রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে সিপাহি (আরএনবি) পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

রেলওয়েতে চাকরি

সিপাহি (আরএনবি) পদে ১৮৫ জন লোক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (উত্তরাঞ্চল)। নিয়োগপ্রাপ্ত সিপাহিরা রেলওয়ের বিভিন্ন নিরাপত্তা সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকবে।

আবেদনের যোগ্যতা
নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। কমপক্ষে এসএসসি অথবা স্বীকৃত ইনস্টিটিউট থেকে সমমান ডিগ্রিধারী হতে হবে। শারীরিকভাবে ত্রুটিবিহীন ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। উচ্চতা সাধারণের জন্য কমপক্ষে ১.৬৭৬ মিটার (পাঁচ ফুট ছয় ইঞ্চি) এবং উপজাতীয়দের জন্য ১.৬০ মিটার (পাঁচ ফুট তিন ইঞ্চি) হতে হবে। বুকের মাপ সাধারণের জন্য স্বাভাবিক অবস্থায় ০.৭৯ মিটার (৩১ ইঞ্চি), স্ফীত অবস্থায় ০.৮৪ মিটার (৩৩ ইঞ্চি) এবং উপজাতীয়দের জন্য ০.৭৬-০.৮১ মিটার (৩০-৩২ ইঞ্চি) হতে হবে। ওজন থাকতে হবে সাধারণের জন্য কমপক্ষে ১১০ পাউন্ড (৫০ কেজি) এবং উপজাতীয়দের জন্য কমপক্ষে ১০০ পাউন্ড (৪৫ কেজি)। ২০ জানুয়ারি ২০১৮ তারিখে বয়সসীমা সর্বোচ্চ ২২ বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনি, এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

Upcoming Bollywood Movie list 2018 | ২০১৮ সালের ব্লকবাস্টার বলিউড মুভি লিস্ট

Upcoming bollywood movie list 2018
Bollywood Movie list 2018:  ২০১৮ সালে বলিউডের মুভির বাজার সরগরম রাখবে যেসব মুভি, তা নিয়েই আমাদের আজকের আয়োজন।লিস্ট দেখে আপনার মুভি ডাইরিতে নোট করে রাখুন কোন কোন মুভি গুলো দেখবেন।

২.০  | মুক্তি : ১৪ এপ্রিল, ২০১৮
মেগাস্টার রজনীকান্ত-এর নতুন মুভি আসছে এ বছর। ‘রোবট’ মুভিটির কথা মনে আছে? তারই সিক্যুয়েল এটি। ৪৫০ কোটি রুপি বাজেটের এই মুভিকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র। মুভিতে আরও থাকছেন অক্ষয় কুমার। মুভিটি  পাচ্ছে এই এপ্রিলে।

প্যাড ম্যান | মুক্তি :২৬ জানুয়ারী, ২০১৮
প্যাড ম্যান মুভিটি চলচ্চিত্র পরিচালক আর. বালকির পরিচালনায় নির্মিত হচ্ছে,যিনি ’পা, চিনি কাম, ‍সামিতাব, ডিয়ার জিন্দিগি’ মুভি গুলোও পরিচালনা করে ছিলেন। প্যাড ম্যান মুভিতে অক্ষয় কুমারসোনাম কাপুর অভিনয় করবেন এবং অমিতাব বাচ্চানকেও দেখা যাবে একটি বিশেষ দৃশ্যতে। এই মুভির গল্পটি  মূলত অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্নার বই ‘দ্যা লেজেন্ড অফ লাক্সমি প্রাসাড’ থেকে নেয়া একটি বায়োপিক। সামাজিক সচেতনতামূলক এই মুভিটি মানুষের মন জয় করতে পারে কিনা, তাই এখন দেখার বিষয়।

পদ্মাবত | মুক্তি :০৯ ফেব্রুয়ারি, ২০১৮
বিনোদন জগতের খোঁজখবর নিয়মিত রাখলে তো নিশ্চয়ই জানেন যে বহুল আলোচিত ‘পদ্মাবতী’ মুভিটির নাম বদলে ‘পদ্মাবত’ করা হয়েছে। সেই সাথে কট্টরপন্থীদের হুমকির মুখে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে মুভিতে। অবশেষে এই বছর মুভিটি মুক্তি পাচ্ছে।সঞ্জয় লীলা বনশালির পরিচালিত এই মুভিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোনরণবীর সিংশাহিদ কপূর

Pari | মুক্তি :০৯ ফেব্রুয়ারি, ২০১৮
Pari মুভিটি একটি রহস্যময় প্রেমের গল্পকে ঘিরে তৈরী। মুভিটিতে অভিনয় করবেন অনুষ্কা শর্মা

