-

বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

বাংলাদেশ চা বোর্ডে প্রধান কার্যালয়ে, চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৭ পদে মোট ১২ জনকে এই নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন ফরমসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল:

আরও পড়ুন: বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য ১০টি সাধারণ জ্ঞান মূলক প্রশ্নের কুইজ

পদসমূহের বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ

১)উপ-পরিচালক (হিসাব ও অর্থ) = ১ টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৪৩ হাজার  থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে।

২)অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর= ৪টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: এইস এস সি পাশ হতে হবে।

৩)গাড়ীচালক= ২টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা দেয়া হবে।
যোগ্যতা: সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ভারী/মধ্যম ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে।

৪)অফিস সহয়ক(এমএলএসএস)= ২টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ হতে হবে।

৫)নিরাপত্তা প্রহরী= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ হতে হবে।

৬)পরিচ্ছন্নতা কর্মী= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ হতে হবে।

আবেদনের সময়সীমা: ২৪ জুন ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে চাকরির আবেদন সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০ এই ঠিকানায় আগামী ২৪/০৬/২০১৮ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।

আবেদন ফরম ডাউনলোড করুন

[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1WB3nqQXAJgckrbOx7FOiqzjPK1wMYOcm” target=”_self” bg_color=”#2a79bf” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন:




৭)পরিসংখ্যান কর্মকর্তা = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ২২ হাজার  থেকে ৫৩ হাজার ৬০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, অর্থনীতি বা গণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে।

আবেদনের সময়সীমা: ১১ জুন ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে চাকরির আবেদন সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০ এই ঠিকানায় আগামী ১১/০৬/২০১৮ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।

আবেদন ফরম ডাউনলোড করুন

[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1WB3nqQXAJgckrbOx7FOiqzjPK1wMYOcm” target=”_self” bg_color=”#2a79bf” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন:




সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন

আমাদেরকে টুইটারে ফলো করেন

সর্বশেষ প্রকাশিত