangladesh,চাকরির খবর ২০১৮ সরকারি,সরকারী চাকরির খবর,চাকরির খবর ,আজকের চাকরির খবর,চাকরির ডাক,চাকরির পত্রিকা আজকের,নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,নিয়োগ বিজ্ঞপ্তি 2018,daily education,চাকরির খবর পত্রিকা,চাকরির খবর ২০১৮ সরকারি,চাকরির খবর ২০১৮,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,সাপতাহিক চাকরির খবর.com,সপ্তাহিক চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt,নিয়োগ বিজ্ঞপ্তি 2018,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০১8,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2018,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ২ টি বিভাগে মোট ছয়জন প্রভাষক নিয়োগ দিবে ইসলামী বিশ্ববিদ্যালয়।

পদসমূহের বিস্তারিত তথ্য:

বিভাগের নাম: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি = ৪টি পদ।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৯ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষার যেকোনো একটিতে ৩.৫০ এবং অন্যটিতে ৩.২৫ (৪-এর মধ্যে) থাকতে হবে। তবে এমফিল অথবা পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য। উক্ত বিভাগে প্রভাষক পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন: নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

পৌরসভা কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশের সকল পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এক সঙ্গে পড়তে চোখ রাখুন আমাদের এই পেজে।  পৌরসভা কার্যালয়ের সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হল:

আকিজ কলেজিয়েট স্কুলের চাকরির খবর

আকিজ কলেজিয়েট স্কুলে প্রভাষক, গ্রন্থাগারিক এবং কম্পিউটার অপারেটর পদে মোট তিন জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

পদ সমূহের বিস্তারিত তথ্য:

১)প্রভাষক: ইংরেজি, সমাজবিজ্ঞান, হিফজুল কুরআন, গণিত, পদার্থ বিজ্ঞান, ইসলামী শিক্ষা এবং বাংলা।

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স। যে কোন দুটিতে ১ম শ্রেণী থাকতে হবে। হিফজুল কুরআন-এর ক্ষেত্রে কেবলমাত্র হাফেজ এবং ইংরেজী বা ইসলামী শিক্ষায় অনার্সসহ মাস্টার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা জীবনে কোন তৃতীয় গ্রহণযোগ্য হবে না।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টি এসিস্টেন্স প্রপেসর, সিনিয়র লেকচারার, লেকচারার পদে ৮ জন, গণিত এবং প্রাকৃতিক বিজ্ঞানের সহকারি শিক্ষক এবং একাডেমিক অ্যাডভার্টাইজিং অফিসার পদে নিয়োগ দেবে।

একাডেমিক অ্যাডভার্টাইজিং অফিসার পদের প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে মাস্টার্স উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনের (www.bracu.ac.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখান থেকে বিস্তারিত জানা যাবে।

আবেদনের সময়সীমা: ২৯ এপ্রিল-২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে। শুধুমাত্র এসিস্টেন্স প্রপেসর, সিনিয়র লেকচারার, লেকচারার পদের জন্য আবেদনের সময় সীমা ২০ মে ২০১৮ পর্যন্ত।

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন

আমাদেরকে টুইটারে ফলো করেন

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিনিয়র এক্সিকিউটিভ-এইচআর পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচআরএমে এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

What is cloud computing? ক্লাউড কম্পিউটিং কি? -বিস্তারিত জানুন

ক্লাউড কম্পিউটিং কি? ধরুন আপনার এখন ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য ম্যাটল্যাব সফটওয়্যাটি দরকার কিন্তু আপনার পিসিতে তা নেই । তাই আপনি ইন্টারনেটের মাধ্যমে কোন একটি সার্ভিস প্রভাইডারের কাছে ফ্রি অথবা অর্থের বিনিময়ে কানেক্ট হবেন যা আপনাকে ম্যাটল্যাব সফটওয়্যাটির ইনভাইরনমেন্ট দেবে ব্যবহারের জন্য ।

অথবা, আপনার ১৬/ ৩২ কোর প্রসেসরের প্রসেসিং পাওয়ার দরকার হতে পারে কোন বড় ক্যালকুলেশনের জন্য কিংবা মেশিন লার্নিং এর বড় কোন মডেল রান করার জন্য , যা আপনার / আমার মত গরিবের পক্ষে দিবাস্বপ্নের মত । কিন্তু সেই জন্য কি আমরা মেশিন লার্নিং শিখতে পারবো না ? অবশ্যই পারবো । আর এই জন্য আমরা ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে (সাধারন পিসি থেকেই) কমমূল্য দিয়েই (হয়ত ঘন্টা হিসেবে) ঐ সার্ভিস পেতে পারি নেটওয়ার্কের মাধ্যেমে কানেক্টেড থেকে।