Raid | মুক্তি :১৬ মার্চ , ২০১৮ 

Raid মুভিতে অভিনয় করবেন অজয় দেবগন।

Baaghi 2 | মুক্তি :২৭ এপ্রিল , ২০১৮ 
Baaghi 2 মুভিটি মূলত ক্যারাটে দাচের মুভি। এই মুভিতে অভিনয় করবেন টাইগার শ্রফ, দিশা পাটানি

ভিরে দি ওয়েডিং | মুক্তি : ১৮ মে , ২০১৮ 
কারিনা কাপুর-এর ভক্ত মাত্রই তার নতুন মুভি ‘ভিরে দি ওয়েডিং’-এর অপেক্ষায় আছেন। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরে আসছেন তিনি এই মুভি দিয়েই। সাথে থাকছেন সোনম কাপুর।

থাগস অফ হিন্দুস্তান | মুক্তি : ০৭ নভেম্বর , ২০১৮ 
আমির খান-এর মুভি মানেই বিশেষ কিছু। এ বছর তিনি নিয়ে আসছেন ‘থাগস অফ হিন্দুস্তান’, যাতে তার সাথে আছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ সহ আরও অনেকে। এই মুভি নিয়ে বেশ গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।

ফ্যানি খান | মুক্তি : ১৫ জুন , ২০১৮ 
রাকেশ অমপ্রকাশ মেহরা-এর ‘ফ্যানি খান’-এ বহু বছর পর পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনঅনিল কাপুর-কে, সাথে থাকবেন রাজকুমার রাও

জিরো | মুক্তি : ২১ ডিসেম্বরে , ২০১৮ 
ইতিমধ্যে রিলিজ পেয়েছে শাহরুখ খান-এর নতুন মুভি ‘জিরো’-এর ট্রেইলার। একেবারেই নতুন অবতারে দেখা গেছে এতে তাকে, যা দেখে মজা পেয়েছেন সকলেই। ক্যাটরিনা কাইফ আর আনুশকা শর্মা-কে সাথে নিয়ে ২১শে ডিসেম্বরে সিনেমার পর্দায় আসবেন শাহরুখ

রেস ৩ | মুক্তি : ০৪ মে , ২০১৮ 
‘রেস’ ও ‘রেস ২’-এর কথা মনে আছে নিশ্চয়ই? এই ফ্র্যাঞ্চাইজির নতুন মুভি আসছে এ বছর। তবে সাইফ আলী খান-কে সরিয়ে মুভির মূল চরিত্র দখল করে নিয়েছেন আরেক সুপারস্টার। জানেন কে? সালমান খান! দেখা যাক ‘ভাই’ কেমন জাদু দেখান এই মুভিতে।

 

Student of the Year 2 | মুক্তি : নভেম্বর , ২০১৮ 
Student of the Year এর পর এবার Student of the Year 2 মুক্তি পাচ্ছে। এবার Student of the Year 2 মুভিতে অভিনয় করবেন টাইগার শ্রফ।

আরও অনেক মুভি মুক্তি পাবে এবং সালমান খানের ডাভাং ৩ ও এ বছর মুক্তি পাওয়ার কথা।

সকলের প্রিয় ডঃ মুহম্মদ জাফর ইকবাল

মুহম্মদ জাফর ইকবাল

Dr Muhammed Zafar Iqbal
বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম সেরা লেখক ও জনপ্রিয় শিক্ষক ডঃ মুহম্মদ জাফর ইকবাল স্যার। বিশেষত বাংলাদেশের কিশোর-কিশোরী এবং তরুণ সমাজের কাছে প্রচণ্ড জনপ্রিয় এই মানুষটি বাংলাদেশে সায়েন্স ফিকশন লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত।

তবে জাফর ইকবাল স্যারকে আমরা সবচেয়ে বেশী চিনি সম্ভবত শিশু-কিশোরদের জন্য তাঁর পাঠকপ্রিয় গল্প এবং উপন্যাসগুলোর জন্য। জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং শিক্ষাবিদ এই মানুষটি পড়াশোনা করেছেন পদার্থবিজ্ঞানে। শিক্ষাগত দিক দিয়ে পদার্থবিদ হলেও তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাফর ইকবালের পৈত্রিক নিবাস নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। তার জন্ম সিলেটে, ২৩শে ডিসেম্বর, ১৯৫২ খিস্ট্রাব্দে। তাঁর পিতা মুক্তিযুদ্ধে শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন। জাফর ইকবাল ১৯৬৮ সালে বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৭০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৭৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। তাঁর বিষয় ছিল – ‘Parity violation in Hydrogen Atom’। সেখানে পিএইচডি করার পর ১৯৮২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনিস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ বিখ্যাত ক্যালটেক থেকে তাঁর ডক্টরেট-উত্তর গবেষণা সম্পন্ন করেন। ১৯৮৮তে তিনি বিখ্যাত বেল কমিউনিকেশনস রিসার্চ (বেলকোর) এ গবেষক হিসাবে যোগদান করেন এবং ১৯৯৪ পর্যন্ত সেখানেই কাজ করেন। ওই বছরেই তিনি দেশে ফিরে আসেন এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন।

