প্রস্তুতির সময়: ১০ মিনিট
রান্নার সময়: ৩০  মিনিট
সর্বোমোট সময়:  ৪০ মিনিট
আজকের আয়োজন ঢাকাই ভূনা চিংড়ি । অতিথি আপ্যায়নে সুস্বাদু এই মাছের কোন জুড়ি নেই। দেখে নিন কিভাবে তৈরি করবেন রেসিপিটি।
ঢাকাই ভূনা চিংড়ি রান্নার রেসিপি তৈরির উপকরণঃ-
- 4টি মাঝারি আকারের চিংড়ি মাছ
 - 3 টেবিলচামচ সরষের তেল
 - 2 টেবিলচামচ পেঁয়াজবাটা
 - ½ টেবিলচামচ আদাবাটা
 - ½ টেবিলচামচ রসুনবাটা
 - ½ চাচামচ হলুদগুঁড়ো
 - ½ চাচামচ জিরেগুঁড়ো
 - ½ চাচামচ ধনেগুঁড়ো
 - ½ চাচামচ লঙ্কাগুঁড়ো
 - স্বাদ অনুযায়ী নুন
 - ½ চাচামচ পোস্তবাটা
 - 2টি কাঁচালঙ্কা
 - 1 টেবিলচামচ ধনেপাতাকুচি
 - ½ চাচামচ গরমমশলার গুঁড়ো
 
ঢাকাই ভূনা চিংড়ি রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ-
- কড়ায় সরষের তেল দিয়ে গরম করুন।
 - ধোঁয়া উঠলে তাতে চিংড়ি মাছ ছেড়ে সাঁতলে নিন অল্প করে।
 - মাছ তুলে নিয়ে এই তেলেই প্রথমে পেঁয়াজবাটাটা দিন।
 - কষতে কষতে সুগন্ধ উঠলে আদাবাটা আর রসুনবাটাটাও দিয়ে দিতে হবে।
 - বাটা মশলা কষা হয়ে গেলে একটি ছোট পাত্রে গুঁড়ো মশলা আর জল গুলে পেস্ট তৈরি করে নিন।
 - তার পর এই মশলাটি যোগ করে দিন আদা-পেঁয়াজ-রসুনের মিশ্রণে।
 - কষা হয়ে গেলে মশলা তেল ছাড়তে আরম্ভ করবে।
 - তখন চিংড়ি আর কাঁচালঙ্কা দিয়ে দিন।
 - শেষে পোস্তবাটা দিয়ে ফের খানিকক্ষণ নাড়াচাড়া করুন এবং ঢাকা দিয়ে রান্নাটা ভালো করে হতে দিন।
 - একেবারে শেষে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে নিতে হবে।
 - গরম গরম পরিবেশন করুন ভাত বা পোলাওয়ের সঙ্গে।
 
		
		