-

মান্নার আম্মাজান | Movie Review

কিছু কিছু সিনেমা তৈরি হয় সেই সিনেমায় অভিনীত কলাকুশলীদের জন্যই,সব সময়ের জন্য মানুষের মনে গেঁথে যায় নাহ এই সিনেমা তাকে ছাড়া হতোই না।ঠিক তেমনি বাংলাদেশের সুপরিচিত অভিনেতা প্রয়াত “এস এম আসলাম তালুকদার” উরফে মান্নার ঝুলিতে যদি এমন সিনেমা থেকে থাকে সেটা হবে “আম্মাজান”

ডিপজল খুব ভালো সুনাম তার নেই কিন্তু এমন গল্প মন থেকে লিখার জন্য সে অবশ্যই প্রশংসা দাবিদার 👏 তখনকার সময়ে এই সিনেমার দারুণ জনপ্রিয়তা ছিলো যদিও আমি মুক্তি সালে সিনেমাটি দেখি নাই দেখেছিলাম আরো পরে।এমন রাজকীয় পরিচালনার জন্য “কাজী হায়াৎ” সে বছর পায় দেশের সব চেয়ে পুরষ্কার জাতীর চলচ্চিত্র পুরষ্কার। এছাড়া গল্পের মূল চরিত্র “বাদশা” পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার।ও হ্যা এই সিনেমার একটা গান যা এতোটাই জনপ্রিয় হয়েছিলো যার প্রভাব আজো দেখা যায়, এমন একটা মানুষ পাওয়া যাবে না যে এই গানটা পছন্দ করেন না,আমারও অনেক পছন্দের তাই নিজেই গানটা গাওয়ার চেষ্টা করেছি আর পেরেছিলাম যদিও আমি শিল্পী না কিন্তু মন থেকে গেয়েছিলাম কিছু মানুষ পছন্দও করেছিলেন 😁

মান্নার অনেক গুলো ছবি আমি দেখেছি কিন্তু আম্মাজান সব থেকে বেশির সেরা এছাড়া তার অভিনীত কষ্ট সিনেমাটিও দারুণ।আসলেই এই আম্মাজান সিনেমা নিয়ে বলা শুরু করলে তা শেষ হবে না,এর একটাই কারণ দারুণ অভিনয়,দারুণ গল্প,দারুণ পরিচালনা,দারুণ সব গান সব মিলিয়ে বাংলাদেশের একটি সিনেমা যা আসলেই সম্পদস্বরুপ আকারে থাকবে সব সময়।

অভিনয়সংক্ষেপ-
শাবনামঃ শাবনাম ম্যাডামের পরিচিতি অভিনয় দক্ষতা দেশের কারো অজানা না।সেই পাকিস্তান আমল থেকেই তার জনপ্রিয়তা বহুবার পাকিস্তান দাবী করেছেন শাবনাম পাকিস্তানী শিল্পী কিন্তু শাবনাম ম্যাডাম এ কথা মানতে নারাজ।উর্দু, হিন্দি,বাংলা সব ধরণের সিনেমার জন্য তিনি ছিলেন সর্বেসর্বা। আজা সানাম,দিওয়ানা,লোহা,টাইস অফ ব্লাড সিনেমার গুলো জন্য তিনি ছিলেন বেশ পরিচিত।এই সিনেমায় তাকে দেখা যাবে একজন মমতাময়ী মা হিসেবে যে তার সন্তানের সাথে ২২বছর যাবত কথা বলে না,দেখা যাবে বিভিন্ন ধরণের এক্সপ্রেশনের আসা যাওয়া যেগুলো আপনাকে করবে পুলকিত।

মান্নাঃ একটু শহর কেন্দ্রিক বর্বরতা ধাচের সিনেমার জন্য মান্নার দারুণ সুনাম রয়েছেন অনেক আগে থেকেই।তার ভক্ত সংখ্যা এ কারণেই আজো বেশ অনেক।সন্ত্রাসী কর্মকাণ্ড কেমন হতে পারে কেমন হতে পারে একজনের প্রভাব তা আসলে মান্না তার সিনেমায় সেভাবে উপস্থাপন করতে পারেন আমার মনে হয় না উনার মতো ভালো কেউ করতে পারবেন।এতো দারুণ অভিনয় চলচ্চিত্রপ্রেমী মানুষ হয়তো সব সময় মনে রাখবে।এখন হয়তো অনেকে মান্নার কিছু কুরুচিপূর্ণ মানহীন সিনেমার কথা বলবেন! তখন আমি বলবো ভাই বেছে বেছে ভালো জিনিষটা খান শান্তি পাবেন।এই সিনেমায় আপনি মান্নার অভিনয়ে মুগ্ধ হবে ১০০% নিশ্চিত 

