BCS Preparation Mathematics (গণিত) Model Test-8

BCS Preparation : BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য গণিত বিষয় থেকে বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ সিরিজ তৈরী করা হয়েছে।

তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪,৫,৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল?
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
Y=3x+2, Y=-3x+2 এবংY=-2.. দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে?
১ মিটার কত ইঞ্চির সমান ?
একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিন পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে।লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল ছিল?
a+1/a=√3 হলে a^2+1/a^2 এর মাণ
x – [x – { x – (x + 1)}] –এর মান কত?
P-এর মান কত হলে 4x^2-px+9 একটি পূর্ণ বর্গ হবে?
3x^3+2x^2-21x-20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-
একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়ই খেলে?
কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০, এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
f(x) = x^2 + 1/x +1 এর অনুরূপ কোনটি?
দুই ব্যাক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যাক্তি দ্বিতীয় ব্যাক্তির তুলনায় দ্বিগুণ কাজ করতে পারেন। দ্বিতীয় ব্যাক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
BCS Preparation Mathematics (গণিত) Model Test-8
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}

BCS Preparation Mathematics (গণিত) Model Test-7

BCS Preparation : BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য গণিত বিষয় থেকে বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ সিরিজ তৈরী করা হয়েছে। BCS (বিসিএস) পরীক্ষায় প্রায় ২০০টি প্রশ্ন থাকে। আমাদের Website banglacyber.com এর BCS (বিসিএস) এর প্রশ্ন ব্যাংকে প্রায় ২০টি করে BCS (বিসিএস) এর সব বিষয়ের উপর প্রশ্ন দেওয়া হয়। এই প্রশ্নগুলো BCS (বিসিএস) প্রস্তুতি আকারে চারটি অপশনে যেগুলো সঠিক এবং ভুল উত্তরে সাজানো থাকে। যা আপনার জন্য BCS (বিসিএস) এর অগ্রীম প্রস্ততি নিতে সহায়ক হবে। নিচে গণিত বিষয়ের উপর ২০টি প্রশ্ন দেওয়া হল:

ঢাকা ও চট্টগ্রাম এই দুটি স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছান পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে:মি:ছোট;কিন্তু অতিভুজ ২ সে:মি: বড় ।অতিভুজের দৈর্ঘ্য কত ?
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y= ?
x + y = 0 এবং 2x – y +3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেঁদ করে?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
নিচের কোন সংখ্যাটি মৌলিক ?
x+y=8,x-y=6 হলে ,x^2+y^2 এর মান-
কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?
ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক-এর সম্পর্ক কি?
বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
x^2-8x-8y+16+y^2 এর সংগে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে
টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-
একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে । এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ও সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় ।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১,১০০ ফুট । লক্ষ্য বস্তুর দূরত্ব কত ?
দুইটি সংখ্যার অনুপাত ৫ ∶ ৮, উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ৪ মাইল বেগে হাঁটে।করিম ঢাকা থেকে রওয়ানা হওয়ার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
y =3x+2, y = -3x+2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী?
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫‌‌‌'হলে এর বাহুর সংখ্যা কত?
x+y=7 এবং xy=10 হলে (x-y)^2 এর মান কত?
এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
BCS Preparation Mathematics (গণিত) Model Test-7
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}

BCS Preparation Mathematics (গণিত) Model Test-6

BCS Preparation : BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য গণিত বিষয় থেকে বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ সিরিজ তৈরী করা হয়েছে। BCS (বিসিএস) পরীক্ষায় প্রায় ২০০টি প্রশ্ন থাকে। আমাদের Website banglacyber.com এর BCS (বিসিএস) এর প্রশ্ন ব্যাংকে প্রায় ২০টি করে BCS (বিসিএস) এর সব বিষয়ের উপর প্রশ্ন দেওয়া হয়। এই প্রশ্নগুলো BCS (বিসিএস) প্রস্তুতি আকারে চারটি অপশনে যেগুলো সঠিক এবং ভুল উত্তরে সাজানো থাকে। যা আপনার জন্য BCS (বিসিএস) এর অগ্রীম প্রস্ততি নিতে সহায়ক হবে। নিচে গণিত বিষয়ের উপর ২০টি প্রশ্ন দেওয়া হল:

