প্রস্তুতির সময়:১৫ মিনিট
রান্নার সময়: ৪০ মিনিট
সর্বোমোট সময়: ৫৫ মিনিট
ছোট থেকে বড় সকলেই ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে থাকে। আর এখন ইলিশ মাছের মৌসুম চলছে। বছরের অন্য সময়ের চেয়ে এই সময়ের ইলিশের স্বাদ ও গন্ধই যেন সব থেকে সেরা। আসুন তাহলে জেনে নেয়া যাক ইলিশের কয়েকটি মুখরোচক রান্নার রেসেপি-
অরেঞ্জ ইলিশ রান্নার রেসিপি তৈরির উপকরণঃ
- ইলিশ মাছ ৫ টুকরা,
 - কমলা লেবুর রস ২ কাপ,
 - পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ,
 - তেল কোয়ার্টার কাপ,
 - লবণ পরিমাণমতো,
 - চিনি আধা চা-চামচ,
 - মরিচ গুঁড়ো আধা চা-চামচ,
 - হলুদ গুঁড়ো সামান্য ও কমলার খোসা (গ্রেট করা) ১ টেবিল চামচ।
 
অরেঞ্জ ইলিশ রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ
- বাটিতে পরিমাণমতো লবণ ও সামান্য হলুদ, মরিচ গুঁড়ো মাখিয়ে মাছের টুকরোগুলো ১০ মিনিট রেখে দিন।
 - কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকাভাবে ভেজে তুলে নিন।
 - এবার ভাজা তেলে একে একে সব মসলা দিয়ে একটু ভুনে নিন।
 - এবারে কমলার রস ও কমলার খোসা দিয়ে ভালোভাবে ফুটিয়ে মাছ দিয়ে অল্প আঁচে ঢেকে দিন।
 - ১৫-২০ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন মজাদার অরেঞ্জ ইলিশ।
 
		
		