কাহিনীসংক্ষেপঃ
লাল মিয়া একটি কারখানার সুপারভাইজার হিসেবে কাজ করেন,এক দুর্ঘটনায় সে বৈদ্যুতিক শক খেয়ে মারা যান।লাল মিয়ার স্ত্রী জাহানারা এবং পুত্র সন্তান তখন কি করবে ভেবে পাচ্ছিলো না সাহায্যের জন্য কারখানা মালিকের কাছে তারা যায় এবং লাঞ্ছিত হয় বাদশার মা আর নিজের সামনে নিজের মায়ের এমন অপমান সহ্য করতে না পেরে আইন নিজের হাতে তুলে নেন নাবালক বাদশা কিন্তু বাদশা নাবালক হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে করেন তার মাকে কিন্তু বাদশা মাকে ছাড়তে নারাজ সেও তার মার সাথে জেলে চলে যায় আর পাড় করেন ২২টি বছর কিন্তু এই ২২ বছরের জাহানারা তার ছেলের সাথে একটা কথাও বলে নাই। জেল থেকে বের হবার পরে কেমন হয় বাদশা এবং তার মায়ের পরবর্তী জীবন! বাকি গল্পের খননের কাজ সম্পন্ন করতে হলে অবশ্যই দেখতে হবে আপনাকে সাড়া জাগানো সিনেমা “আম্মাজান” যারা আজ অবধি দেখেন নি অবশ্যই দেখে নিবেন নাহলে আসলেই পরে দেখা শেষ করে আফসোস করবেন কেনো এতো দিন দেখি নাই 

চলুন জেনে আসি সিনেমাটির জন্য ক্যামেরার সামনে এবং পেছনে কাদের কাদের অবদান ছিলো



“আম্মাজান”
পরিচালকঃ কাজী হায়াৎ
রচয়িতাঃ মনোয়ার হোসেন ডিপজল
প্রযোজকঃ মনোয়ার হোসেন ডিপজল
শ্রেষ্ঠাংশেঃ শাবনম,মান্না,মৌসুমী,আমিন খান
মনোয়ার হোসেন ডিপজল,মিজু আহমেদ আরো অনেকে।
ধরণঃ ড্রামা,ক্রাইম,অ্যাকশন।
ব্যাপ্তিকালঃ ১৪৫ মিনিট
মুক্তিসালঃ ২৫ জুন, ১৯৯৯ইং
দেশঃ বাংলাদেশ
আইএমডিবিঃ ৮.৩/১০
ব্যক্তিগত মতামতঃ ৯.৮/১০

ডাউনলোড করুন আম্মাজান মুভি | ammajan bangla movie full

[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://r1—sn-cqi0c-q5jl.googlevideo.com/videoplayback?signature=D52A9526E6D8EC4E4CBC73C2837A0A329FC6C582.A20376C30988D389745317FC9ABE676DA8822A4E&sparams=clen%2Cdur%2Cei%2Cgir%2Cid%2Cinitcwndbps%2Cip%2Cipbits%2Citag%2Clmt%2Cmime%2Cmm%2Cmn%2Cms%2Cmv%2Cpl%2Cratebypass%2Crequiressl%2Csource%2Cexpire&itag=18&mm=31%2C29&mn=sn-cqi0c-q5jl%2Csn-npoe7n7s&id=o-AGkas61T-IBCjt4nb3dBcogeeasha7H0NRN1uDbGb95k&source=youtube&ip=118.179.72.21&ipbits=0&pl=18&mv=m&ei=nLbZWq_kOceyoQOBqKuQCg&ms=au%2Crdu&lmt=1517959700367810&c=WEB&fvip=5&dur=7827.493&ratebypass=yes&clen=527669219&expire=1524239101&mt=1524217422&mime=video%2Fmp4&gir=yes&key=yt6&initcwndbps=315000&fexp=23724337&requiressl=yes&title=Popular%20Bangla%20Movie_%20Ammajaan%20_%20Manna%2C%20Moushumi%2C%20Dipjol%20_%20Full%20Bangla%20Movie” target=”blank” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”” icon_type=”” nofollow=”0″]

সর্বশেষ প্রকাশিত