১^২+৩^২+৫^২+ ------ +৩১^২ = কত?
একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০%কমতি এবং পরপর ৩৬% ও ৪%কমতির পাথর্ক্য কত টাকা?
x^2 + y^2 = 8 এবং xy = 7 হলে (x + y)^2 এর মান কত?
২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ?
x+y=7 এবং xy=10 হলে (x-y)^2 এর মান কত?
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
যদি সেট A = {5,15,20,30} এবং B = {3,5,15,18,20} হয় তবে নীচের কোনটি A ∩ B নির্দেশ করবে ?
৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলর দৈরঘ্য যথাক্রমে 20m,21m এবং 29m হলে আর ক্ষেত্রফল কত?
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখাতি কত?
একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রী সংখ্যা কত?
কোনটি সবচেয়ে ছোট ?
যদি (64)2/3 + (625)1/2-3h হয় তবে h এর মান কত?
বালক ও বালিকা একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে।প্রথম বালক ৫ জন বালিকার সংঙ্গে খেলছে,দ্বিতীয় বালক ৬ জন বালিকার সংঙ্গে খেলছে;এভাবে শেষ বালক সবকটি বালিকার সংঙ্গে খেলছে।যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত?
(√3.√5)^4-এর মান কত?
নিচের কোন সংখ্যাটি ‌√2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
যদি তৈলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
কোন সংখ্যাটি বৃহত্তম?
দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্বেও ‍ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
BCS Preparation Mathematics (গণিত) Model Test-6
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}

অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শূন্য পদ সমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৪টি পদে মোট ১৫ জনকে নিয়োগ দেবে। উক্ত পদে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Ministry of Finance Job Circular 2018

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচ এস সি পাশ।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে  ২০।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৭টি।
শিক্ষাগত যোগ্যতা: এস এস সি পাশ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন শুরুর সময় : ০১ ডিসেম্বর ২০১৮ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময় : ১৫ ডিসেম্বর ২০১৮ তারিখ বিকাল ০৫:০০ টায় শেষ হবে।

আবেদন প্রক্রিয়াআবেদন করতে হবে অনলাইনে http://ird.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ০১ ডিসেম্বর সকাল ১০:০০ টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনপত্রের যথাস্থানে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে জমা দেওয়া আবেদনের একটি কপি প্রিন্ট ও ডাউনলোড করে সংরক্ষণ করে করতে হবে। আবেদন সাবমিট করার পর ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইলে এসএমএসের মাধ্যমে অফিস সহায়ক পদের জন্য মোট ৫০ টাকা এবং অন্য সব পদের জন্য ১০০ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে।

Apply

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…

অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮
Ministry of Finance job circular 2018



সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

Post Related Things: অর্থ মন্ত্রণালয় নিয়োগ, চাকরির খবর,চাকরির খবর ২০১৮,চাকরির পত্রিকা আজকের,আজকের চাকরির খবর,আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, চাকরির খবর, bd govt jobs, all jobs bd newspaper, চাকরির খবর ২০১৮ সরকারি,সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজারআজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮, নিয়োগ বিজ্ঞপ্তি 2018, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০১৮ সরকারি,চাকরির খবর ২০১৮,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,সাপতাহিক চাকরির খবর.com,সপ্তাহিক চাকরির খবর

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ কর্ণফুলী, চট্টগ্রাম

কর্ণফুলী উপজেলা পরিষদের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।  উক্ত পদসমূহে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে এবং চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল:

Upazila Executive Officer Job Circular

পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস ।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২৫।
বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম : গাড়ী চালক
পদ সংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস ।
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ০২টি
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস ।
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের ঠিকানা: উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কর্ণফুলী, চট্টগ্রাম বরাবর ডাকযোগে অথবা সরাসারি পৌঁছাতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