এটাই হলো ক্লাউড কম্পিউটিং। এটি একটি ভার্চুয়াল কম্পিউটার। অর্থাৎ কম্পিউটার এর যন্ত্রাংশ আপনি দেখতে পাবেন না কিন্তু যেকোনো স্থান থেকে এবং যেকোনো কম্পিউটিং ডিভাইজ থেকে একে রিমোট কন্ট্রোল এর মতো করে ব্যবহার করতে পারবেন। যেখানে আপনি ইচ্ছা মতো কনফিগারেশন করতে পারবেন এবং সকল উচ্চ মান এর কাজ করতে পারেন ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে। এখানে আপনি হাজার হাজার তথ্য সংরক্ষন করে রাখতে পারবেন। এমন সব কিছুই করতে পারবেন যা আপনার টেবিলে থাকা কম্পিউটার টি দিয়ে আপনি করেন। আপনার শুধু দরকার হবে একটি  ইন্টারনেট সংযোগ।

তাহলে এককথায় ক্লাউড কম্পিউটিং হলঃ কম্পিউটারের রিসোর্স গুলো মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সার্ভিস গুলো নেটওয়ার্ক এর মাধ্যমে প্রদান করা

ইউজার এর উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং মূলত ৪ ধরনের হয়ে থাকেঃ

1. Public cloud: এক ধরনের ক্লাউড সার্ভিস যা সাধারন জনগন ব্যবহার করতে পারবে।
2. Private cloud: যেটা শুধু কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের জনগন ব্যবহার করতে পারবে।
3. Hybrid cloud: এটা পাবলিক এবং প্রাইভেট দুইটার সংমিশ্রণে তৈরি।
4. Community cloud: এটা একাধিক প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে।


সার্ভিসের উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যেতে পারেঃ

1. IaaS (Infrastructure-as-a-Service): এতে অবকাঠামো বা Infrastructure ভাড়া দেয়া হয়। যেমন, কারো যদি একটা মেশিন লাগে তার কাজের জন্য তাহলে ভার্চুয়ালি সেই মেশিন ভাড়া দেয়া হয় কিংবা নেটওয়ার্কিং সেবা দেয়া হয়।
2. PaaS (Platform-as-a-Service): এতে প্লাটফর্ম ভাড়া দেয়া হয়। যেমনঃ অপারেটিং সিস্টেম, ডাটাবেজ কিংবা কোনো সার্ভার বা মনিটরিং সিস্টেম।
3. SaaS (Software-as-a-Service): এটা হচ্ছে ক্লাউডে চলা কোনো সফটওয়ার যেটা ইউজাররা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ব্যবহার করতে পারেন তাদের মোবাইল ফোন কিংবা পিসির সাহায্যে। এদের এক কথায় ওয়েব সার্ভিস ও বলা যায়।

cloud model
Cloud Service Model

ক্লাউড কম্পিউটিং এর সুবিধাঃ

  • কম খরচঃ যেহেতু এতে আলাদা কোন সফটওয়্যার কেনার প্রয়োজন হয় না বা কোন হার্ডওয়্যার এর প্রয়োজন হয় না। তাই স্বাভাবিক ভাবে খরচ কম হবেই।
  • সহজে ব্যবহারঃ ক্লাউড কম্পিউটিং এর কাজ গুলো যেকোনো স্থানে বসেই মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যায় তাই এটা সহজে ব্যবহার যোগ্য।
  • সফটওয়্যার ব্যবহার: ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে অনেক উচ্চমান সম্পূর্ণ কাজ করা সম্ভব। এবং প্রয়োজনীয় সকল সফটওয়্যার ব্যবহার করা সম্ভব যা হয়তো আপনাকে আলাদা টাকা দিয়ে কিনতে হতে পারত।
  • অটো সফটওয়্যার আপডেটঃ ক্লাউড কম্পিউটিং এর সফটওয়্যার গুলো আপনার আপডেট করার প্রয়োজন নেই। এগুলো অটো আপডেট হয়ে থাকে। তাই আলাদা ভাবে এটা মেইনটেন্স এর খরচ লাগে না।
  • যতটুকু ব্যবহার ততটুকু খরচঃ ক্লাউড কম্পিউটিং এ আপনি যত টুকু ব্যবহার করবেন শুধু মাত্র ততটুকুর জন্য পয়সা আপনাকে দিতে হবে। যেটা কিনা ডেস্কটপ কম্পিউটিং এ সম্ভব না।
  • ডকুমেন্ট কন্ট্রোলঃ মনে করুন কোন একটা অফিসে যদি ক্লাউড কম্পিউটিং না ব্যবহার করে তবে সেই অফিসের ডকুমেন্ট সমূহ কন্ট্রোল করতে বা এক স্থান থেকে অন্য স্থানে নেবার জন্য আলাদা লোকের প্রয়োজন হবে কিন্তু ক্লাউড কম্পিউটিং এ সেই ধরনের কোন সমস্যা নেই। অতিরিক্ত লোক ছারাই সকল ডকুমেন্ট কন্ট্রোল করা যায়।
  • ডাটা সংরক্ষন: একসাথে অনেক ডাটা সংরক্ষন করা সম্ভব। এবং সেই ডাটা কখনই হারিয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। ক্লাউড কম্পিউটিং কোম্পানি গুলোর অনেক ডাটা সেন্টার থাকে। তাই আপনার ডাটা নিয়ে আপনাকে কনো চিন্তা করতে হবে না।
  •  সিকিউরঃ আপনার চেয়ে আপনার ডাটার সিকিউরিটি বেশি আপনি গুম হয়ে যাইতে পারেন যেকোনো মুহূর্তে কিন্তু আপনার ডাটা গুম হওয়ার ভয় নেই। আপনার যদি অনেক বেশি ডাটা থাকে আপনি হয়ত আলাদা হার্ডডিস্ক ব্যবহার করে ব্যাক আপ রাখলেন। কিন্তু সেই হার্ডডিস্ক যে ক্র্যাশ করবেনা সেই গ্যারান্টি নাই। আবার অন্য কোনোভাবেও আপনি ডাটা হারিয়ে ফেলতে পারেন। কিন্তু ক্লাউডে আপনার এই ভয় নেই। আপনার ডাটা রক্ষার গ্যারান্টি ক্লাউড আপনাকে দিবে। সুতরাং এই সুযোগে আপনি নিজের দিকে একটু বেশি খেয়াল রাখার সময় ও পাবেন। 🙂

ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা:

১। আপনার তথ্য যদি ক্লাউডে রাখেন, তাহলে সেই তথ্যের গোপনীয়তা ভঙ্গের সম্ভাবনা থাকে। আপনার মহামুল্যবান তথ্য আরেক জনের হাতে তুলে দিচ্ছেন সে যে আপনার তথ্য নিয়ে গবেষণা করবে না তার কি গারান্টি আছে ? তবে সব কম্পনির ক্ষেত্রে এটা সঠিক নয়।
২। তথ্য করাপ্টেড হয়ে যেয়ে পারে নিমিষে।
৩। পর্যাপ্ত নিরাপত্তা নাও থাকতে পারে ।
৪। তথ্য ফাঁস হবার সম্ভাবনা।

ক্লাউড কম্পিউটিং এর কয়েকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন এবং সার্ভিসঃ

Outright: হল একটি ফাইনান্স অ্যাপ্লিকেশন। এটা ছোট খাট বিজনেসের আকাউন্ট এর কাজে ব্যবহার করা হয়। বিজনেসের প্রফিট, লস, আয়, ব্যয় ইত্যাদির খরচ খুব সহজে করা যায়।
Google Apps; গুগল অ্যাপস অনেক সুবিধা দেয় যেমনঃ ডকুমেন্ট তরি করা, স্প্রেডশিড তৈরি, স্লাইড শো তৈরি, ক্যালেন্ডার মেইনটেন্স, পার্সোনাল ইমেইল ইত্যাদি তৈরি করার সুবিধা দেয়।
Evernote: প্রতিষ্ঠানের বিভিন্ন নোট সমূহ খুব সহজে কন্ট্রোল করা, ব্যবহার করা, যেকোনো স্থানে যেই নোট সমূহ ব্যবহার করাতে Evernote খুবই উপকারি।
Quickbooks; Quickbooks এক ধরনের একাউন্ট সার্ভিস। এর মাধ্যমে ক্যাশ নিয়ন্ত্রন করা, বাজেট তৈরি, বিজনেস রিপোর্ট তৈরি ইত্যাদির কাজে খুব ভাল সাপোর্ট দেয়।
Toggl; এটি একটি টাইম ট্র্যাকিং অ্যাপলিকেশন। মূলত প্রোজেক্ট কন্ট্রোল এবং টাইমিং এর জন্য এটা ব্যবহার করা হয়। প্রোজেক্ট তৈরিতে কত সময় লাগলো, কোন খাতে কতটুকু সময় সকল হিসাব এর মাধ্যমে জানা যায়।
Skype; Skype কম্পিউটার কে ফোনে রূপান্তর করে ফেলেছে। বিশ্বের যেকোনো স্থান থেকে কম্পিউটার এর মাধ্যমে কথা বলা, ভিডিও চ্যাট করা ইত্যাদির সুবিধা দিচ্ছে।
DropBox; অনেক দরকারি একটি সার্ভিস। ভার্চুয়াল হার্ডডিস্কও বলতে পারেন। মানে আপনি যেকোনো ধরনের ফাইল রাখতে পারবেন এবং সেটা যেকোনো পিসি থেকে কন্ট্রোল করতে পারবেন খুব সহজে। অন্যের সাথে শেয়ার করতে পারবেন।

আশা করি  ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বিস্তারিত বুঝাতে পেরেছি। এরকম আরও জটিল সব প্রযুক্তির বিস্তারিত ধারনা পেতে আমাদের প্রযুক্তি ক্যাটাগরিতে দেখেুন।

ডিপ্রেশন কে দূর করার ৬ টি গুরুত্বপূর্ণ টিপস।

ডিপ্রেশন কে দূর

ডিপ্রেশন কে দূর করার জন্য ৬ টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য:-

১. বেশি বেশি করে লেখার অভ্যাস করুণ। যে কোনো বিষয় নিয়ে আপনি লিখতে পারেন, হতে পারে আপনার প্রিয় দেশ, প্রিয় শহর, প্রিয় শহর, প্রিয় মানুষ, প্রিয় পরিবেশ, যা কিছু নিয়ে লিখতে ভালোবাসেন, বসে যান লিখতে, আপনার ডিপ্রেশন কমে যাবে।