তাঁর প্রথম সায়েন্স-ফিকশন গল্প ‘কপোট্রনিক ভালোবাসা’ এবং প্রথম গল্পগ্রন্থ ‘কপোট্রনিক সুখ-দুঃখ’ বাংলা সায়েন্স ফিকশন জগতে নতুন যুগের সূচনা করে। তাঁর উল্লেখযোগ্য সায়েন্স ফিকশনের মধ্যে রয়েছে: ‘ট্রাইটন একটি গ্রহের নাম’,’সেরিনা’, ‘বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার’, ‘ওমিক্রমিক রূপান্তর’, ‘টুকুনজিল’,’কেপলার টুটুবি’, ‘নি:সঙ্গ গ্রহচারী’, ‘ক্রোমিয়াম অরণ্য’, ‘ত্রিনিত্রি রাশিমালা’, ‘নয় নয় শূন্য তিন’, ‘সায়রা সায়েন্টিস্ট’, ‘ফিনিক্স’, ‘মেতসিস’, ‘অবনীল’ ইত্যাদি! অন্যদিকে তিনি শিশুসাহিত্যিক ও কিশোর ঔপন্যাসিক হিসেবেও অত্যন্ত সফল। এই শাখাতেই তাঁর প্রতিভা সর্বোচ্চ শিখর ছুঁয়েছে। তাঁর কিশোর উপন্যাসগুলোর মধ্যে রয়েছে: ‘হাতকাটা রবিন’, ‘দীপু নাম্বার টু’, ‘দুষ্টু ছেলের দল’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘টি-রেক্সের সন্ধানে’, ‘স্কুলের নাম পথচারী’, ‘জারুল চৌধুরীর মানিকজোড়’, ‘রাজু ও আগুনালির ভূত’, ‘বকুলাপ্পু বুবুনের বাবা’, ‘বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর’, ‘নিতু ও তার বন্ধুরা’, ‘মেকু কাহিনী’, ‘শান্তা পরিবার’, ‘কাজলের দিনরাত্রি’, ‘কাবিল কোহকাফী’, ‘দস্যি ক’জন’, ‘আমি তপু’ ইত্যাদি আরও অনেক! তাঁর একাধিক কিশোর উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে।


আমেরিকাতে পড়ার সময় তিনি তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ইয়াসমিন হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর দুই সন্তান- বড় ছেলে নাবিল ইকবাল যুক্তরাষ্ট্রের কর্ণেল বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান ও গণিতে স্নাতক সম্পন্ন করে বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে পদার্থবিজ্ঞানে পিএইচডি করছেন এবং কন্যা ইয়েশিম ইকবাল কর্ণেল বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে পিএইচডি করছেন। ইয়েশিম ইকবাল তাঁর কিশোর উপন্যাস ‘আমার বন্ধু রাশেদ’ ইংরেজিতে রূপান্তর করেছেন ‘Rashed, My Friend’ নামে। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ তাঁর বড় ভাই এবং রম্য ম্যাগাজিন উন্মাদের সম্পাদক ও কার্টুনিস্ট, সাহিত্যিক আহসান হাবীব তাঁর ছোট ভাই।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড গড়ে তোলার পিছনে তাঁর অসামান্য অবদান রয়েছে। গণিত শিক্ষার উপর তিনি ও অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বেশ কয়েকটি বই রচনা করেছেন। এর মাঝে ‘নিউরনে অনুরন’ বইটি গণিতে আগ্রহীদের কাছে খুব জনপ্রিয়তা লাভ করেছে।

বাংলাদেশের অগণিত শিশু-কিশোর ও তরুণ-তরুণী নির্বিশেষে সবার জন্য ডঃ মুহম্মদ জাফর ইকবালের স্যার এক নিঃশর্ত অনুপ্রেরণার নাম! আরও অনেকদিন তিনি বেঁচে থাকুন আমাদের ভালোবাসায় ও শ্রদ্ধায়।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2018

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) ও সহকারী জেনারেল ম্যানেজার ( ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি) পদে মুক্তিযোদ্ধা কাটায় সংরক্ষিত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়েছে। ওক্ত পদ গুলোর জন্য শুধু মাএ মুক্তিযোদ্ধাদের পুএ-কন্যা এবং মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা:  09 জানুয়ারি ২০১৮ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

পদের নাম, বেতন ও পদের সংখ্যা: 
১)সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) = ৳ ৪১৮০০ – ৪৩৫০০/- = ৯টি (কম/বেশী হতে পারে)।
২)অফিস সহায়ক = ৳৪১৮০০ – ৪৩৫০০/- = ১৮টি (কম/বেশী হতে পারে)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে

বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদে ৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

আবেদনের সময়সীমা: ১০ জানুয়ারি ২০১৮ সকাল ১০:০০ টা হইতে ৩১ জানুয়ারি ২০১৮ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

পদের নাম, বেতন ও পদের সংখ্যা: 
১)সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর = ৳ ১১০০০ – ২৬৫৯০/- = ৬টি।
২)অফিস সহায়ক = ৳৮২৫০ – ২০০১০/- = ১১টি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 2018

madokdrobbo-niyontron-odidoptorjpg

বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ২৪২ টি পদে দেশব্যাপী বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে । পদভেদে অষ্টম শ্রেণী/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ প্রার্থীরা সকলেই আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমাঃ ০১/০১/২০১৮ সকাল ১০:০০ ঘটিকা হতে ৩১/০১/২০১৮ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

পদের নাম , বেতন ও পদ সংখ্যা:

১)হিসাব রক্ষক = ৳১২৫০০ – ৩০২৩০/- = ১২ টি।

২)সহকারী প্রসিকিউটর = ৳১২৫০০ – ৩০২৩০/- = ২ টি।

৩)উপ-পরিদর্শক = ৳১২৫০০ – ৩০২৩০/- = ৯ টি।

৪)গবেষণা তথ্য সংগ্রহকারী = ৳১১৩০০ – ২৭৩০০/- = ১ টি।

৫)সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর = ৳১১০০০ – ২৬৫৯০/- = ৪ টি।

৬)গাড়ীচালক = ৳৯৭০০ – ২৩৪৯০/- = ৪৬  টি।

৭)অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক = ৳৯৩০০- ২২৪৯০ =২৮ টি।

৮)টেলিফোন অপারেটর = ৳৯৩০০- ২২৪৯০/- = ৩ টি।

৯)সিপাই = ৳৯০০০- ২১৮০০/- = ১০১ টি।

১০)ওয়ারলেস অপারেটর = ৳৮৮০০ – ২১৩১০/- = ৩০টি।

১১)নিরাপওা প্রহরী = ৳৮২৫০- ২০০১০/- = ৪ টি।

১২)পরিচ্ছন্নতা কর্মী = ৳ ৮২৫০ – ২০০১০/- = ২ টি।

বয়স সীমা: সাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বৎসর। মুক্তিযোদ্ধা পুএ- কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেএে ১৮ হতে ৩২ বৎসর।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

১)হিসাব রক্ষক = কোন স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যুন ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রী সম্পন্ন এবং হিসাব ক্ষেত্রে অন্যুন ৩ বছরের অভিজ্ঞতা।

২)সহকারী প্রসিকিউটর = কোন স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রী। উচ্চতা :- পুরুষ ৫ ফুট ৬”, মহিলা ৫ ফুট ২”। বুকের মাপ:- উভয় ক্ষেত্রে ৭৮ সেঃ মিঃ, ৮২ সেঃ মিঃ (সম্প্রসারিত)। ওজন:- পুরুষ ৫০ কেজি, মহিলা ৪৬ কেজি। অবিবাহিত হতে হবে।

৩)উপ-পরিদর্শক = কোন স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন স্নাতক ডিগ্রী।

৪)গবেষণা তথ্য সংগ্রহকারী = কোন স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন ২য় বিভাগে স্নাতক ডিগ্রী। গভেষণা কাজে অভিজ্ঞতা।

৫)সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর = কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস। প্রতি মিনিটে টাইপের গতি বাংলায় ৫০ ও ইংরেজীতে ৮০ টি শব্দ  এবং বাংলায় ২৫ ও ইংরেজীতে ৩০ শব্দ পারা প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

৬)গাড়ীচালক = অন্যূন ৮ম শ্রেণী পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার দক্ষতা থাকতে হবে। যানবাহন  মেরামত সংক্রান্ত প্রশিক্ষন প্রাপ্ত হলে অগ্রাধিকার দেয়া হবে।


৭)অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক = কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। বাংলা ও ইংরেজী প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ টাইপ করার গতি হতে হবে।

৮)টেলিফোন অপারেটর = কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।

৯)সিপাই = কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।  উচ্চতা :- পুরুষ ৫ ফুট ৬”, মহিলা ৫ ফুট ২”। বুকের মাপ:- উভয় ক্ষেত্রে ৭৮ সেঃ মিঃ, ৮২ সেঃ মিঃ (সম্প্রসারিত)। ওজন:- পুরুষ ৫০ কেজি, মহিলা ৪৬ কেজি।

১০)ওয়ারলেস অপারেটর = কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস।

১১)নিরাপওা প্রহরী = অন্যূন অষ্টম শ্রেণী পাস এবং অবশ্যই শারিরীক যোগ্যতা থাকেতে হবে।

