তিউনিশিয়ান মাটন সটু ইন ক্লে পট
প্রস্তুতির সময়: ১৫ মিনিট
রান্নার সময়: ১ ঘন্টা
সর্বোমোট সময়: প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট

আপনাদের জন্য আজকের রেসিপি তিউনিশিয়ান মাটন সটু ইন ক্লে পট । চলুন দেখে নেয়া যাক, কীভাবে তৈরি করবেন তিউনিশিয়ান মাটন সটু ইন ক্লে পট ।

তিউনিশিয়ান মাটন সটু ইন ক্লে পট রেসিপি তৈরির উপকরণঃ-

  • খাসির মাংস ২ কেজি,
  • তেল ১ কাপ,
  • মাখন ২ টেবিল চামচ,
  • পেঁয়াজ কাটা ২ কাপ,
  • সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,
  • লবণ পরিমাণমতো,
  • টমেটো পেস্ট ১ কাপ,
  • বাদাম পেস্ট আধা কাপ,
  • লাল মরিচ গুঁড়া ১ চা চামচ,
  • হলুদ গুঁড়া ১ চা চামচ,
  • দারুচিনি গুঁড়া আধা চা চামচ,
  • জিরা গুঁড়া ১ চা চামচ,
  • পানি পরিমাণমতো,
  • পেস্তা পেস্ট আধা কাপ,
  • স্যাফরন ১ চিমটি।

তিউনিশিয়ান মাটন সটু ইন ক্লে পট রেসিপি তৈরির প্রণালীঃ-

  • একটি পাত্রে কাটা পেঁয়াজ, তেল, রসুন বাদামি রঙ না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
  • এবার এর মধ্যে টমেটো পেস্ট, হলুদ, লাল মরিচ এবং লবণ দিয়ে ৫ মিনিট রাখুন।
  • এরপর এতে মাংস দিয়ে ভালোভাবে মেশান।
  • পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।
  • মাংস সিদ্ধ হয়ে গেলে ওভেনপ্রুফ মাটির পাত্রে ঢেলে তাতে সাদা গোলমরিচ গুঁড়া, দারুচিনি গুঁড়া, জিরা গুঁড়া, পেস্তা ও বাদাম পেস্ট দিয়ে ভালোভাবে মেশান, মাটির পাত্রটির ঢাকনা ময়দার পেস্ট দিয়ে বন্ধ করুন।
  • এবার হালকা আঁচে ৪৫ মিনিট রান্না করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here