প্রস্তুতির সময়: ১০ মিনিট
রান্নার সময়: ৪০ মিনিট
সর্বোমোট সময়:  ৫০ মিনিট
পুঁটি মাছের শুঁটকিতে ঝাল কচুশাক মানেই একেবারে রগরগে তেল-ঝাল হবে, এমনটা মোটেও নয়। পুঁটি মাছের শুঁটকিতে ঝাল কচুশাক খাদ্যরসিকদের কাছে অমৃতসমান। চলুন দেখে নেয়া যাক উপকরন গুলো ।
পুঁটি মাছের শুঁটকিতে ঝাল কচুশাক–রান্নার রেসিপি তৈরির উপকরণঃ-
- ডাঁটাসহ কচুশাক আধা কেজি
 - পুঁটি মাছের শুঁটকি ১ কাপ
 - থেঁতো করে নেওয়া রসুন আধা কাপ
 - কাঁচা মরিচ ১০/১২টি
 - পাঁচফোড়ন আধা চা-চামচ
 - জিরাবাটা ১ টেবিল চামচ
 - সয়াবিন তেল ২ টেবিল চামচ
 - লবণ স্বাদমতো
 - ভেজে নেওয়া শুকনো মরিচ ২টি।
 
পুঁটি মাছের শুঁটকিতে ঝাল কচুশাক– রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ-
- কচুশাক ধুয়ে বেছে ডাঁটাগুলো দেড় ইঞ্চি লম্বা করে এবং শাকগুলো মাঝখানে কেটে নিন।
 - পুঁটি মাছের শুঁটকির পেট পরিষ্কার করে ভালো করে গরম পানিতে ধুয়ে নিন।
 - এবার কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন ও থেঁতো করা রসুনের কোয়াগুলো এবং শুঁটকিগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিন।
 - ভাজা হয়ে এলে তাতে মাঝখানে চিরে নেওয়া কাঁচা মরিচ দিয়ে কচুশাক দিয়ে একটু নেড়ে নিন।
 - আগুনের আঁচে শাক কমে এলে লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দিন এবং চুলার জ্বাল মাঝারি আঁচে রাখুন।
 - শাকের পানি বের হয়ে শাক সেদ্ধ হয়ে এলে জিরাবাটা দিয়ে মিনিট পাঁচেক কষান।কষাতে কষাতে শাক গলে পানি টেনে প্রায় শুকনো হয়ে এলে নামিয়ে ফেলুন।
 - নামানোর আগে দুটো ভাজা শুকনো মরিচ শাকের ওপর দিয়ে দিন।
 
		
		