১২)পরিচ্ছন্নতা কর্মী = অষ্টম শ্রেণী পাস।

আবেদন করতে হবে অনলাইনে http://dnc.teletalk..com.bd এই ওয়েবসাইটে।

এই বিষয়ে আরও তথ্য জানতে হলে www.dnc.gov.bd  এই ওয়েবসাইটে যেতে পারেন।

Taalash মুভি রিভিউ

Taalash মুভি রিভিউ

 Taalash মুভি রিভিউ:  পৃথিবীতে অনেক প্রশ্নেের ই উত্তর খুজে পাওয়া যায় না।মুভি টাও ঠিক তেমনি।মুভির দেখানো সব দৃশ্য এর ব্যাখা করা আদৌ সম্ভব না।

আমির খানের মুভি এটা,তাই বেশি বলার প্রয়োজন বোধ করিনা।

পতিতাবৃত্তি টা খুব কাছ থেকে এই মুভিতে দেখানো হয়েছে।পতিতাদের নিয়ে যে কেউ ভাবে না এটাই দেখানো হয়েছে আরও বঝানো হয়েছে পতিতাদের মূল্য শুধু তাদের দেহ এর মাঝে সীমাবদ্ধ।
মুভির শুরু হয় সুপারস্টার আরমান কাপুর এর নিহত হওয়ার ঘটনা দিয়ে,। উনি নিহত হয় তার গাড়ি এক্সিডেন্ট এ।শুটিং থেকে ফেরার পথে সে এক্সিডেন্ট হয় যে রাস্তায় সে এক্সিডেন্ট হয় সেটা তার বাড়ির ফেরার পথ না,আর সে একলা ছিল,কাউকে সে সাথে আনে নি ফেরার পথে।এই প্রশ্নগুলোর উত্তর খুজে নিতো দেখে ফেলুন মুভি টা।

আমির খান এর পাশাপাশি রানী,কারিনা দুর্দান্ত অভিনয় করেছে মুভি টাই।নওয়াজউদ্দিন এর অভিনয় ত অতুলনীয়।খুব একটা টুইস্ট না থাকলেও মুভি টা খারাপ লাগবে না অন্তত এটা বলতে পারি

Director-Rima Kagti
imdb rating -7.3
personal -8.5
rotten tomato -83%
Budget.40 crore
gross.174 crore
(হিন্দির,পাশাপাশি মারাঠি ভাষাই ও মুভিটা মুক্তি দেওয়া হয়েছিল)
Happy watching 💜💔💔💔

আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

পুলিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2018

বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে ৩ টি পদের জন্য ৪ জনের নতুন নিয়োগ  বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
পদের নাম ও বেতন ও পদ সংখ্যা:
১)সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর = ৳১০২০০ – ২৪৬৮০/- = ১টি।
২)অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক = ৳৯৩০০ – ২২৪৯০/- = ২ টি।
৩) অফিস সহায়ক = ৳৮২৫০ – ২০০১০/- = ১ টি।

বয়স সীমা: সাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বৎসর। মুক্তিযোদ্ধা পুএ- কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেএে ১৮ হতে ৩২ বৎসর।

শিক্ষাগত যোগ্যতা:
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদের জন্য:
১) এইসএসসি বা সমমানের পরীক্ষায় উওীর্ণ।
২) টাইপিং স্পিড প্রতি মিনিটে সর্বনিম্ন ৭০ টি ইংরেজী শব্দ এবং ৪৫ টি বাংলা শব্দ।
৩) কম্পিউটার ব্যবহারের ক্ষেএে Word Processing/Data Entry ও Typing এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ হতে হবে।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য:
১) এইসএসসি বা সমমানের পরীক্ষায় উওীর্ণ।
২) কম্পিউটার ব্যবহারের ক্ষেএে Word Processing/Data Entry ও Typing এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ হতে হবে।

অফিস সহায়ক:
১) ৮ম শ্রেণী পাশ ও অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে।

দেশের সকল জেলা থেকেই আবেদন করা যাবে শুধুমাএ অফিস সহায়ক পদে ঢাকা বিভাগ থেকে কেউ আবেদন করতে পারবেন না। আবেদন ফরমে ০১/১২/২০১৭ খ্রিঃ প্রার্থীর বয়স উল্লেখ করে আগামী ১৭/০১/২০১৮ খ্রিঃ এর মধ্যে পুলিশ সুপার, এপিবিএন হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, উওরা, ঢাকা’র বরাবর অফিস অফিস চলাকালীন সময়ে পৌছাতে হবে। আবেদন অবশ্যই ডাকযোগে প্রেরণ করতে হবে। সরাসরি বা হাতে হাতে কোন আবেদনপএ পাঠানো যাবে না। আবেদনপএের সাথে কোন প্রকার শিক্ষাগত যোগ্যতা সনদপএ সংযুক্ত করা যাবে না।

