অনিদ্রার সমস্যা থেকে মুক্তির উপায় – Bangla Health Tips

Bangla Health Tips: রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে তো পড়েছেন, এ দিকে ঘড়ির কাঁটা প্রায় সকাল হবো হবো করছে। আর কিছুক্ষণ পরেই ঘড়ির অ্যালার্ম নয়, পাখির ডাক শুনতে শুনতেই আপনাকে বিছানা ছাড়তে হল। এভাবে রাতটা কেটে গেল না ঘুমিয়েই। কিন্তু এই গল্পটা একদিন নয়, দিনের পর দিন যদি চলতে থাকে, তাহলে তার প্রভাব তো আপনার শরীর-মনের ওপর পড়বেই, সারাদিনের কাজও প্রভাবিত হবে এর ফলে।

অনিদ্রা হলো ঘুম আসার অক্ষমতা। ঘুমের এই ব্যাধিটি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। খিটখিটে ভাব, অবসাদ, ক্লান্তি, অমনোযোগ ও মাথাব্যথা অনিদ্রার কিছু প্রভাব। সময় বা মেয়াদকালের উপর ভিত্তি করে অনিদ্রাকে দু’ভাগে ভাগ করা হয়েছে- তীব্র অনিদ্রা এবং দীর্ঘস্থায়ী অনিদ্রা।

স্বল্প সময়ের জন্য যে অনিদ্রার সমস্যাটি হয়ে থাকে তাকে তীব্র অনিদ্রা বলা হয়। এই ধরনের অনিদ্রার সমস্যাটি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। আর অনিদ্রার সমস্যাটি যখন এক মাস বা বেশি সময়ের জন্য হয়ে থাকে তখন তাকে দীর্ঘস্থায়ী অনিদ্রা বলে। তবে, এ ক্ষেত্রে নিম্নে দেয়া পদ্ধতিগুলো অবলম্বন করলে অনিদ্রা থেকে মুক্তি মিলতে পারে, আসুন দেখে নেই পদ্ধতিগুলো।

কলা: কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আর মানুষের শরীরে পটাশিয়ামের উপস্থিতি, রাতে ঘুম কতটা গাঢ় হবে সেটি নিয়ন্ত্রণ করে। তাছাড়া কলার ট্রাইপটোফ্যান এবং ম্যাগনেসিয়াম রাতে ঘুম হতে সাহায্য করে। তাই ঘুমের ওষুধ বাদ দিয়ে রাতে নিয়মিত কলা খেয়ে বিছানায় যেতে পারেন। ঘুম হবে, নিশ্চিত!

দুধ: কলার মত দুধেও ট্রিপটোফ্যান এমিনো এসিড উপস্হিত যা সেরোটোনিন হরমোনের নিঃসরণকে বাড়িয়ে দেয় এবং ভাল ঘুমের জন্য সহায়ক। এছাড়া দুধের ক্যালসিয়াম অনিদ্রা দূর করতে সহায়ক। ঘুমুতে যাওয়ার ১ ঘন্টা পূর্বে ১ গ্লাস গরম দুধের সাথে ১ চা চামচ দারুচিনির গুড়া মিশিয়ে খেতে পারেন একটা গভীর ঘুমের জন্য।

দই: দুগ্ধজাত খাবার হিসেবে দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই উপাদান ঘুমে সাহায্যকারী ট্রাইটোফ্যান এবং মেলাটোনিন হরমোন বাড়াতে সাহায্য করে। তাই রাতে ঘুমানোর আগে দই খাওয়ার অভ্যাস গড়ে তুললে ভালো ঘুম হওয়ার সম্ভাবনা বাড়ে। তবে এই দই অবশ্যই খাঁটি হতে হবে। খাঁটি গরুর দুধ দিয়ে বানানো দই খেলেই অনিদ্রানাশক উপকারিতাটা পাবেন।

মধু: মধুর হাজারো উপকারিতার মধ্যে একটা অনেক বড় উপকারিতা হচ্ছে এটা অনিদ্রা দূর করতে অনেক সহায়তা করে। ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে হার্বাল চা বা হালকা গরম দুধের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। মধু স্নায়ু শীতল করতে সাহায্য করে। ফলে রাতে ঘুম হয় অনেক ভালো, অনিদ্রা দূরীভূত হয়।

বাদাম: অনিদ্রা দূর করার জন্য আরেকটা কার্যকরী খাবার হচ্ছে বাদাম। শরীরে সেরোটোনিন হরমোনের পরিমাণ বাড়াতে সাহায্য করে বাদাম। এই হরমোন মস্তিষ্ককে সুখের অনুভূতি সৃষ্টি করতে সাহায্য করে। বাদামেও রয়েছে ট্রাইপটোফ্যান এবং ম্যাগনেসিয়াম। রাতে ঘুমাতে যাওয়ার আগে ১০ থেকে ১৫টি বাদাম ভালো ঘুম হতে সাহায্য করবে।

