প্রস্তুতির সময়: ১০ মিনিট
রান্নার সময়: ৩০ মিনিট
সর্বোমোট সময়: ৪০ মিনিট
শিশুর টিফিনে বৈচিত্র আনতে নিত্যনতুন খাবার তৈরি করতে হয়। কম সময়ে সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার তৈরি করতে চাইলে চিজ অমলেটের রেসিপি জেনে নিন-
চিজ অমলেট রান্নার রেসিপি তৈরির উপকরণঃ-
- ডিম- ২ টি
 - পেঁয়াজ কুচি- বড় ১ টি
 - টমেটো কুচি- ১ টি
 - মরিচ কুচি- ২ টি
 - লবণ- স্বাদমতো
 - চিজ কুচি- ১/২ কাপ
 - তেল- ১ টেবিল চামচ
 
চিজ অমলেট রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ-
- ডিম লবণ দিয়ে গুলিয়ে নিন।
 - ননস্টিক প্যানে তেল গরম করে ডিম দিয়ে দিন।
 - এখন চিজ ছিটিয়ে দিন।
 - পেঁয়াজ কুচি, টমেটো কুচি,মরিচ কুচি দিয়ে দিয়ে দিন।
 - ঢেকে দিন।
 - হয়ে গেলে নামিয়ে পাউরুটি এর সাথে পরিবেশন করুন।
 
		
		

