-

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি NTRCA Job Circular 2025

NTRCA Job Circular 2025: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

শিক্ষক হতে নিবন্ধিত একজন প্রার্থী এক আবেদনের মাধ্যমে আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৪০ টি শূন্যপদে পছন্দ দিতে পারবেন। পছন্দের ৪০টি প্রতিষ্ঠানে সুযোগ না পেলে মেধারভিত্তিতে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ চান কি না সে বিষয়েও মতামত দিতে পারবেন।

NTRCA Job Circular 2025

শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও সংখ্যা
স্কুল ও কলেজেঃ ৪৬ হাজার ২১১ জন।
মাদ্রাসায়ঃ ৫৩ হাজার ৫০১ জন।
কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানেঃ ১ হাজার ১১০ জন।

পদের ধরনঃ এমপিও।

বয়সঃ ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদন শুরুর সময়: ২২ জুন ২০২৫ তারিখ দুপুর ১২:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৫ তারিখ রাত ১২:০০ টায় শেষ হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://ngi.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…

নতুন চাকরির খবর সবার আগে পেতে

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

Post Related Things: চাকরির খবর, চাকরির খবর ২০২৫, চাকরির পত্রিকা আজকের, আজকের চাকরির খবর, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, চাকরির খবর, bd govt jobs, all jobs bd newspaper, চাকরির খবর ২০২৫ সরকারি, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, নিয়োগ বিজ্ঞপ্তি 2025, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৫ সরকারি, চাকরির খবর ২০২৫, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, সাপতাহিক চাকরির খবর.com, সপ্তাহিক চাকরির খবর

সর্বশেষ প্রকাশিত