-

ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি DMP Job circular 2022

Dhaka Metropolitan Police (DMP) Job Circular: ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কার্যালয়ে শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স ০২টি পদে ২৪ জনকে এই নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ২৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dmp.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ১২ জুলাই ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৭ আগষ্ট ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Apply

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

নতুন চাকরির খবর সবার আগে পেতে



সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

Post Related Things: বাংলাদেশ পুলিশ বিজ্ঞপ্তি ২০২২, police circular 2022, বাংলাদেশ পুলিশ বিজ্ঞপ্তি, বাংলাদেশ পুলিশে চাকরি, বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পুলিশ সার্কুলার 2022, পুলিশ বেসামরিক নিয়োগ ২০২২, পুলিশ বাহিনীতে  নতুন নিয়োগ, পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি, bangladesh police si job circular 2022, bangladesh police si job circular 2022, bd police si job circular 2018, bd police job circular 2022, bangladesh police job circular 2022 application form, bangladesh police sergeant job circular 2022, bangladesh police job circular 2022, www.police.gov.bd jobs,bangladesh cid job circular, bangladesh police constable circular 2022, পুলিশ বেসামরিক নিয়োগ ২০২২, পুলিশ বেসামরিক নিয়োগ, বেসামরিক নিয়োগ, পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি,

সর্বশেষ প্রকাশিত