-

Army Job Circular 2019 Bangladesh

Bangladesh Army Job Circular 2019

84 BMA Special course circular 2019

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ২য় পর্বে নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে।

আবেদনের শুরুর তারিখ : ০৭ নভেম্বর ২০১৯।
আবেদনের শেষ তারিখ : ২৭ নভেম্বর ২০১৯।

আবেদনের যোগ্যতা

বয়স : প্রার্থীদের বয়স ১ জুলাই ২০২০ তারিখে ১৭-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।
শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৫৪ কেজি (১২০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৩ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : (ক) জাতীয় মাধ্যম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.২৫ পেয়ে উত্তীর্ণ।  (খ) ইংরেজী মাধ্যম। ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে A গ্রেড ও ১টিতে B গ্রেড উত্তীর্ণ।

জাতীয়তা : প্রার্থীদের জন্ম/ডোমিসাইল সূত্রে বাংলাদেশী হতে হবে।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত।

আবেদন করার পদ্ধতি : প্রার্থীরা https:// joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করতে পারবে।  আবেদনকারী প্রার্থীরা টেলিটক এসএমএস অথবা VISA ও Master Card অথবা Trust Bank Mobile Money,bKash,Rocket এর মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি বাবদ জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেয়ার পর তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার কল-আপ লেটার পাওয়া যাবে।

সুযোগ-সুবিধা : বেতন ও ভাতা : দেশে-বিদেশে উন্নত প্রশিক্ষণ ও উচ্চতর ডিগ্রির সুযোগ। জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদানের সুযোগ, বাসস্থান প্রাপ্তি ও বিনা খরচে বিদেশে চিকিৎসা লাভের সুযোগ, নির্ধারিত শর্তসাপেক্ষে ডিওএইচএস/এএইচএস-এ প্লট/ ফ্ল্যাট প্রাপ্তির সুবিধা, নিজ সন্তানদের ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, বিইউপি, এমআইএসটি ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/ কলেজে অধ্যায়নের সুযোগ।
এই চাকরি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে নিচের Ask বাটনে ক্লিক করে প্রশ্ন করতে পারবেন।

Ask

Bangladesh Army Job Circular 2019

Post related things: বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০১৯,বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি,বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯,সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সেনাবাহিনীর সার্কুলার ২০১৯,সেনাবাহিনী সার্কুলার 2019,সেনাবাহিনী বেসামরিক নিয়োগ ২০১৯,সেনাবাহিনীতে নতুন নিয়োগ,সেনাবাহিনী নিয়োগ 2019,সেনাবাহিনী নিয়োগ ২০১৯ ব্যাচ,সৈনিক পদে নিয়োগ 2019,BMA special course,BMA long course,bma special course circular,bma special course,bma graduate course,bma short course circular 2019,,bma short course circular,army medical specialist job circular 2019,এম ও ডি সি নিয়োগ

সর্বশেষ প্রকাশিত