ভিটামিন: বিশেষ কিছু ভিটামিন সঠিক ঘুম চক্রকে বজায় রাখার জন্য বেশ প্রয়োজনীয়। শরীরে যদি এদের ঘাটতি হয় বা মাত্রা কমে যায়, তবে অনিদ্রার সমস্যা দেখা দেয়। অনিদ্রার লক্ষণের সাথে জড়িত ভিটামিনগুলোর তালিকা নিচে দেয়া হলো:

  • ঘুম ও স্মৃতিশক্তির ক্ষেত্রে ভিটামিন এ মস্তিষ্কের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। দুধ, ডিম, মুরগি ও গরুর মাংসতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে।
  • ভিটামিন বি৩, বি৫, বি৯ ও বি১২ এর ঘাটতি অনিদ্রার সমস্যার সাথে জড়িত। এই ভিটামিনগুলোর অভাবে দুর্বলতা, অবসাদ এবং অনিদ্রা দেখা দেয়। তাই আপনার শরীরে এই ভিটামিনগুলোর চাহিদা পূরণে ডিম, মুরগি ও দুগ্ধজাত পণ্য খাওয়ার চেষ্টা করুন।
  • ভিটামিন সি এবং ই হলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধে সাহায্য করে। তাই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই এবং টক জাতীয় ফল খাওয়ার চেষ্টা করুন। এতে আপনার ভালো ঘুম হবে।

পরিশেষে, এই পদ্ধতিগুলো অবলম্বন করেও যদি অনিদ্রা দূর না হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হোন।

 লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

আমাদের জগদীশ চন্দ্র বসু – একজন বাঙালি বিজ্ঞানী

উপমহাদেশের ইতিহাসে যে কয়েকজন বৈজ্ঞানিকের কথা জানা যায়, আমাদের স্যার জগদীশ চন্দ্র বসু ছিলেন তাদের মধ্যে অন্যতম। আজ সারা বিশ্ব বেতার টেলিগ্রাফের আবিষ্কারক হিসেবে গুলিয়েলমো মার্কোনালিকেই স্মরণ করে। কিন্তু বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র যে সেই সময় অনুরূপ গবেষণার জন্য বেতারের আবিষ্কারক হতে পারতেন, সেটা কি আপনি জানেন?

জগদীশ চন্দ্র বিভিন্ন যন্ত্র আবিষ্কার করলেও পেটেন্টের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন না। এমনকি রেডিও সিগনাল শনাক্ত করণে সেমিকন্ডাক্টরের ব্যবহার বিষয়ে জগদীশ চন্দ্রের করা গবেষণাপত্র তিনি উন্মুক্ত করে দেন যেন অন্যান্য বিজ্ঞানীগণ এটি নিয়ে গবেষণা করতে পারেন। না হলে আজ অনেকগুলো পেটেন্টেরই অধিকারী হতে পারতেন এই মহাত্মা। সহকর্মীদের অনেক অনুরোধের পর মাত্র একটি পেটেন্ট সই করেছিলেন তিনি। চলুন এই মহান বাঙালি বিজ্ঞানী সম্পর্কে আজ জানা যাক।

জন্মস্থানঃ  ১৮৫৮ সালের ৩০শে নভেম্বর আমাদের বাংলাদেশে! হ্যা আপনি ঠিক পড়েছেন! আমাদেরই বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন এই মহান বিজ্ঞানী। পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন একজন ডেপুটি কালেক্টর, তখন ময়মনসিংহে কর্মরত ছিলেন। সেখানেই জগদীশ চন্দ্র জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন অত্যন্ত সহানুভূতিসম্পন্ন ও স্নেহশীলা নারী। বসু পরিবারের পৈতৃক বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জের (বিক্রমপুর) রাঢ়িখাল গ্রাম। এখনো সেই বাড়ি স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি হিসেবেই সুপরিচিত।

শিক্ষাজীবনঃ পিতা ভগবান বসু ফরিদপুরে বদলি হলে জগদীশ চন্দ্র পিতার কর্মস্থল ফরিদপুরে একটি গ্রামের স্কুলে লেখাপড়া শুরু করেন। পরবর্তীতে ১৮৬৯ সালে কলকাতার হেয়ার স্কুলে, সেখান থেকে সেন্ট জেভিয়ার্স স্কুল। পরবর্তীতে ১৮৭৫ সালে তৎকালীন প্রবেশিকা (যা বর্তমানে মাধ্যমিকের সমমান) পাশ করে ভর্তি হলেন সেইন্ট জেভিয়ার্স কলেজে এবং এরপর সুযোগ পেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার।