আবেদন ফরমের ডাউনলোড লিংক নিচে দেয়া আছে।

পুলিশ নিয়োগ 2018

আবেদন ফরমের জন্য  ক্লিক করুন

What is Bitcoin? বিটকয়েন কি? কিভাবে আয় করা যায়?

what is bitcoin

আজকাল বিটকয়েন নিয়ে লোকজনদের মধ্যে অনেক চর্চা হচ্ছে কারণ ইদানিং বিটকয়েনের মূল্য রাতারাতি আকাশ-পাতাল তফাৎ ঘটছে। তাই বিটকয়েন নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন, যেমন- বিটকয়েন কি?  Bitcoin কোথা থেকে আসে? Bitcoin কি বেআইনি? বিটকয়েন কিভাবে আয় করা যায়? বিটকয়েন মাইনিং কি?  বিটকয়েনের মূল্য কত? বিটকয়েনর সুবিধা অসুবিধা কি? আজ এই সব গুলো প্রশ্নের উওর এক সঙ্গে এই আর্টিকেলটি লেখার চেষ্টা করব। তাই সব গুলো প্রশ্নের উওর এক সঙ্গে এক জায়গায় পেতে হলে এই আর্টিকেলটি পড়তে থাকুন।

 বিটকয়েন কি?

বিটকয়েন হচ্ছে এক ধরনের মুদ্রা বা কারেন্সি। আমাদের দেশের টাকা যেমন একটি কারেন্সি, ইউএস ডলার যেমন এক ধরনের কারেন্সি, বিটকয়েনও তেমন একটি কারেন্সি। তবে বিটকয়েনকে সাধারনত ক্রিপ্টোকারেন্সি  এবং অনেকসময় ক্রিপ্টোকয়েন ও বলা হয়। এখন কথা হচ্ছে আমাদের দেশের টাকা বা ইউএস ডলারের সাথে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির পার্থক্যটি কি? আসলে পার্থক্যটি হচ্ছে বিটকয়েনের কোন ফিজিক্যাল অস্তিত্ব নেই এটি কাগজ বা কোনো ধরনের ধাতু দিয়ে বানানো হয় না। এটি আপনি হাত দিয়ে ছুতেও পারবেন না শুধু কম্পিউটার বা মোবাইলের পর্দায় এর পরিমানটা দেখতে পারবেন। অর্থাৎ এটি একটি সম্পূর্ন রুপে ডিজিটাল কারেন্সি, এটি শুধুমাএ ইন্টারনেট ও কম্পিউটার নির্ভর একটি মুদ্রা।

২০০৮ সালের অক্টোবর মাসে একব্যক্তি সাতোশি নাকামোতো (Satoshi Nakamoto) ছদ্মনাম ব্যবহার করে একটি গবেষণার ফলাফল ইন্টারনেটে প্রকাশ করে। গবেষণার শিরোনাম ছিল “Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System”। এই গবেষণায় তিনি ধারনা দেন কিভাবে কোন ব্যাংক বা মধ্যস্ত প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই পৃথিবীর যেকোন প্রান্তে লেনদেন করা যাবে। এই পদ্ধতিটি পেয়ার টু পেয়ার অর্থ্যৎ এক ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীর কাছে টাকা সরাসরি পাঠানো সম্ভব তার ব্যাখ্যা করেন। তাই বিটকয়েন নিয়ন্ত্রন করার জন্য কোন নির্দিষ্ট সরকার, ব্যাংক বা অথোরিটি থাকে না।

বিটকয়েনের মূল্য

বিটকয়েন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার আগে চলোন জেনে নেই বিটকয়েনের বর্তমান মূল্য এবং অতীতের মূল্য।

সম্পর্কিত ছবি

বিটকয়েনের মূল্য সব সময় কম বেশি হতে থাকে অনেকটা স্টক মার্কেটের মত। আমি যে মুহূর্তে এই আর্টিকেলটি লিখছি তখন ১ বিটকয়েনের মূল্য ১৫৭৬৪ ডলার যা বাংলাদেশি কারেন্সিতে প্রায় ১২ লক্ষ ৭৬ হাজার টাকা। ২০১৭ সালের ১৭ ডিসেম্বর বিটকয়েনের ইতিহাসে সর্বোচ্চ মূল্যটি উঠেছিল আর তা ছিল ২০০০০ ডলার, টাকায় প্রায় ১৬ লাখ ৪৩ হাজার টাকা। বিশেষগ্যদের মতে ২০১৮ সালে ১ বিটকয়েনের মূল্য ৬০০০০ ডলার পর্যন্ত উঠতে পারে। শুনে অবাক হবেন যে এ বছরের শুরুতেও জানুয়ারির ১ তারিখ ২০১৭ সালে ১ বিটকয়েনের মূল্য ছিল ৯৭৬ ডলার মাএ ১১ মাসের ব্যবধানে বিটকয়েনের মূল্য ২০ গুণ বেড়ে গেছে। যেহেতু এর মূল্য নির্ধারণ করার জন্য কোন অথোরিটি নেই, কোন সরকার নেই এবং কোন ব্যাংক নেই, তাই এর মূল্য উঠানামা করতে থাকে। বিটকয়েনের বর্তমান মূল্য দেখতে হলে আমাদের ওয়েবসাইটের Tools ক্যাটাগরিতে যান ওখানে Currency Converter নামে একটি টুলস আছে ওই টুলস ব্যবহার করেন।

