প্রস্তুতির সময়: ২-৩ ঘন্টা
রান্নার সময়: ১ ঘন্টা
সর্বোমোট সময়: প্রায় ৩ ঘন্টা
আসি আসি করে এসেই গেলো দূর্গা পূজা । আর পূজার সব চেয়ে আকর্ষনীয় ব্যাপারটা হলো পূজার খাবার । ঘরে ঘরে পরিকল্পনা চলে পূজার রান্না নিয়ে । আর আপনাদের কে আরো সহজ করে দিতে আমাদের আজকের আয়োজন কি হবে পূজার রান্না ।চলুন দেখে নিই এরকমি একটি রান্না যার নাম হল কাঁচামরিচ মাংস ।
কাঁচামরিচ মাংস রান্নার রেসিপি তৈরির উপকরণঃ-
- পাঠার মাংস ১ কেজি
 - পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
 - রসুন বাটা ১ চা চামচ
 - আদা বাটা ১ চা চামচ
 - টকদই ৩ টেবিল চামচ
 - মিষ্টি দই ২ টেবিল চামচ
 - কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ
 - ধনিয়া পাতা ১ আঁটি
 - লবন ও চিনি স্বাদমতো
 - সাদা তেল পরিমানমতো
 
কাঁচামরিচ মাংস রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ-
- ধনিয়া পাতা বাদে সব উপকরন মাংশে মাখিয়ে ২-৩ ঘন্টা রেখে দিন ।
 - কড়াইতে তেল দিন ।
 - এরপর মসলা মাখা মাংস দিন ।
 - কম আঁচে ঢেকে রান্না করুন ।
 - সময় কম থাকলে প্রেসার কুক করুন ।
 - পানি না দিলেই ভাল।
 - মাংস নরম হয়ে এলে এবং ঝোল মাখা মাখা হয়ে এলে ধনিয়াপাতা দিয়ে নামিয়ে দিন ।
 
		
		
