Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
Bangla Cyber Q&A প্রশ্ন করা এবং উত্তর প্রদানের একটি নির্ভরযোগ্য মাধ্যম। এখানে আপনার সমস্যা সমাধানের জন্য বা কোনো কিছু সম্পর্কে জানতে প্রশ্ন করতে পারবেন এবং অন্যের প্রশ্নের উত্তর দিয়ে মূল্যবান অবদান রাখতে পারবেন। প্রশ্ন করতে বা উত্তর দিতে হলে এখনই নতুন অ্যাকাউন্ট খুলুন।
Char area
বর্তমানে বাংলাদেশে ১৬৪ টি চা বাগান আছে এবং সর্বমোট ১১৫,৭৫৭ হেক্টর জমিতে চা চাষ করা হয়।
বর্তমানে বাংলাদেশে ১৬৪ টি চা বাগান আছে এবং সর্বমোট ১১৫,৭৫৭ হেক্টর জমিতে চা চাষ করা হয়।
See lessডাক বিভাগে
একজন একসাথে ২টি পোস্টে আবেদন করতে পারবে না।
একজন একসাথে ২টি পোস্টে আবেদন করতে পারবে না।
See lessBd Police SI post
এখনো দিন তারিখ টিক হইনি। লকডাউন খুলার পর হতে পারে মনে হয়।
এখনো দিন তারিখ টিক হইনি। লকডাউন খুলার পর হতে পারে মনে হয়।
See lesscomputer niye diploma kora, ami keno labrotary sohokari pode apply korte parsina?
কোন প্রতিষ্ঠানের চাকরি সেটা উল্লেখ করুন।
কোন প্রতিষ্ঠানের চাকরি সেটা উল্লেখ করুন।
See lessAi job tar prodhan office kothai ar vaiva porikha kothai hote pare
কোন প্রতিষ্ঠানের জবের কথা বলছেন? প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন।
কোন প্রতিষ্ঠানের জবের কথা বলছেন? প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন।
See lessস্বাস্থ্য অধিদপ্তরে নতুন নিয়োগ ২০২১
স্বাস্থ্য অধিদপ্তরে ২৮ টি পদে মোট ৫৩৮ জনকে নিয়োগের চাকরিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তরে ২৮ টি পদে মোট ৫৩৮ জনকে নিয়োগের চাকরিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
See lessবয়স নিয়ে জানতে চাই
আচ্ছা বয়স নিয়ে কি কোনো সমস্যা আছে।
আচ্ছা বয়স নিয়ে কি কোনো সমস্যা আছে।
See lessআমি SSC & Hsc ভোকেশনাল না। আমি কি কারিগরি শিক্ষা বোর্ডে 9 এবং 15 তে আবেদন করতে পারব?
৯ নং পদে আবেদন করতে পারবেন।
৯ নং পদে আবেদন করতে পারবেন।
See lessপার্টনারশিপে বিজনেস কিভাবে করব?
যে কারো সাথে বিজনেস পার্টনার হবার আগে বা টাকা দেবার আগে যে বিষয়গুলু নিশ্চিত হয়ে নিবেনঃ ১। একে অন্যকে পার্সোনালি ভিজিট করবেন, বসে মিটিং করবেন, নিজেদের প্লান ও আইডিয়া নিয়ে আলাপ আলোচনা করবেন, আগে অন্তত ৬ মাস তার সাথে মিশে তারপর সিদ্ধান্ত নিবেন। ২। নিজেদের বাড়ি এবং অফিস ভিজিট করবেন। ৩। নিজেদের অর্থনৈতিকRead more
যে কারো সাথে বিজনেস পার্টনার হবার আগে বা টাকা দেবার আগে যে বিষয়গুলু নিশ্চিত হয়ে নিবেনঃ
See less১। একে অন্যকে পার্সোনালি ভিজিট করবেন, বসে মিটিং করবেন, নিজেদের প্লান ও আইডিয়া নিয়ে আলাপ আলোচনা করবেন, আগে অন্তত ৬ মাস তার সাথে মিশে তারপর সিদ্ধান্ত নিবেন।
২। নিজেদের বাড়ি এবং অফিস ভিজিট করবেন।
৩। নিজেদের অর্থনৈতিক সক্ষমতা যাচাই করে নিবেন।
৪। কতটা কর্মঠ ও কাজের প্রতি সিরিয়াস তা বুঝে নিবেন ।
৫। পার্টনারশিপ ডিড করে নেবেন ষ্ট্যাম্প পেপারে এবং তা নিবন্ধন করে নিবেন।
৬। যার যার শেয়ারের অংশ ও দায়িত্ব লিখিত করে নিবেন ঐ ডিডে।
৭। সব লেনদেন ব্যাংকের মাধ্যমে করবেন।
৮। পার্টনার ২ জন বা ততধিক জন হলে কমপক্ষে ২-৩ জন ব্যাংকের চেক সিগনেটরি হবেন।