 বিটকয়েন কি অবৈদ ?

প্রায় অনেক দেশেই বিটকয়েন লিগ্যাল কিন্তু বাংলাদেশ সরকার বিটকয়েনকে সমর্থন করেনা। অর্থাৎ বিটকয়েন অন্যান্য অনেক দেশে লিগ্যাল হলেও বাংলাদেশে এখনো বিটকয়েন লিগ্যাল নয়। আশা করা যায় ভবিষ্যতে লিগ্যাল হয়ে যেতে পারে।

 বিটকয়েন কিভাবে আয় করা যায়?

 বিটকয়েন উপার্জন করার সবচাইতে সহজ উপায় হলো, সরাসরি কিছু বিটকয়েন কিনে ফেলতে পারেন। এখন মনে করুন ১ বিটকয়েনের মূল্য ১৫৭৬৪ ডলার, আপনি ১৫৭৬৪ (ভয় পাবেন না আপনি চাইলে যেকোনো পরিমানে বিটকয়েন ক্রয় করতে পারেন, এমন নয় যে আপনাকে ১ বিটকয়েনই ক্রয় করতে হবে। আপনি চাইলে 0.00000১ বিটকয়েনও ক্রয় করতে পারেন। ) ডলারের বিনিময়ে সরাসরি এই মুদ্রা কিনে ফেলতে পারেন এবং এটি অনলাইনে আপনার অ্যাকাউন্টে ইলেক্ট্রোনিক্যালি জমা হয়ে যাবে এবং ভবিষ্যতে মূল্য বৃদ্ধি হলে তা বিক্রয় করে অনেক অর্থ আয় করা সম্ভব।


আবার এই মুদ্রা আয় করার জন্য আপনি অনলাইনে কোন সার্ভিস বা জিনিসও বিক্রি করতে পারেন। এখন মনে করুন আপনার কাছে একটি ফোন আছে বা আপনি একটি গল্পের বই লিখলেন যার মূল্য 500 ডলার। তো আপনি এই ফোনটি বা গল্পের বইটি অনলাইনে 0.0352627 বিটকয়েনের মূল্যে বিক্রি করে দিতে পারেন, এতে আপনার কাছে এই মুদ্রা চলে আসবে।

এছাড়া আপনি চাইলে বিটকয়েন মাইন করতে পারেন, আর এটিই হলো একমাএ মাধ্যম যার ফলে নতুন বিটকয়েন তৈরী হয়।  সাধারনত কোন নোট সরকার বা অথোরিটি দ্বারা তৈরী হয়ে থাকে। এর মূল্য এবং সকল প্রকারের আদান প্রদান তারা নিয়ন্ত্রন করে থাকেন। যদি কখনো কোন নোটের প্রয়োজন পড়ে তো তারা নতুন নোট ছাপাতে পারেন এবং এভাবে নতুন নোট বাজারে চলে আসে। কিন্তু বিটকয়েন প্রিন্ট করা হয়না, এবং এর নিয়ন্ত্রণকারী হিসেবে কেউ থাকে না, তবে এর একটি মূল্য রয়েছে যার ফলে শুধু নির্দিষ্ট সংখ্যক (২১ মিলিয়ন) বিটকয়েনই বাজারে থাকতে পারে। কেনোনা এই মুদ্রা অনেকবেশি বেড়ে গেলে এর মূল্য কমে যাবে, তাই এটি নিয়ন্ত্রন করার জন্য এই সিস্টেম তৈরি করা হয়েছে।আর, নতুন বিটকয়েন তৈরির কাজটি চলবে ২১৪০ সাল পর্যন্ত। তারপর আর নতুন কোন বিটকয়েন তৈরি করা হবেনা।

বিটকয়েন মাইনিং এর কাজ করতে হলে আপনার দরকার যথেষ্ট শক্তিশালি হার্ডওয়্যারযুক্ত একটি কম্পিউটার এবং অনেক সময়ের । কি ভাবে বিটকয়েন মাইনিং করতে হয় এই বিষয়টি নিয়ে অন্যএকটি আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব ।

