১) কোন পোস্ট/কমেন্টে কুরুচিকর ভাষা ব্যবহার করা যাবে না।
২) কোন ইউজার অপর কোন ইউজারকে ব্যক্তিগতভাবে কোন কনটেন্টের মাধ্যমে আক্রমণ করতে পারবে না।
৩) কোন ধরণের অসুস্থ এবং অগ্রহনযোগ্য কলহে লিপ্ত হওয়া যাবে না। যদি কোন পোস্টে এ ধরণের অ্যাক্টিভিটি দেখা যায় তবে তা সাথে সাথে মুছে দেয়া হবে।
৪) পয়েন্ট সিস্টেমের কোন ধরণের অপব্যবহার করা যাবে না।
৫) কোন একজন ইউজার একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না।
৬) প্রোফাইল পিকচারে কোন ধরণের অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি দেয়া যাবে না এবং প্রোফাইল নেম এবং ইউজার নেমে কোন ধরণের আপত্তিকর এবং অরুচিকর শব্দ ব্যবহার করা যাবে না।
৭) ছদ্মনাম ব্যবহার করার অপশন আছে তবে ছদ্মনামধারী কোন ইউজার ভেরিফাইড ব্যাজ এবং বাংলা সাইবার স্কোরবোর্ডের আওতায় আসবে না।
উপরের সকল শর্তাবলী সকল কনটেন্ট (পোস্ট, প্রশ্ন ও আর্টিকেল) এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এই সকল ব্যবহারবিধি লংঘিত হলে বাংলা সাইবার কর্তৃপক্ষ প্রতিকারস্বরুপ নিচের যেকোনো ব্যবস্থা (ক্ষেত্রবিশেষে) গ্রহণ করবে-
ক) ভেরিফাইড/স্টার ব্যাজ তুলে নেয়া,
খ) সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া,
গ) পুরোপুরিভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া,
বাংলা সাইবার কোনো পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো নিয়ম ও শর্তাবলি পরিবর্তন / সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।