তারপর তিনি চলে যান বিলেতে, সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা শুরু করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি তা ছেড়ে দিয়ে কেমব্রিজে ক্রাইস্ট কলেজে প্রকৃতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি ও ১৮৮৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করে কলকাতায় ফিরে আসেন।

কর্মজীবনঃ দেশে ফিরেই তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। কলেজে শুধু যে গবেষণার জন্য কোন রকম সুবিধা দেওয়া হত না তাই নয়! তিনি ইউরোপীয় অধ্যাপকদের অর্ধেক বেতনেরও কম অর্থ পেতেন। তারই প্রতিবাদে জগদীশ চন্দ্র বেতন নেওয়া বন্ধ করে দেন এবং তিন বছর অবৈতনিক ভাবেই অধ্যাপনা চালিয়ে যান। এই প্রতিবাদের ফলে জগদীশ চন্দ্রের বেতন ইউরোপীয়দের সমতুল্য করা হয়েছিল।

গবেষণাঃ স্যার জগদীশ চন্দ্র বসু বিশ্ববাসীকে প্রথম বারের মতো জানিয়ে ছিলেন উদ্ভিদের মধ্যে আছে প্রাণশক্তি। এটি প্রমাণের জন্যে তিনি ‘ক্রেস্কোগ্রাফ’ নামক একটি যন্ত্র আবিষ্কার করেন, যা উদ্ভিদ দেহের সামান্য সাড়াকে লক্ষ গুণ বৃদ্ধি করে প্রদর্শন করে।

কিছু দিন আগেও পুরো বিশ্ববাসী রেডিওর আবিষ্কারক হিসেবে ইতালির বিজ্ঞানী মার্কোনিকেই জানত। কিন্তু ১৯৯৮ সালে প্রকাশিত ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এর প্রসিডিংসে জগদীশ চন্দ্রকে রেডিওর প্রকৃত আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কারণ, মার্কোনি তাঁর আবিষ্কারে অনেক সূক্ষ্ম যন্ত্রপাতি ব্যবহার করেছিলেন যার মধ্যে একটি হচ্ছে কোহেরার।

মজার ব্যপার হচ্ছে এই কোহেরার এর প্রকৃত আবিষ্কারক হচ্ছেন জগদীশ চন্দ্র, যা মার্কোনি বা তাঁর সমসাময়িক বিজ্ঞানীরা কেউ স্বীকার করেনি। জগচদীশ চন্দ্রের তৈরি কোহেরারটি থেকে মার্কোনি সামান্য পরিবর্তন করেছিলেন। বসুর কোহেরারটি ছিল ‘ইউ’ আকৃতির আর মার্কোনিরটি ছিল সোজা।

এছাড়াও, জগদীশ চন্দ্রের গবেষণাগুলোর মধ্যে মুখ্য ছিল অতিক্ষুদ্র তরঙ্গ নিয়ে গবেষণা। ১৮৯৫ সালে তিনি অতিক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোন তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে তা প্রেরণে সফলতা পান। ১৮৮৭ সালে বিজ্ঞনী হেরৎস প্রত্যক্যভাবে বৈদ্যুতিক তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন। এ নিয়ে আরও গবেষণা করার জন্য তিনি চেষ্টা করছিলেন যদিও শেষ করার আগেই তিনি মারা যান।

জগদীশ চন্দ্র তার অসমাপ্ত কাজ সমাপ্ত করে সর্বপ্রথম প্রায় ৫ মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ তৈরি করেন। এ ধরণের তরঙ্গকেই বলা হয়ে অতি ক্ষুদ্র তরঙ্গ বা মাউক্রোওয়েভ। আধুনিক রাডার, টেলিভিশন, এমনকি মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে এই তরঙ্গের ভূমিকা অনস্বীকার্য। মূলত এর মাধ্যমেই বর্তমান বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান ঘটে থাকে।

লেখালেখিঃ জগদীশ চন্দ্রের সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুত্ব ছিলো গভীর। কবিগুরু সাহিত্যরসে প্রগাড় হলেও বিজ্ঞানের বিষয়ে তিনি নিতান্ত জ্ঞান শুন্য, অন্যদিকে জগদীশ চন্দ্র বিজ্ঞানে নিপুণ হলেও সাহিত্যজ্ঞানে ছিলেন তুচ্ছ। সেদিক থেকে তাঁদের বন্ধুত্বের ফলে একদিকে রবীন্দ্রনাথ জগদীশ চন্দ্রের কাছ থেকে বিজ্ঞানের ব্যাপারে জানতেন এবংজগদীশ চন্দ্র রবীন্দ্রনাথের থেকে সাহিত্য সম্পর্কে জানতেন।

