-

এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯

এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল আজ ৬ মে ২০১৯ তারিখে প্রকাশ করা হবে।
উল্লেখ্য গত ২রা ফেব্রুয়ারি ২০১৯ তারিখে একযোগে সারা বাংলাদেশে শুরু হয় এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা ২০১৯ এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২রা মার্চ ২০১৯ তারিখে। আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। দুপুর ১২টার পর থেকে পরীক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এবং আমাদের বাংলা সাইবার থেকে মার্কশীটসহ এসএসসি রেজাল্ট জানতে পারবে।

পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: ৬ মে ২০১৯

মোট অংশগ্রহনকারী পরীক্ষার্থী: ২,১৩৫,৩৩৩ জন

পাশের হার: ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। গতবার এই পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এবার মোট জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবার জিপিএ ফাইভ পেয়েছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

এসএসসির ফলাফল ২০১৯ নাম্বারসহ মার্কশীট দেখুন এখানে

২০১৮ সালের এসএসসির পাশের হার: ১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। এর মধ্যে পাস করেছিল ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। মোট ২৮ হাজার ৫৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে এক হাজার ৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শত ভাগ শিক্ষার্থী পাস করেছিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৯ দশমিক ৪০। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ২ হাজার ৮৪৫ জন। অন্যদিকে পাশের হার মাদ্রাসায় ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরীতে ৭১ দশমিক ৯৬ শতাংশ।

অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে ফলাফল দেখার চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশের সব শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব ওয়েব-সাইটেও মার্কশীট সহ ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়। আপনাদের সুবিধার্থে সকল বোর্ডের ফলাফল দেখার জন্য তাদের ওয়েবসাইটের  লিঙ্ক নিচে দেওয়া হলোঃ

মোবাইলে এস এম এস এর মাধ্যমে এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৯ জানার পদ্ধতিঃ

  • যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC .
  • এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ

DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board

  • এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন।
  •  এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2019 লিখুন।
  • Example: SSC <স্পেস>DHA<স্পেস> 123456 <স্পেস> 2019
  • এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।

SSC Result 2019 এর খবর সবার আগে পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন

Post Related Things: SSC রেজাল্ট ২০১৯, এসএসসি ফলাফল, এস এস সি রেজাল্ট ২০১৯, দাখিল রেজাল্ট ২০১৯, ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯, এসএসসি পরীক্ষায়, ssc পরীক্ষার ফলাফল 2019, www.educationboardresults.gov.bd, এস এস সি পরীক্ষা ২০১৯, এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৯, এস এস সি বৃত্তির রেজাল্ট ২০১৯, এসএসসি ফলাফল ২০১৯, এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ, নাম্বার সহ রেজাল্ট ২০১৯, মার্কশিট সহ রেজাল্ট ২০১৯, ssc রেজাল্ট, এস এস সি, এস এস সি রেজাল্ট 2019, এস এস সি পরীক্ষার রেজাল্ট 2019, ssc 2019 খবর, দাখিল রেজাল্ট ২০১৯, ssc রেজাল্ট ২০১৯ কবে দিবে

সর্বশেষ প্রকাশিত