-

পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

পল্লী সঞ্চয় ব্যাংকের ৯ পদে ১২ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদসমূহের বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ

১)সিস্টেম অ্যানালিস্ট: ১ টি পদ।
বেতন: ৪৩০০০-৬৯৮৫০/- টাকা।
বয়সসীমা: ৪০ বছর।

২)ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর: ২ টি পদ।
বেতন: ৪৩০০০-৬৯৮৫০/- টাকা।
বয়সসীমা: ৪০ বছর।

৩)সহকারী সিস্টেম অ্যানালিস্ট:  ১ টি পদ।
বেতন: ৩৫৫০০-৬৭০১০/- টাকা।
বয়সসীমা: ৩৫ বছর।

৪)সহকারী ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর: ২ টি পদ।
বেতন: ৩৫৫০০-৬৭০১০/- টাকা।
বয়সসীমা: ৩৫ বছর।

৫)সিস্টেম ইঞ্জিনিয়ার (হার্ড ও নেট): ১ টি পদ।
বেতন: ৩৫৫০০-৬৭০১০/- টাকা।
বয়সসীমা: ৩৫ বছর।

৬)প্রোগ্রামার: ১ টি পদ।
বেতন: ৩৫৫০০-৬৭০১০/- টাকা।
বয়সসীমা: ৩৫ বছর।

৭)সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার (হার্ড ও নেট): ১ টি পদ।
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।
বয়সসীমা: ৩০ বছর।

৮)সহকারী প্রোগ্রামার: ২ টি পদ।
বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।
বয়সসীমা: ৩০ বছর।

৯)কনসালট্যান্ট (বন ও ইকোসিস্টেম): ১ টি পদ।
বেতন: আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা: ৬৫ বছর।

যোগ্যতা: কনসালট্যান্ট (বন ও ইকোসিস্টেম) পদে আবেদনের জন্য পরিবেশ/ বন বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি পদগুলোতে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি পদভেদে থাকা লাগবে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা।

আবেদনের সময়সীমা: ২২ এপ্রিল ২০১৮ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য দেখুনঃ



বিজ্ঞপ্তি উল্লেখিত ২২ এপ্রিল এর মধ্যে শুধুমাএ পল্লী সঞ্চয় ব্যাংকের www.pallisanchaybank.gov.bd ওয়েবসাইটের অনলাইন সেবা প্যানেল হতে ই-নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করে প্রাপ্ত আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে।
বিস্তারিত পল্লী সঞ্চয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে দেখে নিন :

[pdf-embedder url=”https://www.banglacyber.com/wp-content/uploads/2018/04/Advertisement-IT.pdf” title=”Advertisement IT”]

পল্লী সঞ্চয় ব্যাংকের বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1QJ0KwxlOFUc4Ptm2op_asjCQ7CSaDHv1″ target=”_self” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]

অফিসিয়াল ওয়েবসাইটঃ www.pallisanchaybank.gov.bd

প্রধান কার্যালয়ে যোগাযোগের ঠিকানাঃ

পল্লী সঞ্চয় ব্যাংক
রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার ে(লেভেল-৮)
৩৭/৩/এ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা-১০০০

সর্বশেষ প্রকাশিত