জগদীশ চন্দ্রকে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ প্রভাবিত করতে পেরেছিলেন। আর সেই প্রভাবেই ১৮৯৬ সালে জগদীশ চন্দ্র ‘নিরুদ্দেশের কাহিনী’ নামক একটি গল্প লিখে ফেলেন। পরে অবশ্য একে আরো বিসতৃত করে ‘অব্যক্ত’ নামক রচনাসমগ্রে ‘পলাতক তুফান’ নামে সংকলিত করা হয়। বাংলা ভাষায় এটিই প্রথম সায়েন্স ফিকশন। অর্থাৎ বাংলা সায়েন্স ফিকশনও আমাদের স্যার জগদীশ চন্দ্রের হাত ধরে এসেছে।

সম্মাননাঃ স্যার জগদীশ চন্দ্র বসু ভূষিত হয়েছেন অসংখ্য সম্মাননায় সেগুলোর মধ্যে অন্যতম গুলো তুলে ধরা হল।

  • আমাদের বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু ১৯৩৭ সালের ২৩শে নভেম্বরে, ৭৮ বছর বয়সে মারা যান। তারই স্মরণে চাঁদের একটি আগ্নেয়গিরির জ্বালামুখের নামকরণ করা হয়েছে ‘বোস ক্রাটার’ নামে।
  • জন্ম শতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ১৯৫৮ সালে পশ্চিম বাংলায় বৃত্তি ব্যবস্থা চালু করা হয়। একই বছর ভারত সরকার তাঁর স্মরণে তাঁর ছবি সম্বলিত ডাকটিকেট প্রচলন করে।
  • জীবদ্দশায় তিনি ভূষিত হয়েছেন নানা উপাধিতে। যেমন, নাইট ব্যাচেলর উপাধি, রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন, ভিয়েনা একাডেমী অব সায়েন্সের সদস্য হয়েছেন।
  • এছাড়াও, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনকে তাঁর স্মরণে ‘আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন’ নামকরণ করা হয়।

 লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি – চাকরির খবর ২০১৮

বিয়াম ফাউন্ডেশন পরিচালিত স্কুলসমূহের মধ্যে বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়ার জন্য ৭টি পদে মোট ১৫ জনকে নিয়োগে দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-

মাধ্যমিক শাখাঃ
পদের নাম : সহকারী শিক্ষক (বাংলা-০১, ইংরেজি-০২, গণিত-০১, পদার্থ-০২)
পদ সংখ্যা : ০৬ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি-এইচএসসি/স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ওঁ সমমানের বি-গ্রেড থাকতে হবে (সি-গ্রেড গ্রহনযোগ্য নয়)।
বেতন স্কেল : ১২,৫০০ – ৩০,২৩০ টাকা

মাধ্যমিক শাখাঃ
পদের নাম : সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/ সমমানের ডিগ্রি সহ বি.পি.এড/এম.পি.এড পাশ।
বেতন স্কেল : ১২,৫০০ – ৩০,২৩০ টাকা

প্রাথমিক শাখাঃ
পদের নাম : সহকারী শিক্ষক (বাংলা-০২, গণিত-০১)
পদ সংখ্যা : ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি-এইচএসসি/স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ওঁ সমমানের বি-গ্রেড থাকতে হবে (সি-গ্রেড গ্রহনযোগ্য নয়)।
বেতন স্কেল : ১১,৩০০ – ২৭,৩০০ টাকা

প্রাথমিক শাখাঃ
পদের নাম : সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা)
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : দাখিল-আলিম/ ২য় শ্রেণির ফাজিল ডিগ্রি ও সমমান কমপক্ষে জিপিএ ২.০০-৩.০০ (কোন স্তরে ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়)
বেতন স্কেল : ১১,৩০০ – ২৭,৩০০ টাকা

প্রাথমিক শাখাঃ
পদের নাম : সহকারী শিক্ষক (ড্রইং)
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি-এইচএসসি/স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ ইনষ্টিটিউট হতে জিপিএ ২.০০-৩.০০/২য় শ্রেণির ব্যাচেলর অব ফাইন আর্টস ডিগ্রি থাকতে হবে (কোন স্তরে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়)।
বেতন স্কেল : ১১,৩০০ – ২৭,৩০০ টাকা

প্রাথমিক শাখাঃ
পদের নাম : সহকারী শিক্ষক (সঙ্গীত)
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি-এইচএসসি/স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ ইনষ্টিটিউট হতে জিপিএ ২.০০-৩.০০/২য় শ্রেণির ব্যাচেলর অব পারফরমিং আর্টস ডিগ্রি থাকতে হবে (কোন স্তরে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়)।
বেতন স্কেল : ১১,৩০০ – ২৭,৩০০ টাকা

