প্রস্তুতির সময়: ৫ মিনিট
রান্নার সময়: ১ ঘন্টা
সর্বোমোট সময়: প্রায় ১ ঘন্টা ৫ মিনিট
দুধ কুলি পিঠা রেসিপি খুব কম সময়ের একটি সহজ রেসিপি, সব শ্রেনীর লোক এই রেসিপিটি তৈরি করতে পারবে। দুধ কুলি পিঠা রেসিপি তৈরি খাবার অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। যা আপনি ঘরে বসেই হাতের নাগালে থাকা উপকরন দিয়ে কম খরচে তৈরী করতে পারেন। দুধ কুলি পিঠা রেসিপিটি তৈরি করতে প্রায় ১ ঘন্টা ৫ মিনিট সময় লাগতে পারে। চলুন দেখে নেই কিভাবে দুধ কুলি পিঠাটি কিভাবে খুব সহজ ভাবে কম সময়ের মধ্যে তৈরি করবেন।
দুধ কুলি পিঠা রেসিপি তৈরির উপকরণ
- পিঠার ডো এর জন্য — চালের গুঁড়া ২ কাপ
 - পানি ১.৫ কাপ
 - লবণ ১/২ চা চামচ
 - পুরের জন্য — নারিকেল কোরা ১/২টা
 - চিনি ১/৪ কাপ
 - খেজুর গুড় ১/২ কাপ
 - ঘি ১ টেবিল চামচ
 - এলাচ গুঁড়া ১/২ চা চামচ
 - দুধের জন্য — দুধ ১.৫ লিটার
 - চিনি ১/২ কাপ
 - খেজুর গুড় ১/২ কাপ
 - পানি ২ টেবিল চামচ
 - গুড়া দুধ ১/২ কাপ
 - গরম মসলা ৪/৫ টুকরো করে প্রতিটা
 
দুধ কুলি পিঠা রেসিপি তৈরির প্রণালী
- প্যানে নারিকেল কোরা, ঘি চিনি এবং খেজুর গুড় দিয়ে মৃদু আঁচে জ্বাল দিন।
 - পানি বের হয়ে টেনে গেল এলাচ গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে রাখুন।
 - পানিতে লবণ দিয়ে জ্বালে বসান।
 - টগবগ করে ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে ঢেকে মৃদু আঁচে রেখে দিন ৫ মিনিট।
 - পাত্র আলগা করে চালের গুঁড়া নেড়ে পানির সঙ্গে মিশিয়ে চুলা বন্ধ করে ঢেকে রাখুন আরও ৫ মিনিট।
 - এবার ভালো মতো মথে কাই তৈরি করুন।
 - ছোট ছোট লেচি কেঠে হাতে বাটির মতো তৈরি করে অথবা রুটি বেলে গোল করে কেটে ভিতরে পুর ভরে দিন।
 - ফোল্ড করে মুখ বন্ধ করে ছোট ছোট ভাঁজ দিয়ে নকশা করে নিন।
 - এভাবে সব পিঠা বানিয়ে নিন।
 - ২ টেবিল চামচ পানি হালকা গরম করে গুড় গুলে নিন।
 - দুধ জ্বালে বসান গরম মসলা এবং চিনি মিশান।
 - দুধ উতলে উঠলে চুলা বন্ধ করে দুধ কিছুটা ঠান্ডা করে নিন।
 - গলানো গুড় মিশান।
 - নেড়ে আবার জ্বালে বসান।
 - টগবগ করে ফুটলে পিঠাগুলো দিয়ে দিন।
 - মৃদু আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন।
 - এখান থেকে কিছুটা দুধ উঠিয়ে গুড়াদুধ গুলে পিঠায় মিশিয়ে নামিয়ে নিন
 
ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম দুধ কুলি পিঠা।
		
		


