প্রস্তুতির সময়: ১৫ মিনিট
রান্নার সময়: ৩০ মিনিট
সর্বোমোট সময়: ৪৫ মিনিট
সবজি পনিরের বল এমনিতেই সুস্বাদু, সেইসঙ্গে যদি যোগ হয় ভুনা তবে তো কথাই নেই! ভোজনরসিক বাঙালির কাছে ভীষণ প্রিয় একটি খাবার এই সবজি পনিরের বল । আজ চলুন জেনে নেয়া যাক কিভাবে রাঁধবেন সবজি পনিরের বল
সবজি পনিরের বল রান্নার রেসিপি তৈরির উপকরণঃ-
- সবজি কুচি (ফুলকপি,
 - বাঁধাকপি, ব্রকলি,
 - গাজর, শিম, মটরশুঁটি) ২ কাপ,
 - নতুন আলু সেদ্ধ করে মিহি করে ভর্তা করা ১ কাপ,
 - পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ,
 - কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ,
 - আদা কুচি ১ চা-চামচ,
 - রসুন কুচি ১ চা-চামচ,
 - ধনেপাতা কুচি ২ টেবিল চামচ,
 - গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ,
 - মোজারেলা চিজ আধা কাপ,
 - ঢাকাই পনির আধা কাপ,
 - পাপরিকা ১ চা-চামচ,
 - লবণ পরিমাণমতো,
 - মাখন ২ টেবিল চামচ,
 - ব্রেডক্রাম্ব ২ কাপ,
 - ডিম ২টি,
 - ময়দা আধা কাপ ও তেল পরিমাণমতো।
 
সবজি পনিরের বল রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ-
- সব সবজি আধা সেদ্ধ করে পানি ঝড়াতে হবে।
 - প্যানে মাখন গরম করে আদা, রসুন, কাঁচা মরিচ, পেঁয়াজ ভেজে সবজি দিয়ে কিছুক্ষণ ভেজে আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন।
 - ব্রেডক্রাম্ব, ডিম, ময়দা, তেল বাদে বাকি সমস্ত উপকরণ সবজির সঙ্গে মাখিয়ে ছোট ছোট বল বানাতে হবে।
 - ডিম ফেটে তাতে সামান্য ময়দা মেখে পরিমাণমতো লবণ ও পানি দিয়ে মিশ্রণ তৈরি করে নিন।
 - বলগুলো মিশ্রণে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে গরম ডুবো তেলে বাদামি রং করে ভেজে নিতে হবে।
 
		
		