বিটকয়েন এর সুবিধা সমূহঃ
১। লেনদেনে সরকারের কোন নিয়ন্ত্রন থাকে না।
২। কোন ব্যাংকের সাথে যোগাযোগের প্রয়োজন পরে না।
৩। লেনদেনে পরিচয় গোপন থাকে।
৪। স্বল্প সময়ে যেকোন জায়গায় টাকা পাঠানো সম্ভব হয়।
৫। সঞ্চয়ের মাধ্যমে পরবর্তিতে অধিক মূল্যে বিক্রয় করা যায়।

বিটকয়েন এর অসুবিধা সমূহঃ
১। মাইনর ট্রানজেকশন এপ্রুভ করতে অনেক সময় মাত্রাতিরিক্ত সময় নিয়ে থাকে।
২। অকেন সময় বেআইনি কাজে ব্যবহার করা হয়।
৩। কোন সেবা না পেলে তার মূল্য আর ফেরত পাওয়া যায় না।
৪। বিটকয়েন ওয়ালেট নষ্ট হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না।
৫। বাজার মূল্য অস্থিতিশীল।
অনেকেই এখন অনলাইন মাধ্যমে বিটকয়েন উপার্জন করছে। বিটকয়েন উপার্জন করার জন্য অনেক ওয়েবসাইট আছে, কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটেই গ্রাহক প্রতারিত হয়।
সব চাইতে বিশ্বাসযোগ্য বিটকয়েন আয়ের উৎস হল মাইনর হিসেবে কাজ করা। বিটকয়েনকে অনেক ওয়েবসাইটের মাধ্যমে সহজেই পেজা বা বিকাশ দিয়ে অর্থ উত্তলন কার যায়।
কিন্তু উত্তলনের পূর্বে দেখে নিবেন সাইট টি কতটুকু বিশ্বাস যোগ্য।
তাহলে আজকের মতো এ পর্যন্তই। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। 

বাংলাদেশ কাস্টম হাউজে নিয়োগ বিজ্ঞপ্তি 2018 | Bangladesh Custom Job Circular

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর অধীনে শুন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) ৬টি পদে ৪৩ জনকে এই নিয়োগ দেবে। উক্ত পদে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল:

Customs Excise & Vat Commissionerate Job Circular 2018

পদের নাম: উচ্চমান সহকারী
পদের সংখ্যা: ০৫টি পদ।
বেতন:  ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার  মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ০৩টি পদ।
বেতন:  ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক / সমমান ডিগ্রি হতে হবে। কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০।

পদের নাম : গারীচালক
পদ সংখ্যা : ০৮ টি পদ।
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: সিপাই
পদের সংখ্যা: ২২টি পদ।
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস  হতে হবে

পদের নাম: ডেসপাচ রাইডার
পদের সংখ্যা: ০১টি পদ।
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস  হতে হবে

পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ০৪ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাস।
বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা

যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://cevdsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শুরুর তারিখ: অনলাইনে আবেদনপত্র গ্রহন শুরু হবে ২৬ নভেম্বর ২০১৮ সকাল ০৯:০০ টা থেকে।

আবেদনের শেষ তারিখ:  ১২ ডিসেম্বর ২০১৮ বিকাল ০৫:০০ টা।

Apply

বিস্তারিত নিচের চিত্রে দেখুন:

আগের নিয়োগ বিজ্ঞপ্তি…

কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার অধীনে নিম্নবর্ণিত শূন্য পদগুলোয় অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৭টি পদে মোট ২৪ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

National Board Of Revenue (nbr) Bangladesh Job Circular

প্রতিষ্ঠানের নাম: কাস্টমস বন্ড কমিশনারেট

পদের নাম: সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
বেতন স্কেল: ১১,০০০/- ২৬,৫৯০/

পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
বেতন স্কেল: ১০,২০০/- ২৪,৬৮০/

পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
বেতন স্কেল: ১০,২০০/- ২৪,৬৮০/

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
বেতন স্কেল: ১০,২০০/- ২৪,৬৮০/

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০/- ২২,৪৯০/

পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস
বেতন স্কেল: ৯,৩০০/- ২২,৪৯০/

পদের নাম: সিপাই
পদ সংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,০০০/- ২১,৮০০/

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৪টি
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস
বেতন স্কেল: ৮,২৫০/- ২০০,১০/

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://cbc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এ ছাড়া বিস্তারিত দেখতে পারবেন বিজ্ঞপ্তিতে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদান শুরু: ২০/০৯/২০১৮ সকাল ১০টা।
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ১৪/১০/২০১৮ বিকেল ৫টা।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

Post Related Things: bd job today , New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির  খবর,চাকরির খবর প্রথম আলো,চাকরির বাজার,আজকের চাকরির খবর,চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,নিয়োগ বিজ্ঞপ্তি 2018,daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০১৮,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt, ,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2018,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা