প্রস্তুতির সময়: ১ ঘন্টা
রান্নার সময়: ৩০-৪০ মিনিট
সর্বোমোট সময়: প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট
ছোট থেকে বড় সকলেই ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে থাকে। আর এখন ইলিশ মাছের মৌসুম চলছে। বছরের অন্য সময়ের চেয়ে এই সময়ের ইলিশের স্বাদ ও গন্ধই যেন সব থেকে সেরা। আসুন তাহলে জেনে নেয়া যাক ইলিশের কয়েকটি মুখরোচক রান্নার রেসেপি-
আস্ত বেকড ইলিশ রান্নার রেসিপি তৈরির উপকরণঃ-
- ইলিশ মাছ ১টা,
 - মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ,
 - পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ,
 - টক দই ২ টেবিল চামচ,
 - লেবুর রস ১ টেবিল চামচ,
 - ভিনেগার ১ টেবিল চামচ,
 - সরিষার তেল ৩-৪ টেবিলচামচ,
 - লবণ পরিমাণমতো,
 - কাঁচা মরিচ (চপ করা) ৩-৪টি,
 - তন্দুরি মসলা ১ চা চামচ,
 - অ্যালুমিনিয়াম ফয়েল।
 
আস্ত বেকড ইলিশ রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ-
- আস্ত মাছকে ছুরি দিয়ে চিরে দিতে হবে যাতে মসলা ভেতরে ঢুকতে পারে।
 - এবার লবণ মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন।
 - বাটিতে সব মসলা মাখিয়ে নিন।
 - মাখানো মসলা মাছের দুই পাশে ভালোভাবে লাগিয়ে ফয়েলের ওপর রেখে ফয়েলটি মুড়িয়ে নিন।
 - ইলেকট্রিক ওভেন প্রি হিট করে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০-৪০ মিনিট বেক করে নামিয়ে নিন।
 - লেবু চাক চাক করে কেটে, মাছের চিড়ে নেওয়া জায়গাগুলোতে ঢুকিয়ে পরিবেশন করুন।
 
		
		