ঝোল খাশি
প্রস্তুতির সময়: ৩০ মিনিট
রান্নার সময়: ৪০ মিনিট
সর্বোমোট সময়: ১ ঘন্টা ১০ মিনিট

ঝোল খাশি রেসিপি খুব কম সময়ের একটি সহজ রেসিপি। ঝোল খাশি রেসিপি তৈরি খাবার অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। যা আপনি ঘরে বসেই হাতের নাগালে থাকা উপাদান দিয়ে কম খরচে তৈরী করতে পারেন। চলুন দেখে নেই কিভাবে ঝোল খাশি রেসিপিটি খুব সহজভাবে কম সময়ের মধ্যে তৈরি করবেন।adult sex toys
lovense sex toy
air jordan balck
nfl tshirt
nfl san francisco 49ers

custom football jersey

men’s nike air max 90
wig stores
dallas cowboys jersey
nike air max 95
adidas outlet
custom basketball jersey
custom baseball uniforms
custom football uniforms
custom hockey jerseys
male sex toys
custom football jerseys
cheap nfl jerseys

ঝোল খাশি রেসিপি তৈরির উপকরণঃ-

  1. খাসির মাংস ১ কেজি,
  2. পেঁয়াজবাটা ৩ টেবিল চামচ
  3. আদাবাটা ১ টেবিল চামচ
  4. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
  5. রসুন কুচি ২ চা-চামচ
  6. জিরা ১ চা-চামচ
  7. তেজপাতা ৪টা
  8. হলুদ ও মরিচ গুঁড়া ১ চা-চামচ করে
  9. তেল ৩ টেবিল চামচ ও লবণ স্বাদমতো

ঝোল খাশি রেসিপি তৈরির প্রণালীঃ-

  1.  প্রথমেই পেঁয়াজ ও রসুন কুচি ছাড়া বাকি সব মসলা মাংসে মেখে ২০ মিনিট রেখে দিন।
  2. এবার তেল গরম করে তেজপাতা, পেঁয়াজ ও রসুন কুচি ছেড়ে দিন।
  3. পেঁয়াজ ও রসুন ভাজা ভাজা হয়ে এলে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিন ।
  4. মাংস সেদ্ধ হয়ে এলে তার মধ্যে পরিমাণমতো পানি দিন।
  5. নামানোর আগে দারুচিনি গুঁড়া ছড়িয়ে দিন।
  6. গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here