নতুন চাকরির খবর সবার আগে পেতে


সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

বাংলাদেশ নৌবাহিনী লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০১৯-এ ডিইও ব্যাচের লিখিত পরীক্ষার ফলাফল এবং ২০১৯-বি অফিসার ক্যাডেট ব্যাচ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০১৯-এ ডিইও ব্যাচের লিখিত পরীক্ষার ফলাফল

২০১৯-বি অফিসার ক্যাডেট ব্যাচ এর লিখিত পরীক্ষার ফলাফল


BCS Preparation Mathematics (গণিত) Model Test-5

BCS Preparation : BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য গণিত বিষয় থেকে বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ সিরিজ তৈরী করা হয়েছে।

কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
x + y = 2, x^2 + y^2 = 4 হলে x^3 + y^3 = কত?
বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
'ক' ও খ এর মানের গড় ৯ এবং গ এর মান ১২ হলে, ক , খ, ও গ এর মানের গড় কত হবে?
একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিন পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে।লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল ছিল?
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?-
১,৩,৬,১০,১৫,২১,......... ধারাতির ১০ম পদ-
যদি সেট A = {5,15,20,30} এবং B = {3,5,15,18,20} হয় তবে নীচের কোনটি A ∩ B নির্দেশ করবে ?
এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘোরে?
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃ মিঃ। ঢাকা থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
যদি তৈলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
0,1,2 এবং 3 দারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
১.১, .০১ ও .০০১১ -এর সমষ্টি কত?
ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক-এর সম্পর্ক কি?
1+2+3+4+........99 = কত?
দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০, এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ তাদের লসাগু ৯৬ হলে গ.সা.গু কত?
BCS Preparation Mathematics (গণিত) Model Test-5
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}

BCS Preparation সাধারণ বিজ্ঞান Model Test-06

BCS Preparation : BCS (বিসিএস) পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ সিরিজ তৈরী করা হয়েছে। BCS (বিসিএস) পরীক্ষায় প্রায় ২০০টি প্রশ্ন থাকে। আমাদের website banglacyber.com এর BCS (বিসিএস) এর প্রশ্ন ব্যাংকে প্রায় ২০টি করে BCS (বিসিএস) এর সব বিষয়ের উপর প্রশ্ন দেওয়া হয়। এই প্রশ্নগুলো BCS (বিসিএস) প্রস্তুতি আকারে চারটি অপশনে যেগুলো সঠিক এবং ভুল উত্তরে সাজানো থাকে। যা আপনার জন্য BCS (বিসিএস) এর অগ্রীম প্রস্ততি নিতে সহায়ক হবে। নিচে সাধারণ বিজ্ঞানের উপর ২০টি প্রশ্ন দেওয়া হলো:-

নিত্য ব্যবহার‌্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সি.এফ.সি বিহীন।সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক?
‘ড্রাই আইস’ (dry ice) হল‒
ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ?
আকাসে বিজলী চমকায়-
ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-
আ্যলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে ?
কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
কোনটি চৌম্বক পদার্থ?
ধুমকেতু সুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন-
ল্যাপটপ কী?
কম্পিউটারের কোনটি নেই?
কোন খাদ্যে প্রোটিন বেশি ?
সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কী ?
চা পাতায় কোন ভিটামিন থাকে?
টুথপেস্টের প্রধান উপাদান কি?
ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে -
কোন মাধ্যম শব্দের গতি সবচেয়ে কম?
BCS Preparation সাধারণ বিজ্ঞান Model Test-06
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}

বিপিএল ষষ্ঠ আসরে কে কোন দলে – BPL Team Squad 2019

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগেই পরিবর্তন এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে। তাই, চলতি বছরের অক্টোবরের পরিবর্তে বিপিএলের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯ সালের  ৫ জানুয়ারি থেকে। চলুন, দেখে নেওয়া যাক দলগুলোর স্কোয়াড।

ঢাকা ডাইনামাইটস

দেশি সাকিব আল হাসান (আইকন), রুবেল হোসেন, নুরুল হাসান, রনি তালুকদার, শুভগোটো হোম, কাজী ওনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন, নাঈম শেখ।