প্রাথমিক শাখাঃ
পদের নাম : সহকারী শিক্ষক (সাধারণ)
পদ সংখ্যা : ০২ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি-এইচএসসি/স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিভাগে বি-গ্রেড(কোন স্তরে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়)।
বেতন স্কেল : ১১,৩০০ – ২৭,৩০০ টাকা

আবেদনের নিয়মআগ্রহী প্রার্থীদের মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ৬৩, নিউ ইস্কাটন, ঢাকা-১০০০, এই ঠিকানা বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। ‍আবেদনপত্রের সাথে অবশ্যই জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সম্প্রতি তোলা ২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে।

এছাড়াও আবেদন পত্রের সাথে প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর সোনালী ব্যাংক, মগবাজার শাখা, ঢাকার অনুকূলে ৩০০ টাকার ব্যাংক-ড্রাফট অথাবা পে-অর্ডার (অফেরতযোগ্য) দাখিল করতে হবে।

আবেদপত্র এবং খামের উপর অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০১৮ ইং তারিখ অফিস চলাকালীন সমেয়ে আবেদন করতে পারবেন।

আরও বিস্তারিত জানতে নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন…

নতুন চাকরির খবর সবার আগে পেতে


সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ লিখিত পরীক্ষার ফলাফল / রেজাল্ট ২০১৮

Bangladesh Police Special Branch (SB) Job Exam Result 2018

স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকার গত ০২ নভেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত রিপোর্টার, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম  কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরসমূহ নিচে দেয়া হল এবং উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিক ও সময়সূচী দেয়া আছে:

ডাউনলোড

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ উচ্চমান সহকারী ও অফিস সহায়ক পদের প্রার্থীদের মৌখিক/সাক্ষাৎকার পরীক্ষার তারিখ ও সময়সূচী

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ রিপোর্টার, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিক ও সময়সূচী:

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

Post Related Things: bd job today , BD Police Special Branch (SB) Job Circular 2018, police.gov.bd circular, Police Special Branch (SB) Job Circular 2018, police.gov.bd Application form, BD police Application form, সরকারী চাকরির  খবর,চাকরির খবর প্রথম আলো,চাকরির বাজার,আজকের চাকরির খবর,চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,নিয়োগ বিজ্ঞপ্তি 2018,daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০১৮,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt, ,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2018,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা

কর কমিশনার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

কর কমিশনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ( kor commission job circular 2018) প্রকাশ হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ , কর কমিশনার (আপীল) এর কার্যালয়- চট্টগ্রাম এর অধিক্ষেত্রাধীন জেলাসমূহের স্থায়ী নাগরিকদের এ নিয়োগ দেয়া হবে। ৭টি পদে মোট ১৮ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-

Tax Commissioner office Job Circular 2018 – 2019

পদসমূহের বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ

পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা : ০২ টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম : উচ্চমান সহকারী
পদ সংখ্যা : ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্যবিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ।
বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম : সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা : ০৫ টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম :  অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা : ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম :  গাড়ী চালক
পদ সংখ্যা : ০২ টি
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম :  অফিস সহায়ক
পদ সংখ্যা : ০২ টি
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা

পদের নাম :  নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা

যে সকল জেলা থেকে আবেদন করা যাবে: চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি  (অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী পদে বান্দরবান এবং কুমিল্লা থেকে আবেদন করা যাবে না)।

আবেদনের সময়-সীমা: ৩ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া: বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনপত্র স্ব-হস্তে পূরণ করে কর কমিশনার (আপীল), কর আপীল অঞ্চল, চট্টগ্রাম, বাড়ী নং-২২৭/২২৮, রোড নং-২, সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম এই ঠিকানায় পাঠাতে হবে।

আরও বিস্তারিত জানতে নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করেনিন।


ডাউনলোড

Post Related Things: কর কমিশনারের কার্যালয় চাকরি ,কর কমিশনারের কার্যালয় চাকরির বিজ্ঞপ্তি ,কর কমিশনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ,কর কমিশন কার্যালয় চাকরি ,কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি,কর কমিশনারের কার্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি 2018,কর কমিশন নিয়োগ ২০১৮,কর কমিশন নিয়োগ 2018কর কমিশন চাকরি ২০১৮,কর কমিশন চাকরি 2018,কর কমিশনে চাকরি,কর কমিশনে চাকরি 2018,কর কমিশনে চাকরি ২০১৮, tax commission job circular 2018,bangladesh kor commission job circular,taxes zone 2 dhaka job circular,taxes zone ctg job circular,

৩৭তম বিসিএস নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত – 37 BCS non cadre

