-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। শিক্ষক ও কর্মচারী পদে মোট ১১ জনকে এই নিয়োগ দেয়া হবে। পদসমূহের সম্পর্কে বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া নিচে বর্ণনা করা হল এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ আবেদন ফরম ডাউনলোডের অপশন দেয়া অাছে। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

পদসমূহের বিস্তারিত তথ্য:

১)অধ্যাপক (কৃষি অর্থসংস্থান ও সমবায়) = ১টি পদ।
শিক্ষাগত যোগ্যতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট অনুষদ  হইতে ন্যূনতম জিপিএ ৩.৫ সহ স্নাতক সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা স্বীকৃত অন্য কোন বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান হইতে সমমানের জিপিএ বা প্রথম শ্রেণীসহ সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি। এসএসসি ও এইসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৪.৫ থাকতে হবে। কোন স্বীকৃত জার্নালে ১৫টি প্রকাশনা, তন্মধ্যে সহযোগী অধ্যাপক হিসাবে ৫টি প্রকাশনা থাকিতে হইবে।
বেতন: উক্ত পদের জন্য ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা দেয়া হবে।

২)সহযোগী অধ্যাপক = অধ্যাপক পদের বিকল্প।
শিক্ষাগত যোগ্যতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট অনুষদ  হইতে ন্যূনতম জিপিএ ৩.৫ সহ স্নাতক এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা স্বীকৃত অন্য কোন বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান হইতে সমমানের জিপিএ বা প্রথম শ্রেণীসহ সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি। এসএসসি ও এইসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৪.৫ থাকতে হবে। কোন স্বীকৃত জার্নালে ৭টি প্রকাশনা, তন্মধ্যে সহযোগী অধ্যাপক হিসাবে ৩টি প্রকাশনা থাকিতে হইবে।
বেতন: উক্ত পদের জন্য ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা দেয়া হবে।

৩)সহকারী অধ্যাপক = কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন (১টি), ফসল উদ্ভিদবিদ্যা (১টি), কৃষিতত্ত্ব (১টি), জেনেটিক্স এন্ড ফিস ব্রিডিং (১টি), মেডিসিন (১টি) পদ।
শিক্ষাগত যোগ্যতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট অনুষদ  হইতে ন্যূনতম জিপিএ ৩.৫ সহ স্নাতক এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা স্বীকৃত অন্য কোন বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান হইতে সমমানের জিপিএ বা প্রথম শ্রেণীসহ সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি। এসএসসি ও এইসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৪.৫ থাকতে হবে।
বেতন: উক্ত পদের জন্য ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ০১০ টাকা দেয়া হবে।

৪)প্রভাষক = কীটতত্ত্ব (১টি), অ্যানিমেল সায়েন্স এন্ড নিউট্রিশন (১টি), ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স (১টি) পদ।
শিক্ষাগত যোগ্যতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট অনুষদ  হইতে ন্যূনতম জিপিএ ৩.৫ সহ স্নাতক বিষয়ে স্নাতকোত্তর অথবা স্বীকৃত অন্য কোন বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান হইতে সমমানের জিপিএ বা প্রথম শ্রেণীসহ সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি। এসএসসি ও এইসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৪.৫ থাকতে হবে।
বেতন: উক্ত পদের জন্য ২২ হাজার  থেকে ৫৩ হাজার ০৬০ টাকা দেয়া হবে।

৫)ইলেকট্রিশিয়ান = ১টি পদ।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/সমমানের জিপিএ-সহ এইসএসসি পাশ এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ৬ মাস মেয়াদে বিদ্যুতে ট্রেড সার্টিফিকেট পাশ।  বয়সসীমা ৩০ বছর।
বেতন: উক্ত পদের জন্য ১১ হাজার  থেকে ২৬ হাজার ৫৯০ টাকা দেয়া হবে।

৬)নিরাপত্তা প্রহরী = ১টি পদ।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে  দ্বিতীয় বিভাগ/সমমানের জিপিএ-সহ এইসএসসি পাশ এবং বয়সসীমা ৩০ বছর।
বেতন: উক্ত পদের জন্য ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা দেয়া হবে।

আবেদনের সময়সীমা: ২৪ মে ২০১৮ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: শিক্ষক ও কর্মচারী পদে আবেদনের নির্ধারিত ফরম পূরন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৬ এর বরাবর আবেদন পত্র পাঠাতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন :



[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1fr8GbvfVUZn2TXjckp_jug-ABoMU1GY0″ target=”_self” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]

শিক্ষক নিয়োগ ফরম

[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1h5v61FHXfI_CatuiJ0nZhS8TTX6NQUWo” target=”_self” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]

কর্মচারী নিয়োগ ফরম

[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1R6ESL01M_0E5aHa8uwo-Vhg5nwHQWB7b” target=”_self” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন

আমাদেরকে টুইটারে ফলো করেন

Post Related Things: বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগ,bd govt jobs,all jobs bd newspaper,ngo job circular,bd job news bangla,bd govt chakrir khobor,engineering job in Bangladesh,job bangladesh 2018,job at Bangladesh,job circular in Bangladesh,job opportunities in Bangladesh,top jobs in Bangladesh,news paper jobs,bangladesh job news,job news Bangladesh,saptahik chakrir khobor,weekly job newspaper in bangladdesh,recent job circularbd job news com,job news bd,bd job news today,recent job circular in Bangladesh,চাকরির খবর ২০১৮ সরকারি,সরকারী চাকরির খবর,চাকরির খবর ,আজকের চাকরির খবর,চাকরির ডাক,চাকরির পত্রিকা আজকের,নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,নিয়োগ বিজ্ঞপ্তি 2018,daily education,চাকরির খবর পত্রিকা,চাকরির খবর ২০১৮ সরকারি,চাকরির খবর ২০১৮,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,সাপতাহিক চাকরির খবর.com,সপ্তাহিক চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt,নিয়োগ বিজ্ঞপ্তি 2018,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০১8,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2018,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper

সর্বশেষ প্রকাশিত