৯। সবার প্রাথমিক মূলধন ব্যাংকে জমা হবার পর বিজনেসের কাজ শুরু করবেন।
১০। বিজনেস প্লানটা ভালো ভাবে করে নিবেন এবং বিজনেস শুরু করার পর পরবর্তী ১ বছর বা লাভে না আসা পর্যন্ত অফিস চালাতে নগদ টাকার জোগানে যাতে সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করে নিবেন।
১১। তবে ১৫-২০ জনের অধিক একত্রে কোন কিছু করতে গেলে অনেক সময় নেতৃত্ব ও ফান্ড নিয়ে ঝামেলা হয়, ওটা মাথায় রাখবেন।
শুধু মাত্র এগ্রিমেন্টের বিপরীতে কাউকে কোন টাকা বিনিয়োগ বা মূলধন হিসেবে দিবেন না। মূলধন হিসাবে কারো হাতে কোন টাকা দিবেন না, এটা জমা করবেন কোম্পানির ব্যাংক হিসাবে। আপনি নিজেও একজন চেকের সিগ্নেটরি থাকবেন।
আপনি বিনিয়োগ করবেন কোন প্রতিষ্ঠানের সাথে, কোন বাক্তির সাথে নয়।
কি বিজনেস কি প্রোডাক্ট, কিভাবে সেল হবে সব আগে বুঝে নিবেন।
আপনি টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন, তার বিপরীতে আপনার ঐ কোম্পানি/বিজনেসে শেয়ার কত আগেই ঠিক করে নিবেন।
ঐ প্রতিষ্ঠানে আপনার কাজ বা দায়িত্ব কি তা আগে বুঝে নিবেন।
বিশ্বাস করবেন কিন্তু একটু যাচাই করে।
আপনি কি চুল পড়া সমস্যায় ভুগছেন? এর সমধান কি?
পুরুষের মাথা থেকেই সাধারণত চুল ঝরে বেশি। তাই টাক সমস্যার তাক লাগানো সব বিজ্ঞাপনের ভিড়ে পুরুষকে যেমন নাকাল হতে হয়, তেমনি মানসিকভাবেও ভেঙে পড়েন তাঁরা। চুল পড়া রোধে প্রথম ব্যবস্থা হিসেবে শরীরে জোগান দিতে হবে প্রয়োজনীয় ভিটামিনগুলো। জন্মগত কিছু ত্রুটি ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই পুরুষের চুল পড়ে যায় ভিটামিনেরRead more
পুরুষের মাথা থেকেই সাধারণত চুল ঝরে বেশি। তাই টাক সমস্যার তাক লাগানো সব বিজ্ঞাপনের ভিড়ে পুরুষকে যেমন নাকাল হতে হয়, তেমনি মানসিকভাবেও ভেঙে পড়েন তাঁরা। চুল পড়া রোধে প্রথম ব্যবস্থা হিসেবে শরীরে জোগান দিতে হবে প্রয়োজনীয় ভিটামিনগুলো। জন্মগত কিছু ত্রুটি ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই পুরুষের চুল পড়ে যায় ভিটামিনের অভাবে। কী সেই ভিটামিন আর কেমন করেই বা ভিটামিনগুলো আমাদের চুল পড়া রোধে ভূমিকা রাখে? জেনে নেওয়া যাক এবার। চুলের স্বাভাবিক বৃদ্ধির জন্য সেবাম গ্রন্থি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই গ্রন্থির সুস্থতার জন্য ভিটামিন এ খুব দরকারি। ভিটামিন বি কমপ্লেক্স হলো আটটি ভিটামিনের সমষ্টি। শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে ভিটামিন বি কমপ্লেক্স একদিকে যেমন মুখ্য ভূমিকা রাখে, অন্যদিকে চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি উপাদান পৌঁছে দেয়। এভাবেই চুল তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে বাড়বাড়ন্ত হয়। ভিটামিন সিতে থাকে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এই অ্যান্টি-অক্সিডেন্ট চুলকে সুস্থ যেমন রাখে, তেমনি বৃদ্ধি করে চুলের সৌন্দর্য। ভিটামিন ইর আছে লোহিত রক্তকণিকায় উল্লেখযোগ্য ভূমিকা। তার চেয়েও বড় কথা, ভিটামিন ই মাথার সূক্ষ্মাতিসূক্ষ্ম সব রক্তনালিকায় রক্তের প্রবাহ ঠিক রাখে আর পৌঁছে দেয় অক্সিজেন। তাই চুল পড়ার প্রবণতাও কমে যায় অনেকখানি। এ ছাড়া সুস্থ চুল আর তার স্বাভাবিক বৃদ্ধির জন্য আরও প্রয়োজন জিংক, প্রোটিন, আয়রন, কপার ও ম্যাগনেসিয়াম।
See less