অনলাইনে সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে অনেকেই ঝামেলায় পড়েন। আবেদন করার পূর্ব প্রস্ততি এবং সঠিক নিয়মাবলি না জানা থাকলে আপনাকে আবেদনের ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হবে অথবা আপনার আবেদন সম্পূর্ন ভাবে বাতিল হয়ে যেতে পারে। তাই অনলাইনে চাকরিতে আবেদন করার আগে নিয়ম গুলো জেনে নিন।
আবেদন করার পূর্ব প্রস্তুতিঃ
- মূল চালান এর স্ক্যান কপি ( সাদা ব্যাকগ্রাউন্ড , জেপিইজি ফরমেট) ।
- ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর / ১০ ডিজিটের স্মার্ট কার্ড নম্বর / ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর।
- মোবাইল নম্বর।
- সদ্য তোলা রঙ্গিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ৩০০ x ৩০০ পিক্সেল , জেপিইজি ফরমেট)।
- স্বাক্ষর এর স্ক্যান কপি ( সাদা ব্যাকগ্রাউন্ড, ২৫০ x ১৫০ পিক্সেল, জেপিইজি ফরমেট)।
- আবেদনপত্র প্রিন্ট করার ব্যবস্থা।
আবেদন করার নিয়মাবলীঃ
- নির্দিষ্ট ঘরে নাম বাংলায় ও ইংরেজিতে(বড় অক্ষরে) লিখুন (এস.এস.সি সনদ অনুযায়ী)।
- জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে লিখুন (১০/১৭ ডিজিটের, কারো ১৩ ডিজিট এর হলে জম্ম সাল এর ৪ ডিজিট প্রথমে লিখুন )।
- জন্ম নিবন্ধন নম্বর ইংরেজিতে লিখুন (১৭ ডিজিটের, কারো ১৩ ডিজিট এর হলে জম্ম সাল এর ৪ ডিজিট প্রথমে লিখুন )।
- জন্ম তারিখ ইংরেজিতে লিখুন (YYYY-MM-DD)অথবা নির্বাচন করুন ।
- নিজ বিভাগ নির্বাচন করুন ।
- নিজ জেলা নির্বাচন করুন ।
- পিতার নাম লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়এস.এস.সি সনদ অনুযায়ী)।
- মাতার নাম লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়এস.এস.সি সনদ অনুযায়ী)।
- জেন্ডার নির্বাচন করুন ।
- মোবাইল নম্বর ইংরেজিতে লিখুন ( ১১ ডিজিট এর মোবাইল নম্বর (ইংরেজীতে) । উদাহরণ:01715xxxxxx)
- নিজের ধর্ম সঠিক ভাবে লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়) ।
- নিজের জাতীয়তা সঠিক ভাবে লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়) ।
- ই-মেইল (যদি থাকে) সঠিক ভাবে লিখুন ( ইংরেজিতে, উদাহরণ: [email protected])
- আপনার কোনো পেশা থাকলে লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়) ।
- বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সঠিক ভাবে লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়) ।
- শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ থেকে সর্বপ্রথম ধারাবাহিকভাবে একের পর এক লিখুন।
- অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে) তাহলে সঠিক ভাবে উল্লেখ করুন।
- অভিজ্ঞতা বিবরণঃ কোনো প্রকার অভিজ্ঞতা থাকলে সঠিক ভাবে উল্লেখ করুন।
- কোটা নির্বাচন করুন অন্যান্য হলে অন্যান্য কোটা হলে উল্লেখ করুন ঘরে লিখুন।
- বিভাগীয় প্রার্থী কি না ? নির্বাচন করুন হ্যাঁ হলে পরবর্তী ঘর গুলো পূরণ করুন।
- প্রার্থীর ছবি
- প্রার্থীর সদ্য তোলা রঙীন ছবি।
- ৩০০ X ৩০০ পিক্সেল এর জেপিজি ফরমেট এর সাদা ব্যাকগ্রাউন্ড এ স্ক্যান কপি।
- ছবিটি অবশ্যই ৩০০ KB এর ভিতরে হতে হবে।
- প্রার্থীর স্বাক্ষর
- ২৫০ X ১৫০ পিক্সেল এর জেপিজি ফরমেট এর সাদা ব্যাকগ্রাউন্ড এ স্ক্যান কপি।
- ছবিটি অবশ্যই ৩০০ KB এর ভিতরে হতে হবে।
- সবকিছু সঠিক ভাবে পূরণ করার পর “সংরক্ষণ করুন ও পরবর্তী ধাপ” বাটন দেয়া ক্লিক করুন। তারপর সব ঠিক থাকলে আপনার বায়ো-ডাটা সঠিক ভাবে তৈরী হবে
- এরপর আপনাকে চালান এর তথ্য পূরণ করে “আবেদন নিশ্চিত করুন” বাটন এ ক্লিক করলে আবেদন যাচাইকরণ একটি পেজ আসবে ।
- সব ঠিক থাকলে আবেদন “আবেদন নিশ্চিত করুন” বাটন এ ক্লিক করে আবেদন নিশ্চিত করুন ।
- কোনো তথ্য ভুল মনে হলে সম্পাদনা বাটন এ ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন ।
- একবার আবেদন নিশ্চিত করা হয়ে গেলে আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না।
- আবেদনপত্র প্রিন্ট করে রাখুন।
আবেদন শেষের বিশেষ নির্দেশাবলীঃ
- আবেদনপত্র প্রিন্ট করে সংরক্ষন করে রাখুন।
- চালানের মূলকপি , আবেদনের প্রিন্ট করা হার্ডকপি ও সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি মৈখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
- মৈখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও আবেদনের প্রিন্ট করা হার্ডকপি জমা দিতে হবে।
- প্রবেশ পত্র প্রাপ্তির তারিখ ওয়েবসাইটে জানানো হবে।
- অনলাইন থেকে প্রবেশ পত্র প্রিন্ট বা ডাউনলোড করে নিতে হবে।
আবেদনপত্র পূরণের সতর্কতাঃ
- ফরম পূরনের পূর্বে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ুন।
- ধীরস্থিরভাবে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন। যাতে কোনও প্রকার তথ্য ভূল না হয়।
- মিথ্যা বা বিভ্রান্তিমুলক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনুরাগ ব্যবস্থা গ্রহন করা হবে।
- কোনো প্রকার অসম্পূর্ণ বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।