-

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 2018

বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ২৪২ টি পদে দেশব্যাপী বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে । পদভেদে অষ্টম শ্রেণী/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ প্রার্থীরা সকলেই আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমাঃ ০১/০১/২০১৮ সকাল ১০:০০ ঘটিকা হতে ৩১/০১/২০১৮ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

পদের নাম , বেতন ও পদ সংখ্যা:

১)হিসাব রক্ষক = ৳১২৫০০ – ৩০২৩০/- = ১২ টি।

২)সহকারী প্রসিকিউটর = ৳১২৫০০ – ৩০২৩০/- = ২ টি।

৩)উপ-পরিদর্শক = ৳১২৫০০ – ৩০২৩০/- = ৯ টি।

৪)গবেষণা তথ্য সংগ্রহকারী = ৳১১৩০০ – ২৭৩০০/- = ১ টি।

৫)সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর = ৳১১০০০ – ২৬৫৯০/- = ৪ টি।

৬)গাড়ীচালক = ৳৯৭০০ – ২৩৪৯০/- = ৪৬  টি।

৭)অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক = ৳৯৩০০- ২২৪৯০ =২৮ টি।

৮)টেলিফোন অপারেটর = ৳৯৩০০- ২২৪৯০/- = ৩ টি।

৯)সিপাই = ৳৯০০০- ২১৮০০/- = ১০১ টি।

১০)ওয়ারলেস অপারেটর = ৳৮৮০০ – ২১৩১০/- = ৩০টি।

১১)নিরাপওা প্রহরী = ৳৮২৫০- ২০০১০/- = ৪ টি।

১২)পরিচ্ছন্নতা কর্মী = ৳ ৮২৫০ – ২০০১০/- = ২ টি।

বয়স সীমা: সাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বৎসর। মুক্তিযোদ্ধা পুএ- কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেএে ১৮ হতে ৩২ বৎসর।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

১)হিসাব রক্ষক = কোন স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যুন ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রী সম্পন্ন এবং হিসাব ক্ষেত্রে অন্যুন ৩ বছরের অভিজ্ঞতা।

২)সহকারী প্রসিকিউটর = কোন স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রী। উচ্চতা :- পুরুষ ৫ ফুট ৬”, মহিলা ৫ ফুট ২”। বুকের মাপ:- উভয় ক্ষেত্রে ৭৮ সেঃ মিঃ, ৮২ সেঃ মিঃ (সম্প্রসারিত)। ওজন:- পুরুষ ৫০ কেজি, মহিলা ৪৬ কেজি। অবিবাহিত হতে হবে।

৩)উপ-পরিদর্শক = কোন স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন স্নাতক ডিগ্রী।

৪)গবেষণা তথ্য সংগ্রহকারী = কোন স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন ২য় বিভাগে স্নাতক ডিগ্রী। গভেষণা কাজে অভিজ্ঞতা।

৫)সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর = কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস। প্রতি মিনিটে টাইপের গতি বাংলায় ৫০ ও ইংরেজীতে ৮০ টি শব্দ  এবং বাংলায় ২৫ ও ইংরেজীতে ৩০ শব্দ পারা প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

৬)গাড়ীচালক = অন্যূন ৮ম শ্রেণী পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার দক্ষতা থাকতে হবে। যানবাহন  মেরামত সংক্রান্ত প্রশিক্ষন প্রাপ্ত হলে অগ্রাধিকার দেয়া হবে।


৭)অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক = কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। বাংলা ও ইংরেজী প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ টাইপ করার গতি হতে হবে।

৮)টেলিফোন অপারেটর = কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।

৯)সিপাই = কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।  উচ্চতা :- পুরুষ ৫ ফুট ৬”, মহিলা ৫ ফুট ২”। বুকের মাপ:- উভয় ক্ষেত্রে ৭৮ সেঃ মিঃ, ৮২ সেঃ মিঃ (সম্প্রসারিত)। ওজন:- পুরুষ ৫০ কেজি, মহিলা ৪৬ কেজি।

১০)ওয়ারলেস অপারেটর = কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস।

১১)নিরাপওা প্রহরী = অন্যূন অষ্টম শ্রেণী পাস এবং অবশ্যই শারিরীক যোগ্যতা থাকেতে হবে।

১২)পরিচ্ছন্নতা কর্মী = অষ্টম শ্রেণী পাস।

আবেদন করতে হবে অনলাইনে http://dnc.teletalk..com.bd এই ওয়েবসাইটে।

এই বিষয়ে আরও তথ্য জানতে হলে www.dnc.gov.bd  এই ওয়েবসাইটে যেতে পারেন।

সর্বশেষ প্রকাশিত