প্রস্তুতির সময়: ১০ মিনিট
রান্নার সময়: ৩০ মিনিট
সর্বোমোট সময়: ৪০ মিনিট
নাস্তা হিসেবে পাউরুটি তো সবাই খেয়েছেন। কিন্তু পাউরুটি দিয়ে কখনও কি পাকোড়া বানিয়ে খেয়েছেন? আজ দেখুন পাউরুটি দিয়ে সুস্বাদু পাউরুটির পাকোড়া বানানোর সহজ পদ্ধতি
পাউরুটি পাকোড়া রেসিপি তৈরির উপকরণঃ-
- পাউরুটি – ৮ পিস
 - আমের আচার – ৪ টেবিল চামচ
 - ময়দা – দেড় কাপ
 - চালের গুঁড়া – ২ টেবিল চামচ
 - হলুদ গুঁড়া – হাফ চা চামচ
 - মরিচ গুঁড়া – ১ চা চামচ
 - ধনে পাতা কুচি – ১ চা চামচ
 - খাবার সোডা – পরিমাণ মতো
 - তেল – পরিমাণ মতো
 - লবণ – স্বাদমতো
 - চাট মসলা – ২ চা চামচ
 
পাউরুটি পাকোড়া রেসিপি তৈরির প্রণালীঃ-
- পাউরুটির একদিকে এক চামচ আমের আচার মাখিয়ে নিন ।
 - এবার আরেক পিস রুটি দিয়ে চেপে নিন ।
 - এর পর ধারালো ছুরি দিয়ে পাউরুটির চারপাশের বাদামি অংশগুলো কেটে ফেলুন ।
 - সুন্দর করে কোনাকুনি করে কেটে নিন স্লাইসগুলো ।
 - একটি পাত্রে ময়দা, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, খাবার সোডা, লবণ ও ধনে পাতা কুচি নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গোলা তৈরি করুন ।
 - চুলায় একটি পাত্রে তেল দিন। টুকরো করে রাখা পাউরুটিগুলোর দুই পিঠে ভালভাবে গোলার মিশ্রণ মাখান। তেল গরম হলে পাউরুটিগুলোর দুইদিক সোনালী করে ভেজে নিন ।
 
		
		