37 BCS non cadre job circular 2018

সরকার কর্তৃক জারীকৃত নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নিকট হতে শূন্য পদে নিয়োগের রিকুইজিশন প্রাপ্তি সাপেক্ষে প্রথম শ্রেণি[গ্রেড-৯]/দ্বিতীয় শ্রেণি গ্রেড[১০, ১১  ও ১২] নন-ক্যাডার পদে সরকারী কর্ম কমিশন কর্তৃক সুপারিশ প্রদানের লক্ষে ক্যাডার পদে নিয়োগ না পাওয়া ৩৪৫৪ জন প্রার্থীর নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করে সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করছে।

আবেদনের নিয়ম: নন-ক্যাডার প্রার্থীদের http://bpsc.teletalk.com.bd এই ওয়েবসাইট ব্যবহার করে নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত আবেদন ফরম অনলাইনে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১১ ডিসেম্বর ২০১৮ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।

নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – DC Office Job

জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা ও এর আওতাধীন অফিসসমূহের সাধারণ প্রশাসন/নেত্রকোণা সার্কিট হাউজে জনবল নিয়োগের জন্য নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহবান করেছে। মোট ৩টি পদে ৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

কর্মস্থল/দপ্তরের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যা: ৩টি
বেতন স্কেল: ৮,২৫০/-২০,০১০/ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদের সংখ্যা: ৪টি
বেতন স্কেল: ৮,২৫০/-২০,০১০/ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ

কর্মস্থল/দপ্তরের নাম: নেত্রকোণা সার্কিট হাউজ

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০/-২০,০১০/ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ

* প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নেত্রকোণা জেলার বাসিন্দা হতে হবে।
* চাকরির নির্ধারিত আবেদন ফরম জেলা প্রশাসক নেত্রকোণা এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা নেজারত শাখা থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনের নিয়ম: আবেদনের নিয়ম, যোগ্যতা  এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনপত্র পৌছানোর শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ডিসেম্বর ২০১৮ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

Post Related Things: চাকরির খবর,চাকরির খবর ২০১৮,চাকরির পত্রিকা আজকের,আজকের চাকরির খবর,আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, চাকরির খবর, bd govt jobs, all jobs bd newspaper, চাকরির খবর ২০১৮ সরকারি,সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজারআজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকাআজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮, নিয়োগ বিজ্ঞপ্তি 2018, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০১৮ সরকারি,চাকরির খবর ২০১৮,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,সাপতাহিক চাকরির খবর.com,সপ্তাহিক চাকরির খবর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

bou job

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একাধিক শুন্য পদে নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দুটি আলাদা সার্কুলারে মোট ৩০ টি পদে ৪৯ জনকে নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। পদ গুলোতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।  আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-

