প্রস্তুতির সময়: ১৫ মিনিট
রান্নার সময়: ৩৫ মিনিট
সর্বোমোট সময়:  ৫০ মিনিট
আমাদের দেশের একটি মজার ডেজার্ট আইটেম হিসেবে ক্ষীরসা অনেক জনপ্রিয়। ক্ষীর বা ক্ষীরসা এই খাবার টি চাল ও দুধ দিয়ে বানানো হয়। বাসায় বসে খেতে চাইলে চট করেই বানিয়ে ফেলতে পারেন দুধ দিয়ে।
ঘন দুধের ক্ষীর রান্নার রেসিপি তৈরির উপকরণঃ-
- বাসমতী চাল ২০০ গ্রাম,
 - দুধ ২ লিটার,
 - খেজুরের গুড় ৭৫০ গ্রাম,
 - এলাচ ৫টি,
 - কিসমিস ৫০ গ্রাম,
 - কাজু বাদাম ৫/৬টি,
 - তেজপাতা ২টি
 
ঘন দুধের ক্ষীর রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ-
- প্রথমে চাল ভিজিয়ে রাখুন।
 - আরেকটি পাত্রে কিসমিস, কাজুবাদাম ভিজিয়ে রাখুন যাতে তা পানিতে ভিজে নরম হয়ে থাকে।
 - এইবার একটি পাত্রে দুধ নিন, অল্প আঁচে দুধ অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে ঘন করে নিন।
 - ঘন দুধে চাল দিয়ে জ্বাল দিতে থাকুন, চাল সেদ্ধ হয়ে এলে খেজুর গুড় দিয়ে ভাল করে নাড়তে থাকুন।
 - এইবার ঘন হয়ে এলে তেজপাতা, এলাচ দিয়ে নামিয়ে নিয়ে কাজুবাদাম, কিসমিস দিন।
 - এবার প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।
 - চাইলে ঠান্ডাও খেতে পারেন কারণ ক্ষীর দুভাবেই খেতে মজা।
 
		
		


