-

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল ব্রাজিল

বিশ্বের সবচেয়ে বড় ফুটবলযজ্ঞ সামনে রেখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। সোমবার রাতে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাঁটুর ইনজুরিতে পড়ে রাশিয়া বিশ্বকাপ মিস করছেন দানি আলভেজ। তার পরিবর্তে দলে ঢুকেছেন ফ্যাগনার।

১৮ ম্যাচের দীর্ঘ বাছাইপর্বে একটি ম্যাচও তারা হারেনি। দুটি ড্র, ১৬ ম্যাচে জয়। সব মিলিয়ে গোলই হজম করেছে মাত্র তিনটি। এর একটি পেনাল্টি থেকে আরেকটি আত্মঘাতী। শুধু নেইমারের নেতৃত্বে গড়া আক্রমণভাগ, মাঝমাঠের সেরা খেলোয়াড়দের নিয়ে নয়, অটুট-অটল রক্ষণ নিয়েও ব্রাজিল এবার হাজির হবে বিশ্বকাপে। ব্রাজিলের শিরোপা-প্রতিদ্বন্দ্বীদের জন্য ২৩ জনের এই দলটা হয়ে উঠতে পারে রীতিমতো আতঙ্ক।

২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড

গোলকিপার:

১) অ্যালিসন বেকার (রোমা),

২)এডারসন স্যানটানা দে মোরাইস  (ম্যানচেস্টার সিটি),

৩)কাসিও (করিন্থিয়াস)।

ডিফেন্ডার:

৪)মার্সেলো (রিয়াল মাদ্রিদ),

৫)থিয়াগো সিলভা (পিএসজি),

৬)দানিলো (ম্যানচেস্টার সিটি),

৭)ফাগনার (করিন্থিয়াস),

৮)ফিলিপে লুইস (অ্যাথলেতিকো মাদ্রিদ),

৯)মারকুইনহোস (পিএসজি),

১০)মিরান্দা (ইন্টার মিলান),

১১)পেদ্রো জেরোমেল (গ্রেমিও)।

মিডফিল্ডার: 

১২)কাসেমিরো (রিয়াল মাদ্রিদ),

১৩)ফের্নানদিনহো (ম্যানচেস্টার সিটি),

১৪)পওলিনহো (বার্সেলোনা),

১৫)ফ্রেড (শাখতার),

১৬)রেনাতো আউগুস্তো (বেইজিং গুয়ান),

১৭)ফিলিপে কুতিনহো (বার্সেলোনা),

১৮)উইলিয়ান (চেলসি),

১৯)ডগলাস কস্তা (জুভেন্টাস)।




ফরোয়ার্ড:

২০)নেইমার (পিএসজি),

২১)তাইসন (শাখতার),

২২)গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি),

২৩)রবের্তো ফিরমিনো (লিভারপুল)।

আরও পড়ুন : 2018 FIFA World Cup Russia বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচী

সর্বশেষ প্রকাশিত