Bangladesh Open University Job Circular 2018

  1. পদের নাম : যুগ্ম-পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা)
    পদের সংখ্যা : 
    ০১
    বিভাগ : প্রশাসন
    বেতন স্কেল : ৫০,০০০-৭১,২০০ টাকা
  2. পদের নাম : যুগ্ম-পরিচালক
    পদের সংখ্যা : 
    ০১
    বিভাগ : তথ্য ও যোগাযোগ
    বেতন স্কেল : ৫০,০০০-৭১,২০০ টাকা
  3. পদের নাম : যুগ্ম-পরিচালক
    পদের সংখ্যা : 
    ০১
    বিভাগ : স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস
    বেতন স্কেল : ৫০,০০০-৭১,২০০ টাকা
  4. পদের নাম : সিস্টেম অ্যানালিস্ট
    পদের সংখ্যা : 
    ০১
    বিভাগ : কম্পিউটার
    বেতন স্কেল : ৫০,০০০-৭১,২০০ টাকা
  5. পদের নাম : সিস্টেম অ্যানালিস্ট (বিমস্‌)
    পদের সংখ্যা :
     ০১
    বিভাগ : কম্পিউটার
    বেতন স্কেল : ৫০,০০০-৭১,২০০ টাকা
  6. পদের নাম : উপ-পরিচালক
    পদের সংখ্যা : 
    ০১
    বিভাগ : উপাচার্যের দপ্তর
    বেতন স্কেল : ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা
  7. পদের নাম : উপ-পরিচালক (প্রডাকশন)
    পদের সংখ্যা : 
    ০১
    বিভাগ : মিডিয়া
    বেতন স্কেল : ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা
  8. পদের নাম : উপ-পরিচালক (প্রকৌশল)
    পদের সংখ্যা :
     ০১
    বিভাগ : মিডিয়া
    বেতন স্কেল : ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা
  9. পদের নাম : সহকারী পরিচালক (কাউন্সিল)
    পদের সংখ্যা : 
    ০১
    বিভাগ : প্রশাসন
    বেতন স্কেল : ২৯,০০০-৬৩,৪১০ টাকা
  10. পদের নাম : সহকারী পরিচালক (সার্ভে)
    পদের সংখ্যা : 
    ০১
    বিভাগ : পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ
    বেতন স্কেল : ২৯,০০০-৬৩,৪১০ টাকা
  11. পদের নাম : সহকারী পরিচালক (প্রশাসন)
    পদের সংখ্যা : 
    ০১
    বিভাগ : প্রশাসন
    বেতন স্কেল : ২৯,০০০-৬৩,৪১০ টাকা
  12. পদের নাম : সহকারী আঞ্চলিক পরিচালক
    পদের সংখ্যা : 
    ০২
    বিভাগ : স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস
    বেতন স্কেল : ২৯,০০০-৬৩,৪১০ টাকা
  13. পদের নাম : হার্ডওয়্যার মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (বিমস্‌)
    পদের সংখ্যা : 
    ০১
    বিভাগ : কম্পিউটার
    বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
  14. পদের নাম : প্রশাসনিক কর্মকর্তা (সাধারণ প্রশাসক)   
    পদের সংখ্যা : ০১
    বিভাগ : প্রশাসন
    বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা
  15. পদের নাম : আর্ট অফিসার
    পদের সংখ্যা : 
    ০১
    বিভাগ : প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ
    বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা
  16. পদের নাম : প্রশাসনিক কর্মকর্তা
    পদের সংখ্যা : 
    ০১
    বিভাগ : স্কুল অব বিজনেস
    বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা
  17. পদের নাম : টেকনিক্যাল অফিসার
    পদের সংখ্যা : 
    ০১
    বিভাগ : মিডিয়া
    বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা
  18. পদের নাম : সেকশন অফিসার
    পদের সংখ্যা : 
    ০২
    বিভাগ : প্রশাসন
    বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
  19. পদের নাম : হিসাবরক্ষক
    পদের সংখ্যা : 
    ০১
    বেতন স্কেল : ১২,৫০০-৩০,২৩০ টাকা
  20. পদের নাম : লাইব্রেরী সহকারী
    পদের সংখ্যা : 
    ০২
    বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা
  21. পদের নাম : ক্লাসিফায়ার
    পদের সংখ্যা : 
    ০১
    বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা
  22. পদের নাম : প্রোডাকশন সহকারী
    পদের সংখ্যা : 
    ০১
    বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা
  23. পদের নাম : মেক-আপ-আর্টিস্ট
    পদের সংখ্যা : 
    ০১
    বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা
  24. পদের নাম : লিফট মেকানিক
    পদের সংখ্যা : 
    ০১
    বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
  25. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদের সংখ্যা : 
    ০১
    বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
  26. পদের নাম : নিরাপত্তা প্রহরী
    পদের সংখ্যা : 
    ০৫
    বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা
  27. পদের নাম : অফিস সহায়ক
    পদের সংখ্যা : ১০

    বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা
  28. পদের নাম : হেলপার ফর ডেমোনেস্ট্রেশন
    পদের সংখ্যা : ০১

    বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা
  29. পদের নাম : ফিল্ড বেয়ারার
    পদের সংখ্যা : ০১

    বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা
  30. পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী
    পদের সংখ্যা : ০২

    বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://www.bou.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।




সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরির বিজ্ঞপ্তি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর শূণ্য পদগুলো পূরনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২০টি পদে ২৯ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-

Dhaka University of Engineering & Technology DUET Job Circular 2018

পদের নাম : অধ্যাপক
বিভাগ: যন্ত্রকৌশল।
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ৫৬,৫০০/- ৭৪,৪০০/ টাকা

পদের নাম : সহযোগী অধ্যাপক
বিভাগ: যন্ত্রকৌশল।
পদসংখ্যা: ০২টি
বেতনস্কেল: ৫০,০০০/- ৭১,২০০/ টাকা

পদের নাম : সহযোগী অধ্যাপক
বিভাগ: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল।
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ৫০,০০০/- ৭১,২০০/ টাকা

পদের নাম : সহকারী পরিচালক
বিভাগ: Institutional Quality Assurance Cell (IQAC)।
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ২৯,০০০/- ৬৩,৪১০/ টাকা

পদের নাম : প্রভাষক
বিভাগ: Institute of Information and Communication Technology (IICT).
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা

পদের নাম : এসিসটেন্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
বিভাগ: আইসিটি সেল
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা

পদের নাম : মেডিকেল অফিসার
বিভাগ: মেডিকেল সেন্টার
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা

পদের নাম : সহকারী টেকনিক্যাল অফিসার
বিভাগ: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল।
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা

পদের নাম : প্রশাসনিক কর্মকর্তা
বিভাগ: Institutional Quality Assurance Cell (IQAC).
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা

পদের নাম : একাউনটেন্ট
বিভাগ: কম্পট্রোলার অফিস
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ১১,৩০০/- ২৭,৩০০/ টাকা

পদের নাম : সহকারী একাউনটেন্ট
বিভাগ: কম্পট্রোলার অফিস
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ১১,০০০/- ২৬,৫৯০/ টাকা

পদের নাম : ল্যাব সহকারী
বিভাগ: ফুড ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ১১,০০০/- ২৬,৫৯০/ টাকা

পদের নাম : টেকনিশিয়ান
বিভাগ: ফুড ইঞ্জিনিয়ারিং , তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল
পদসংখ্যা: ০২টি
বেতনস্কেল: ১১,০০০/- ২৬,৫৯০/ টাকা

পদের নাম : সিনিয়র অফিস এসিসটেন্ট কাম কম্পিউটার অপারেটর
বিভাগ: রেজিস্ট্রার অফিস
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ১১,০০০/- ২৬,৫৯০/ টাকা

পদের নাম : অফিস এসিসটেন্ট কাম কম্পিউটার অপারেটর
বিভাগ: রেজিস্ট্রার অফিস , ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রেডাকশন ইঞ্জিনিয়ারিং, আইসিটি সেল, Institutional Quality Assurance Cell (IQAC).
পদসংখ্যা: ০৪টি
বেতনস্কেল: ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা

পদের নাম : ক্যাটালগার
বিভাগ: কেন্দ্রীয় লাইব্রেরী
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা

পদের নাম : বাবুর্চি
বিভাগ: ভিসি মহোদয়ের রেসিডেন্স
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ৮,৫০০/- ২০,৫৭০/ টাকা

পদের নাম : অফিস সহায়ক
বিভাগ: প্রকৌশল অফিস, Institutional Quality Assurance Cell (IQAC), পরিচালক(সিআরটিএস)
পদসংখ্যা: ০৩টি
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা

পদের নাম : হেলপার
বিভাগ: প্রকৌশল অফিস।
পদসংখ্যা: ০১টি
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা

পদের নাম : নিরাপত্তা প্রহরী
বিভাগ: রেজিস্ট্রার অফিস, নিরাপত্তা শাখা।
পদসংখ্যা: ০৩টি
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা

আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://www.duet.ac.bd পাওয়া যাবে

আবেদনের সময়সীমা: ২৩ ডিসেম্বর ২০১৮ মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

শিক্ষাগত যোগ্যতা এবং বিস্তারিত জানতে নিচের বিজ্ঞাপনে দেখুন…


নতুন চাকরির খবর সবার আগে পেতে



সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

Post Related Things: bd job today , new job circular 2018, চাকরির খবর প্রথম আলো,সরকারী চাকরির  খবর, চাকরির বাজার, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি 2018, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০১৮,চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির ডাক পত্রিকা, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com,daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, ,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2018, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা

নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ নৌবাহিনীর কাপ্তাইস্থ প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের জন্য প্রশিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত পদসমূহে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল:

পদের নাম : প্রশিক্ষক (রসায়ন)
পদ সংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা : রসায়ন বিজ্ঞানে ন্যূনতম বিএসসি (সম্মান) দ্বিতীয় শ্রেণি অথবা গ্রেডিং সিস্টেমে সিজিপিএ ২.৫০ ।
বেতন : ২৬,০০০ টাকা

পদের নাম : প্রশিক্ষক (পদার্থ)
পদ সংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা : পদার্থ বিজ্ঞানে ন্যূনতম বিএসসি (সম্মান) দ্বিতীয় শ্রেণি অথবা গ্রেডিং সিস্টেমে সিজিপিএ ২.৫০ ।
বেতন : ২৬,০০০ টাকা

আবেদনের সময়সীমা: ২৯ নভেম্বর ২০১৮

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণকে অধিনায়ক বানৌজা শহীদ মোয়াজ্জম বরাবর আবেদনপত্র, বায়োডাটা, ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয়তা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ স্বশরীরে “বানৌজা শহীদ মোয়াজ্জম কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা” এই ঠিকানায় যোগাযোগ করতে হবে।

বিস্তারিত বিজ্ঞাপনে দেখুন…

নতুন চাকরির খবর সবার আগে পেতে


সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

Post Related Things:  নিয়োগ বিজ্ঞপ্তি 2018,daily education, bd job today , New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির  খবর,চাকরির খবর প্রথম আলো,চাকরির বাজার,আজকের চাকরির খবর,চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,নিয়োগ বিজ্ঞপ্তি 2018,daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০১৮,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt, ,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2018,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা