-

শিক্ষামূলক গল্প / কাহিনী পর্ব:১

এক লোক বউ সহ বাজারে গেলো। একটা গাধা পছন্দ হলো তার, দামটাও মনমতো হলো। গাধাটাকে কিনে ফেললো সে। ঘরে ফিরবার সময় বউকে গাধার পিঠে বসিয়ে নিজে সে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলো। লোকে হাসতে লাগলো ‘দেখ, দেখ, বউ পাগলা মানুষ। নিজে হাঁটছে আর বউ গাধার পিঠে আরামে যাচ্ছে’।

কথাটা কানে যেতেই রাগ হলো লোকটার। বউকে গাধার পিঠ থেকে নামিয়ে নিজে সেখানে উঠে পড়লো। এবার বউটা হেঁটে যাচ্ছে, লোকটা গাধার পিঠে। লোকে এবার বলতে লাগলো ‘দেখো, কি ভয়ংকর পাষাণ লোকটা! মেয়েমানুষকে কষ্ট দিয়ে হাঁটাচ্ছে আর নিজে আরামে গাধায় চড়ে যাচ্ছে’!

এমন কথা শোনে লোকটা হতাশ হলো। ভেবে-চিন্তে স্বামী-স্ত্রী দু’জনেই এবার গাধার পিঠে চাপলো। লোকটা মনে মনে ভাবলো ‘এবার কেউ কিছু বলতে পারবে না’। কিন্তু কিছুদূর গেলে আবার লোকে বলতে শুরু করলো ‘ছি ছি, লোকটা মানুষ না জানোয়ার? সামান্য একটা বেচারা গাধার পিঠে দু’জন মানুষ’!

এবার প্রচন্ড বিরক্ত হয়ে লোকটা গাধার পিঠ থেকে নামলো, বউকেও নামালো। তারা দু’জনই গাধার পাশাপাশি পায়ে হেঁটে চললো। এবারও বেশি দূর যাওয়া হলো না। লোকেরা হাসতে হাসতে লুটিয়ে পড়লো একে অন্যের গায়ে ‘লোকটা পাগল না কি! নিজে বউ সহ হাঁটছে আর গাধাটা দিব্যি আরামে আছে’।

‘পাছে লোকে কিছু বলে’- এই ভয় আমাদের সবাইকে তাড়িয়ে ফিরলে ভালো কাজগুলো করবেটা কে?

সর্বশেষ প্রকাশিত