প্রস্তুতির সময়: ১৫ মিনিট
রান্নার সময়: ৪০ মিনিট
সর্বোমোট সময়:  ৫৫ মিনিট
মাছপ্রিয় বাঙালি তার পছন্দের রান্নার তালিকায় মাছকে দেয় রাজকীয় মর্যাদা। ‘মাছে-ভাতে’ বাঙালিদের কাছে রুই-কাতলা-ইলিশের মতো সামুদ্রিক মাছেরও আলাদা কদর রয়েছে। আসুন জেনে নেয়া যাক মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সামুদ্রিক মাছের কয়েকটি মুখরোচক রান্নার উপকরন ।
টুনা মাছের কিমা দিয়ে চচ্চড়ি রান্নার রেসিপি তৈরির উপকরণঃ
- টুনা মাছের কিমা (১ কাপ),
 - রসুন কুচি (১ চা চামচ),
 - রসুন বাটা (১ চা চামচ),
 - পেঁয়াজ কুচি (আধা কাপ),
 - গাজর কুচি (আধা কাপ),
 - সিদ্ধ ভুট্টা (১ টেবিল চামচ),
 - হলুদ গুঁড়া (১ চা চামচ),
 - মরিচ গুঁড়া (১ চা চামচ),
 - কাঁচা মরিচ (৭/৮টি),
 - ধনে পাতা,
 - ক্যাপসিকাম কুচি,
 - কালোজিরা (সামান্য) ও লবণ (স্বাদমতো)।
 
টুনা মাছের কিমা দিয়ে চচ্চড়ি রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ
- প্রথমে ফ্রাইপ্যানে গরম তেলে কালোজিরা ও রসুন কুচি দিতে হবে।
 - এরপর পেঁয়াজ কুচি, গাজর কুচি দিয়ে ঢেকে দিতে হবে।
 - সিদ্ধ ভুট্টা ও কাঁচা মরিচ দিয়ে আবারও ঢেকে দিতে হবে।
 - এরপর পরিমাণ মতো লবণ দিতে হবে একটু সিদ্ধ হলে এতে ক্যাপসিকামের কুচি ঢেলে দিন।
 - এবার রসুন বাটা দিয়ে একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও একটু পানি দিয়ে কষাতে হবে।
 - ৫ মিনিট পর এতে টুনা ফিস কিমা ও ধনে পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন।
 
		
		