প্রস্তুতির সময়: ১৫ মিনিট
রান্নার সময়: ৫০ মিনিট
সর্বোমোট সময়: প্রায় ১ ঘন্টা ৫ মিনিট
পাঁঠার মাংস মানেই একেবারে রগরগে তেল-ঝাল হবে, এমনটা মোটেও নয়। পাঁঠার মাংসের হাল্কা ঝোলও খাদ্যরসিকদের কাছে অমৃতসমান। বেরেস্তা দেওয়া ঝোলে আলুও দিতে পারেন স্বচ্ছন্দে। চলুন দেখে নেয়া যাক উপকরন গুলো ।
পাঁঠার মাংসের বেরেস্তা ঝোল রান্নার রেসিপি তৈরির উপকরণঃ-
- পাঁঠার মাংস ৫০০ গ্রাম
 - পেঁয়াজ ৩টি
 - আদা বাটা ২ চা চামচ
 - রসুন বাটা ২ টেবিল চামচ
 - তেজপাতা ২টি
 - ছোট এলাচ ২টি
 - দারচিনি আধ ইঞ্চি
 - সাদা তেল ২ চা চামচ
 - টম্যাটো ১টি
 - হলুদ গুঁড়ো ১ চা চামচ
 - ধনে গুঁড়ো ১ চা চামচ
 - লঙ্কা গুঁড়ো ১ চা চামচ
 - জায়ফল অল্প,
 - 
ঘি ৪ চা চামচ, নুন স্বাদ মতো।
 
পাঁঠা মাংসের বেরেস্তা ঝোল রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ-
- কড়াইয়ে তেল গরম করে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ ভেজে তুলে নিন।
 - অর্ধেক বেরেস্তা জল দিয়ে বেটে নিন।
 - ওই তেলেই ঘি দিয়ে রসুন বাটা, আদা বাটা ও মাংস দিন।
 - ভাজা হয়ে গেলে টম্যাটো কুচি ও পেঁয়াজ বাটা দিন।
 - অল্প জলে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো গুলে দিন।
 - নুন ও জায়ফল গুঁড়ো ছড়িয়ে কষতে থাকুন।
 - ঘি ভেসে উঠলে গরম জল দিন।
 - ঝোল ফুটলে নামিয়ে প্রেশার কুকারে ঢালুন।
 - চার-পাঁচটি হুইসল বাজলে নামিয়ে নিন।
 - বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।
 
		
		