বিদেশি – সুনিল নারাইন, ইয়ান বেল, আন্দ্রে রাসেল, কিরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, অ্যান্ড্রু বার্চ, হযরতউল্লাহ জাজাই।

রংপুর রাইডার্স

দেশি – মশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফারহাদ রেজা, মেহেদী মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান, ফরিদিন হোসেন আনিক।

বিদেশি  এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রীলি রসাউ, রবি বোপারা, বেনি হাওয়েল, ওশেন থমাস।

সিলেট সিক্সার্স

দেশি লিটন কুমার দাস (আইকন), নাসির হোসেন, সাব্বির রহমান, আফীফ হোসেন, টাস্কিন আহমেদ, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, ইবদাত হোসেন, আলক কাপালী, জাকার আলী, মেহেদী হাসান রানা।

বিদেশি  ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিনহেন, সোহেল তানভির, নিকোলাস পুরন, আন্দ্রে ফ্ল্যাচার, ফ্যাবিয়ান এলেন, মোহাম্মদ ইরফান, গুলবদীন নাঈব, প্যাট ব্রাউন।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

দেশি – তামিম ইকবাল খান (আইকন), আবু হায়দার, আনামুল হক, মাহেদী হাসান, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন, শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন।

বিদেশি – শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, ইভিন লুইস, ওয়াকার সালামখিল, আমির ইয়ামিন, শোয়েব মালিক, আসেলা গুনরত্ন, লিয়াম ডসন।

চিটাগং ভাইকিংস

দেশি – মুশফিকুর রহিম (আইকন), মোহাম্মদ আশরাফুল, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ, নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান, সালমান ইসলাম।

বিদেশি – সিকান্দার রাজা, লুক রনচি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, রবি ফ্রীলিনক, ক্যামেরন ডেলপোর্ট, দাশুন শানকা, নাজিবুল্লাহ জাদরান।

খুলনা টাইটানস

দেশি – মাহমুদুল্লাহ রিয়াদ (আইকন), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মো। আল আমিন, জহির খান, সুভাষ রায়, জুনাইদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহীদুল ইসলাম আঙ্কন।

বিদেশি – কার্লোস ব্রাথওয়েতে, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর, শেরফানে রাদারফোর্ড, দাউদ মালান, আলী খান।

রাজশাহী কিংস

দেশি – মুস্তাফিজুর রহমান (আইকন), সৌম্য সরকার, শাহরিয়ার নাফিস, ফজলে মাহমুদ, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম, মমিনুল হক, মেহেদী হাসান মীরজ, জাকির হাসান।

বিদেশি – রায়ান টেন ডোশচেট, সেক্কুগ প্রসন্ন, মোহাম্মদ সামি, ইশুরু উদানা, লরি ইয়ানস, কাইয়াস আহমেদ, ক্রিশ্চিয়ান জনকার।

এছাড়াও, ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে।

 বিপিএল এর সব খবরা খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।

BCS Preparation Mathematics (গণিত) Model Test-4

BCS Preparation : BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য গণিত বিষয় থেকে বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ সিরিজ তৈরী করা হয়েছে।

(x-4)^2 + (y+3)^2=100 বৃত্তের কেন্দ্রিয় স্থাংক কত?
ক ঘন্টায় ১০ কি.মি এবং খ ঘন্টা ১৫ কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো ।ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল । রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি ?
একজন দোকানদার ৭ ১/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হোত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
১,০০০ টাকা ক ও খ ১ ∶ ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ-এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ ∶ ১ ∶ ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
১৩ সে মি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে মি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
৬,৮,১০-এর গাণিতিক গড় ৭,৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যায় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়ে ছিল ?
দুটি এিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয় ?
১,১,২,৩,৫,৮,১৩,২১,........ ধারার ১০ম পদটি কত ?
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলির ১/৩ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০%প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তেব ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
x^2-11x+30 এবংx^3-4x^2-2x-15 . এর গ.সা.গু কত?
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে?
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তাঁর বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?
BCS Preparation Mathematics (গণিত) Model Test-4
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}