-

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্যবিদ্যালয় ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভর্তির নিয়ম এবং ভর্তির পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে নিচে প্রদত্ত ভর্তি বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন শুরুঃ ০২ সেপ্টেম্বর ২০১৮

আবেদন শেষঃ ২০ সেপ্টেম্বর ২০১৮

ভর্তি পরীক্ষাঃ ১৩ অক্টোবর ২০১৮ সকাল ৯ঃ৩০ A Unit এবং দুপুর ২ঃ৩০ B  Unit

ইউনিট পরিচিতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি ইউনিট রয়েছে-একটি A ইউনিট অন্যটি B ইউনিট ।

A ইউনিট

বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য
      B ইউনিটশুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য

B ইউনিট কে আবার দুটি সাবগ্রুপে ভাগ করা হয়েছে

B1 ইউনিটসকল ইঞ্জিনিয়ারিং বিষয় এর জন্য।
B2 ইউনিটআর্কিটেকচার এর জন্য।
  • কেউ চাইলে শুধু বি -১ এ এক্সাম দিতে পারবে কিংবা চাইলে বি-২ সহ এক্সাম দিতে পারবে।
  • ডিপ্লোমা পাস করা শিক্ষার্থী রা এক্সাম দিতে পারবে |

ফরমের মূল্য

A ইউনিট৮০০ টাকা
B1 ইউনিট৮০০ টাকা
B2 ইউনিট৯০০ টাকা

আবেদনের যোগ্যতা

  1.  SSC/সমমান পাশ করতে হবেঃ ২০১৫ বা ২০১৭
  2. HSC/সমমান পাশ করতে হবেঃ ২০১৭ বা ২০১৮
A ইউনিটA ইউনিটের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই- এসএসসি ও এইচএসসি পরিক্ষায় নূন্যতম জিপিএ ৩.০সহ মোট ৬.৫ থাকতে হবে।
B ইউনিটB ইউনিটের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই- এসএসসি ও এইচএসসি পরিক্ষায় নূন্যতম জিপিএ ৩.০সহ মোট ৭.০ থাকতে হবে।
  • বিজ্ঞান বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীরা A ও B দুইটি ইউনি্টেই আবেদন করতে পারবেন।

আসন সংখ্যা

 ইউনিটআসন সংখ্যা
A ইউনিটমানবিক- ৩১০
বিজ্ঞান-২২০
বাণিজ্য- ৮৩

A ইউনিটে মোট আসন ৬১৩ টি

B1 ইউনিট৯৫০
B2 ইউনিট৪০

B ইউনিটে মোট আসন ৯৯০ টি

সংরক্ষিত আসন

মুক্তিযোদ্ধার সন্তান২৮
ক্ষুদ্র নৃগোষ্ঠী২৮
প্রতিবন্ধী১৪
পোষ্য১৬
বিকেএসপি
মোট১০০

পরীক্ষার মানবন্টন

A ইউনিট

বিভাগ

পরীক্ষার বিষয়

সময়

বিজ্ঞান বিভাগের জন্যইংরেজি-২০

বাংলা-১০

পদার্থবিজ্ঞান-১০

গণিত/জীববিজ্ঞান-১০

রসায়ন-১০

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি-১০

১ ঘন্টা ৩০ মিনিট
লিখিত পরীক্ষা -৭০

রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০

সর্বমোট -১০০
মানবিক বিভাগের জন্যইংরেজি ২০

বাংলা ১০

মাধ্যমিক পর্যায়ের গণিত-১০

অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ইতিহাস ও ইসলামের ইতিহাস, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়-৩০

১ ঘন্টা ৩০ মিনিট
লিখিত পরীক্ষা -৭০

রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০

সর্বমোট -১০০
বাণিজ্য বিভাগের জন্যইংরেজি-২০

বাংলা-১০

মাধ্যমিক পর্যায়ের গণিত-১০

হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসংগ-৩০

১ ঘন্টা ৩০ মিনিট
লিখিত পরীক্ষা -৭০

রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০

সর্বমোট -১০০

B ইউনিট

ইউনিট

পরীক্ষার বিষয়

সময়

B1 ইউনিটইংরেজি -১০

পদার্থ- ২০

রসায়ন -২০

গণিত -২০

১ ঘন্টা ৩০ মিনিট
লিখিত পরীক্ষা=৭০

রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০

সর্বমোট = ১০০
B2 ইউনিটইংরেজি -১০

পদার্থ- ২০

রসায়ন -২০

গণিত -২০

ড্রইং ও স্থাপত্য বিষয়ে সাধারণ জ্ঞান-৩০

১ ঘন্টা ৩০ মিনিট+ ১ ঘন্টা=২ঘন্টা ৩০ মিনিট
সর্বমোট = ১০০

SUST Admission Circular


প্রস্ততির ক্ষেত্রে করণীয় : প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আলাদা করে কিছু প্রস্তুতি নিতে হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও তোমাকে আলাদা কিছু বিষয় নিয়ে ভাবতে হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিবে সে সম্পর্কে নিচে আলোচনা করা হল।

পদার্থ, রসায়ন এবং ম্যাথ এর সূত্রের জন্য আলাদা আলাদা নোট তৈরি  করতে হবে । এই নোটটিতে অধ্যায়ভিত্তিক ছোট-বড়, জানা-অজানা সকল সূত্র থাকতে হবে। যেন পরীক্ষার আগে বা যেকোন প্রয়োজনে তুমি সহজে দেখে নিতে পার।সূত্রগুলো থেকে কীভাবে ম্যাথ আসতে পারে তা ভাবো।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে  গণিতে সিদ্ধহস্ত হতে হবে। গণিতে ভাল প্রস্তুতি এর জন্য বিগত দশ বছরের প্রশ্ন দেখার পাশাপাশি মূল বইয়ের ম্যাথ Step by step প্রতিটাই করার পাশাপাশি কৌশলগুলোও মনে রাখতে হবে।এছাড়া বিগত ৬-৭ বছরের সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে হবে । কখনই কোন বিষয় না বুঝে এড়িয়ে যাবে না।

সর্বশেষ প্রকাশিত